![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] www.fb.com/tasjid.ahmed.9
১. বাড়িতে ভাল খানা পিনা হত। পোলাও, মাংস, ফিরনি জর্দা আরও অনেক কিছু। কারণ ঐতিহ্যগত ভাবে বিশ্বাস করা হত যে বছরের প্রথম দিন ভাল কিছু খেলে সারা বছর ভাল মন্দ খাওয়া যায়।
আর বর্তমানে হাজার তিনের টাকা দিয়ে একটি ইলিশ মাছ কেনা হয়। তারপর গরম ভাতের সাথে মিনারেল ওয়াটার দিয়ে এক বিশেষ ধরণের পান্তা খাওয়া হয়। যার অস্তিত্ব আছে রমনার পথে প্রান্তরে।
এই পান্তা কালচার যে কোথা থেকে এলো তা আমার মাথায় ধরে না।
২. তেমন কিছু কেনা কাটা হত না। কারণ অপ্রয়োজনীয় জিনিস কেনার মত ইচ্ছে ও সাধ কোনটিই ছিল না।
এখন? লাল সাদা শাড়ি, সালোয়ার কামিস কিংবা পাঞ্জাবি না কিনলে কি মান সম্মান থাকবে? আড়ং ফারং এর বৈশাখী কালেকশন না হলে কি চলে। আর শাড়ির কাপড় যত সচ্ছ ততই ভাল, নাকি?
সমকাল পত্রিকায় এই পোশাক পরতে বলেছিল বৈশাখে মন্তব্য নিষ্প্রয়োজন
৩. মেলা হত। সে মেলায় তেমন কিছু পাওয়া যেত না। মাটির জিনিস পত্র, খেলনা, বাশি, প্লাস্টিকের নানান জিনিস পত্র। এই থাকতো মেলায়। আর খাবারের জন্য থাকতো লাল জিলাপি। কি স্বাদ সেই জিলাপির। এখনো যেন মুখে লেগে আছে।
আর এখন নানার রকম খাবার পাওয়া যায়। বিরিয়ানি, হট ডগ, বার্গার, কোক, ফ্রেঞ্চ ফ্রাই। আর আমরা সেগুল খাই। যতক্ষণ পারি পেটে চালান করি।
৪. মানুষ বেড়াতে যেত। আত্মীয় স্বজনদের বাড়িতে। তাতে আত্মার বাঁধন দৃঢ় হত।
এখন? বেড়ানোর সময় কই এখন। গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে হবে না।
আমার মাঝে মাঝে মনে হয় পহেলা বৈশাখে দুই শ্রেণী যায় রমনাতে। একদল যাদের গার্লফ্রেন্ড আছে। আরেক দল যাহারা গার্লফ্রেন্ড নিয়ে এসেছে তাদের গার্ল কে দেখতে।
এ যেন আরেক ভালেন্টানস ডে। ঘুর ফির আর প্রেম কর।
অস্বীকার করে লাভ নেই যে কর্পোরেট দুনিয়া তার স্বার্থেই পহেলা বৈশাখ কে জমাতে সাহায্য করছে। কারণ এ লাভ টি তাদেরই।
তবে সব মন্দেরিই তো কোন না কোন ভাল দিক আছে। এই পহেলা বৈশাখ না থাকলে কি বাচ্চারা জানতে পারত যে বাংলা আলাদা পঞ্জিকা আছে। একটি উৎসব যা শুধু আমাদের। কারণ এ উৎসব কিন্তু আমাদের প্রাণের উৎসব ই শেষ পর্যন্ত। আমরা শত দুঃখ কষ্টের মাঝে দিনানিপাত করি। একদিন না হয় একটু উৎসব ই করলাম। ভুলে থাকলাম সব কষ্ট, বেদনা।
বাংলা নববর্ষ ভোরের সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়। তাই অগ্রিম জানিয়ে গেলাম
শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
তাসজিদ বলেছেন: মিনারেল ওয়াটার দিয়ে পান্তা খেয়ে কি লাভ? আর ইলিশের সাথে এর স্বাদ ভাবাই যায় না।
আমিও সারাদিন ভাল মন্দ খাব। যাতে সারা বছর দারুণ সব খাবার খেতে পারি।
নববর্ষের শুভেচ্ছা
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৭
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
সুন্দর পোস্ট।
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান ভাই।
১৪২১ বয়ে নিয়ে আসুক সুখ শান্তি।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৮
ইমরান ভাই বলেছেন: Kotha shotto..
১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯
তাসজিদ বলেছেন: ঠিক তাই।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আধুনিক নারীদের জন্য আধুনিক পোশাক !!!
শুভ নববর্ষ তাসজিদ ভাই।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২১
তাসজিদ বলেছেন: প্রিয় কাণ্ডারি ভাই, আছে কেমন? নববর্ষ কেমন কাটল?
হুম্মম, আধুনিক নারীদের পোশাক! কি আর করা।
আজকে দুই একজন অতি আধুনিক কে দেখলাম। কি যে পড়েছে তা ওনারাই ভাল জানেন।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১
উদাস কিশোর বলেছেন: সেই দিন কি আর আছে !
দিন বদলাইছে না !
নববর্ষের শুভেচ্ছা
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩১
তাসজিদ বলেছেন: সব কিছুই পরিবর্তন হয়। তবে সে পরিবর্তন যেন নেতিবাচক না হয় সেদিকে আমদের লক্ষ রাখা উচিৎ।
নববর্ষের শুভেচ্ছা
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: যুগ পাল্টে গেছে । উৎসব থেকে প্রেম, সবকিছু আজ ইনকর্পোরেটেড!
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪
তাসজিদ বলেছেন: ঢাকার বাইরে ছিলাম। তাই উত্তর দিতে দিরে হল।
এখন মনে হয় কি সব কিছু মেকি, কেমন যেন ফাকি তে ভরপুর
৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: একটু বেশি তিতা কথা বলে ফেলেছেন, যার অনেকটাই সত্যি। তবে সবকিছু সবার ক্ষেত্রে পাল্টায় না। যেমন, আমাদের পরিবারে ফ্যাশনের নামে তেমন কিছু করা হয় না। আমরা আত্মীয় স্বজনকে অনেকটা সময় দিই।
শুভেচ্ছা।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
তাসজিদ বলেছেন: হামা ভাই, কথা কি খুব বেশি তিতা হয়ে গেছে। হবে হয়ত।
সবাই কি পাল্টে যায়? মনে হয় না। তবে অধিকাংশই পাল্টে যায়। সময়ের সাথে।
তবে সে পাল্টানো যাতে ইতিবাচক হয় সেদিকে লক্ষ রাখা উচিৎ
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত ভাই ভাল আছি।
দেখা হবে একদিন।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০০
তাসজিদ বলেছেন: দেখা হবে। এই শহরের কোন প্রান্তরে।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা মে, ২০১৪ সকাল ৮:৪২
তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪১
মোঃ ইসহাক খান বলেছেন: বিলম্বিত শুভেচ্ছা রেখে গেলাম।
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৪
তাসজিদ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।
১১| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৫৯
আরজু পনি বলেছেন:
তবুও পরবর্তী প্রজন্ম জানবে বাংলা আমাদের ভাষা ... হোক উৎসব ।
শুভেচ্ছা রইল, তাসজিদ ।।
১১ ই মে, ২০১৪ রাত ১০:১০
তাসজিদ বলেছেন: যদিও এ দিবস কে কর্পোরেট দুনিয়া তার স্বার্থে ব্যাবহার করছে তবু তো উৎসব হচ্ছে।
আর সে উৎসব তো আমাদের প্রাণের উৎসব ই।
আপু,অনেক দিন পর এলেন আমার ব্লগে।
শুভরাত্রি।
১২| ১১ ই মে, ২০১৪ রাত ১০:১৫
আরজু পনি বলেছেন:
মাঝে অনেকদিন খুব বেশি ব্যস্ততা থাকায় ব্লগে লগইন অনিয়মিত ছিলাম । পোস্ট তেমন পড়া হতো না, মন্তব্য তো আরো করতে পারিনি ।
এখন কিছুটা সময় করে হলেও নিয়মিত ব্লগিং এর চেষ্টা করছি ।
শুভরাত্রি, তাসজিদ ।
১২ ই মে, ২০১৪ রাত ৮:০৮
তাসজিদ বলেছেন: আসলে ব্লগিং র জন্য সময় বের করা বেশ কষ্টকর। কারণ ব্লগিং বেশ টাইম কনজিওমিং।
আর বেস্ততা দেয় না কাওকে অবসর।
শুভকামনা আপু।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৩
ইমিনা বলেছেন: সহমত ...
অামি পান্তা খাই না, এই দিনে আমি দারুন দারুন সব খাবার খাই যেন সারা বছর এমন খাবার ই ভাগ্যে জোটে
নববর্ষের শুভেচ্ছা ।।