![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুমি-নেসার সুখের ঘরেও এবার শুরু হয়েছে দুঃখের আগুন। রুমি এবার নিউইয়র্ক প্রবাসী এক তরুনীর প্রেমে হাবুডুবু্ খাচ্ছেন। এ মেয়ে আবার রুমির প্রথম স্ত্রী অনন্যার বান্ধবী। ছোটবেলা থেকেইতার অনন্যার সঙ্গে মেলামেশা। আর সেই থেকে রুমির গানের একনিষ্ট ভক্ত। রাতে ঘুমুতে যাওয়ার আগে রুমির গান না শুনলে তার চোখের পাতা এক হয়না! সেই ভক্তকে নিয়ে এবার মেতেছেন রুমি। সুযোগ পেলেই দেখা করছেন, গানও শোনাচ্ছেন।
আর এ খবর যে একেবারে চাপা আছে তা কিন্তু না। অনন্যা-কামরুন নেসা দুজনই শুনেছেন এ খবর। এমুখ-ওমুখ হতে হতে ফেসবুকেও এ খবর ছড়িয়েছে। আর সবমিলিয়ে আগুন শুরু হয়েছে দুই সংসারেই।
জানা গেছে, এ নিয়ে অনন্যা প্রকাশ্যে কথা না বললেও নেসা রুমিকে অনেক বকাঝকা করেছেন। শুধু তাই নয়, এ নিয়ে বেশ ক’দিন কথাও বন্ধ ছিল দুজনের। তাই বলে কি, প্রেমের মরা জলে ডোবে? তাও যদি আবার হয় আরফিন রুমির মত প্রেমিক? এখন রুমি কি করেন তা শুধু সময়ই বলে দিতে পারে?রথম স্ত্রী বর্তমান থাকতেও গত বছরের ২৪ অক্টোবরযুক্তরাষ্ট্র-প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি। এ নিয়ে তখন কোনই উচ্চবাচ্য করেননি প্রথম স্ত্রী অনন্যা।
একমাত্র সন্তান আরিয়ানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছিলেন তিনি। পরের গল্প সবারই জানা। এরপর সুযোগ পেলেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দেশে-বিদেশে ঘুরেছেন রুমি। করেছেন আনন্দ-ফূর্তি। এমনকি শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেও গিয়েছেন তিনি। সেখান তৈরি করেছেন স্টুডিও।
দুনিয়ার লুলরা এক হও,
লুলগিরী দীর্ঘজীবি হোক
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭
তাশফী বলেছেন: জনাব ,আমি কিন্তু লাম-ছাম কারো ব্যক্তিগত জীবন নিয়ে এই লেখা সেই নাই , আপনে আরেফিন রুমীরে চিনেন না বাঁ আপনে আরেফিন রুমির কড়া ভক্ত সেটা অন্য ব্যাপার। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তো আপনেও উতসাহী, নইলে এই পোষ্টে আসলেনি বাঁ কেন ? পড়লেনই বাঁ কেন ? আর কমেন্ট দিলেনই বা কেন ?
২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৩
সত্য কথা বলি বলেছেন: মিডিয়াগুলো এই লম্পটগুলোকেই আমাদের সমাজের স্টার/মডেল(আদর্শ) হিসেবে প্রচার করে। এই তারকা জগতের সবই দুশ্চরিত্র আর লম্পট ।
১০ ই জুন, ২০১৩ রাত ৩:২২
তাশফী বলেছেন: :v
৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬
নতুন বলেছেন: আরো ২টা বিয়ে জায়েজ আছে... সমস্যা কি...
৪| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৩
মুহসিন বলেছেন: Bie korle khoti nai. Leave together borjonio.
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৩
তাসজিদ বলেছেন: কারও বাক্তিগত জীবন নিয়ে আমাদের কেন এত উৎসাহ????????