![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরে প্রকাশ----------
।
।
।
।
।
।
।
।।
।
শাহবাগে আবার অবরোধ করেছে শিক্ষার্থীরা । ৩৪ তম বিসিএস এর ফলাফল বাতিলের দাবিতে শাহবাগে অবরোধ করা হয়েছে । রাস্তায় প্রচন্ড যানযট সৃষ্টি হয়েছে ।
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮
তাশফী বলেছেন: সেহেরী খাইয়া আসেন :v
২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩
মোঃ আব্দুল্লাহ বলেছেন: আমিও আসবো
৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
আনমনা 007 বলেছেন: ভাবতাছি লান্চের সময় কী আসবে প্যাকেট নাকি পিপার স্প্রে
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১
তাশফী বলেছেন: পিপার স্প্রে
৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
ইট্টুস কথা বলেছেন: আজ তো সবাই চুশীল। কে কাকে তোয়াক্কা করে?
মানবতাবাদীদের থুঃ
মানবতাবাদীদের থুঃ
মানবতাবাদীদের থুঃ
মানবতাবাদীদের থুঃ
৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: আমরা এখনও ব্রিটিশদের তৈরী করা সবচেয়ে বদ নিয়ম "Divide & Rule" নীতি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি।
রবীন্দ্রনাথের ভাষায়-
সাড়ে সাত কোটির মানুষের (বর্তমানে ১৮ কোটি) হে বিমুগ্ধ জননী,
রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি...
৬| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
জান্নাতুল এন পিয়াল বলেছেন: আমি ব্যক্তিগতভাবে শাহবাগের বিরোধী নই। কিন্তু মানতেই হবে, এ দেশের মানুষ সবসময় হুজুগের ওপর চলে। একবার যখন শাহবাগ সম্পর্কে তাদের বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছে, তাই ওইখানে বসে আর কোন দাবি দাওয়া আদায় করা অসম্ভব। শাপলা চত্বরে বসেন, একবেলার মধ্যে দাবি পূরণ হয়ে যাবে!
৭| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
জগ বলেছেন: শাহবাগের অবরোধের সুযোগে আবার হনুজাগরন আরম্ভ না হয়....
৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন:

ভালো তো ... থাকতে কন আমি বিকালে আসতেছি