![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।
শিরোনাম আর আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনি যথেষ্ট স্মার্ট।
আমাদের মধ্যে একটা নীতিগত ভুল আছে, ইংরেজিতে যাকে বলা যেতে পারে "moral fault " . আমরা স্মার্টনেস আর ফ্যাশন্যাবল কে তাল-গোল পাকিয়ে ফেলি।
স্মার্টনেস হল সঠিক সময়ে সঠিক কথা বলা, সঠিক কাজটা করা এবং সঠিক জায়গায় সঠিক বুদ্ধি প্রয়োগ করা। কিন্তু ফ্যাশন জিনিসটা সম্পূর্ণ আলাদা।
আপনি স্মার্ট কি ফ্যাশন্যাবল নাউ হতে পারেন। আবার এর বিপরীতও আছে।
এখন প্রধাণ সমস্যা হল ,আমরা ভ্রান্ত থিওরি তে বিশ্বাসী। থিওরিটা হল "কাপড় দেখে মানুষকে বিচার করা ঠিক না ।" কথা সত্য। ৯৯ ভাগ সত্য। কিন্তু সমস্যা হল, আপনার কপালে ট্যাটু করে লেখা নেই যে আপনি স্মার্ট একজন মানুষ কাপড় কোন ব্যাপার না।
কোন কর্পোরেট ভাইভা বোর্ড বা ইন্টার্ভিউ এ আপনি নিশ্চই পাঞ্জাবি পরে যাবেন না। এতে ইন্টারভিউয়ারদের আপনার উপর একটা বাজে দৃষ্টি পরবে। আপনি কোট টাই না পরে ফরমাল শার্ট প্যান্ট পরে গেলে আপনাকে দেখতে খারাপ লাগবে না আবার ভাইভা বোর্ডএ আপনার ইম্প্রেশন ও ভাল হবে।
যাই হোক নিজেকে স্মার্ট প্রমাণ করতে যাওয়াটা কিন্তু বোকামির লক্ষণ। আপনারা অনেকেই এখন আমাকে বলে বসবেন ," আপনি তো নিজেকে স্মার্ট ই প্রমান করতে যাচ্ছেন। " না ভাই আমি নিজেকে কিছুই প্রমান করতে যাচ্ছি না। আমার চিন্তা ভাবনা আপনাদের সাথে শুধু ভাগাভাগি করছি।
তো আজকে দেখলাম কোন এক ভদ্রলোক ফ্রান্স এর পতাকা profile picture হিসেবে দিয়েছে আর caption দিয়েছে "go france go, win the match ." দুই দিন আগেও তার profile picture ছিলও " Hala Madrid" । ভদ্রলোকের মত আমরা অনেকে না বুঝে, স্মার্টনেস দেখানোর জন্য অনেক কিছু করে ফেলি যা মটেও উচিত না।
আগেও বলেছি এখনও বলছি "আপনি যথেষ্ট স্মার্ট। "
©somewhere in net ltd.