নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

জয়তু পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি দ্বন্দ্ব!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

আমাদের দেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ মনেহয় ইউরেনিয়াম থেকেও দূর্লভ কোন বস্তু। অপরকে আমরা শ্রদ্ধা ত দূরে থাক, অপমান করে ও নিচে নামিয়েই বোধ করি চিত্ত বিনোদনের উপকরণ খুঁজে থাকি।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ৭.৫% ভ্যাট আরোপ করার পর চলমান আন্দোলন যেন সেই সত্যকেই আবার উস্কে দিচ্ছে। কোথায় সকল ছাত্ররা মিলে শিক্ষার উপর আরোপিত ভ্যাট কে না বলবে, তা না করে উল্টো পরস্পর কে গালাগালি করে তারা যে কি প্রমাণ করতে চায় তা তারাই একমাত্র জানে।সামাজিক মাধ্যম যেখানে তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অন্তঃশক্তি জাগিয়ে তুলবে, তা না করে কে কত ভাল করে গালি দিতে পারে তার সফল প্রতিযোগিতা যেন চলছে।

“প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সব গাধা, বড়লোকের আদরের দুলাল, তারা i-phone চালায়, কেফসিতে খায়, থুতনির নিচে দাড়ি রাখে, ফার্মের মুরগি, What’s up dude, awesome ছাড়া আর কি জানে”: এগুলো বলা যেমন নিম্নমানের কাজ, তেমনি, “পাবলিক ইউনিভার্সিটি পোলাপান সব ক্ষেত-জঙ্গল, গরিবের ঘরের ছাওয়াল, কর্পোরেট দুনিয়াতে অচল” বলা আমার দৃষ্টিতে ছোটলোকি কাজ।


ব্রিটিশরা আমাদের ২০০ বছর শাসন করেছিল মূলত Divide and Rule এর উপর ভিত্তি করে। মেকানিজম ছিলঃ “অন্তঃদ্বন্দ্ব সৃষ্টি কর। তাহলে তোমার আর কিছুই করতে হবে না। যা করার তারাই করবে। তুমি শুধু ফল ভোগ করবে আর রুটির মাখন টুকু খাবে”। জানিনা সেই থিওরি এখন কেও এপ্লাই করছে কিনা।

এই পাবলিক-প্রাইভেট দ্বন্দ্বে কেও জিতবে না।মাঝখান থেকে হাসবে স্বার্থান্বেষী মহল। শুধু একজন হারবে।
তার নাম বাংলাদেশ।

সবাইকে শুভরাত্রি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পক্ষই বাড়াবাড়ি করছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৭

তাসজিদ বলেছেন: আসলেই দুই পক্ষই বাড়াবাড়ি করছে। অবসান হওয়া দরকার এই দ্বন্দ্ব।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১

শাহ্ মোঃ অ্যালিন বলেছেন: প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদের বাড়াবাড়ি মানায় না।আপনারা যেমন ভাবে পুলিশকে ফুল দিয়ে বরন করেছেন,আপনাদের ধন্যবাদ।আপনারা পুলিশ দেখে চটে না গিয়ে উল্টো সেলফি তুলেছেন। আপনারা শিক্ষার্থীবৃন্ধ এই সোনার বাংলার কর্ণধার।আপনাদের প্রতি অনুরোধ নিজেদের মধ্যে বাড়াবাড়িতে মন না মাতিয়ে এগিয়ে যান।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

তাসজিদ বলেছেন: নিয়মত্রান্ত্রিক ভাবে কাজ করলে যে সফলতা আসে তা আবারও প্রমাণ হল। কোন গাড়ি ভাংচুর হল না, মারমারি হল না, কিন্তু দাবি আদায় হল।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

নিউ মার্কেট বলেছেন: দিনদিন সবাই ছাত্রলীগ হয়ে যাইতেছে।

#NoVatOnEducation

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

তাসজিদ বলেছেন: ভিক্টরি !!!!!!!!


৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০

তিক্তভাষী বলেছেন: ভালো বলেছেন। কথাটা আমারও মনে হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২২

তাসজিদ বলেছেন: সহমত হবার জন্য ধন্নবাদ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

রোষানল বলেছেন: ৮ টাকা কেজি চাল যদি ৩৫/৪০ টাকায় খেতে পারে তবে এই ভাঁট ফ্যাটও বাংগালি হজম করতে পারবে । তবে একটু সময় লাগবে। আওয়ামীলীগ সরকার যে কোন মূল্যে জাতীর জনকের সপ্নের বাস্তবায়ন করবে । কয়েকদিন চিল্লা চিল্লি করবে তারপর সবাই থেমে যাবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

তাসজিদ বলেছেন: ভাই, সরকার কিন্তু আন্দোলনকারী দের দাবি মেনে নিয়েছে। গোয়ার্তমি করেনাই।
এ কারণে কি সরকার একটু হলেও বাহবা পেতে পারেনা।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

রোষানল বলেছেন: সরকার কিন্তু আন্দোলনকারী দের দাবি মেনে নিয়েছে ঠিকই কিন্তু এর ঝাল এখন পোহাতে হবে সর্বস্তরের জনগনের । কারন হল সরকারের টাকা দরকার বলেই এই রকম ভাঁট ফ্যাটের আয়োজন করেছিল । এখন সেটা তো ভেস্তে গেল । এখন এই ঘাটতি মেটাতে এই ভাঁটের মূল্য আদায় করবে অন্য দ্রব্য সামগ্রীর উপর চাপিয়ে । আগে এই চাপ ছিল শুধু এক শ্রেণির ছাত্রদের উপর আর এর পর এই বারতি চাপ চুকাতে হবে ছাত্র ছাত্রের বাপ সেই সাথে মরা অর্ধ মরা জনগন গুলিকে।মাল বাবু খুব ভাল করেই জানে জে,হুজুকে বাংগালিদের কে সামনে বাঁশ না লাগিয়ে পিছনে লাগালে বাঙ্গালি বেশি খুশি হয় । :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

তাসজিদ বলেছেন: দেখুন আপনার আমার জায়গা থেকে কিন্তু অনেক সহজেই অনেক কিছু বলা যায়। সরকার কাজ করতে চাইলে টাকা লাগবে। এটাই বাস্তবতা। আর বিদেশিদের কাছ থেকে উচ্চ হারে সুদ নিয়ে কাজ করার থেকে নিজস্ব উৎস থেকে অর্থ ব্যবস্থাপনা করে কাজ করা ভাল, এটা আমরা সবাই জানি।
তবে যাই হোক শিক্ষার উপর vat বসানো যায় না। কারণ এমনিতেই প্রাইভেট ইউনিভার্সিটির ফি জোগাতে হিমসিম খেতে হয়।
আর দ্রব্য মূল্য বাড়লে সরকারের রেভিনিও বাড়ে না।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

প্রামানিক বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

তাসজিদ বলেছেন: আপনার কয়েকটি পোস্ট পড়েই আপনার ভক্ত হয়ে গেছি। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.