![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ছোটো থেকে বড় হয়। কষ্টের পরিবর্তন হয় সেই সাথে। ছোটোবেলা যে কষ্টগুলো শারীরিক ছিলো বড় হওয়ার পরে তা মানসিক হয়ে যায়। ছোটোবেলা যেমন মা- বাবা , ভাই-বোন মেরে শারীরিক কষ্ট দিতো বড় হওয়ার পরও তেমন আশেপাশের মানুষ উইক পয়েন্টে আঘাত করে মানসিক যন্ত্রণা দেয়।কেউ যদি শারীরিক ভাবে সুখী হয় কিন্তু মানসিকভাবে অসুখী হয় তাহলে শারীরিক সুখটাও তার কাছে অসস্তিকর লাগে। যদি কেউ মানসিকভাবে সুখী হয় এবং তাকে শারীরিকভাবে কেউ আঘাত ও করে তবুও তার সয়ে যায়। মোট কথা: শারীরিকভাবে সুখী হয়ে মানসিকভাবে সুখী হওয়া যায় না কিন্তু মানসিকভাবে সুখী হলেই শারীরিকভাবে সুখী হওয়া যায়। সো, ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রবলেমসগুলো ধৈর্য সহকারে ফেইস করেন।
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৮
তাসলিমা কাজি বলেছেন: জ্বী।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬
আহলান বলেছেন: মানসিক সুখই তাহলে প্রকৃত সুখ ..... তাইতো ?