নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে আপোসহীন :)

তাসলিমা কাজি

এসেছি, চলেও যাবো।

তাসলিমা কাজি › বিস্তারিত পোস্টঃ

সাময়িক আবেগ

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

সাময়িক আবেগের বর্শবর্তী হয়ে মানুষ ভয়ঙ্কর মায়া জড়ানো কথা বলে ফেলে! সেই মায়ার জালে পা দিলে অপর পাশের মানুষটি পরে খুব পস্তাবে। কারণ, প্রথম ব্যক্তির সেই সাময়িক আবেগ ততোদিনে উধাও হবে! বেশি আশা দেখানো মানুষগুলোই পরে সঙ্গ ছেড়ে দেয়। একজন আবেগি মানুষকে বাস্তবতার জাল চেনাতে এমন সব মানুষরাই সাহায্য করে। আবেগি মানুষগুলোর মন মানসিকতা পুরোদমে নষ্ট করে দেয়! তখন তাদের পাশে কেউ থাকে না, একাই চিনে নেয় দুনিয়ার রঙ্গিন ধুলোগুলোর আঁধার রুপ।

আবেগ, অনূভুতি ব্যপারগুলো সঠিক স্থানে খরচ করতে হয়। মানুষ ভুল স্থানে খরচ করে করে উচিতটা শিখে নেয়... ততোদিনে অনেক কিছুই পাল্টে যায়। প্রয়োজনে সময়ও পাল্টায়, সেখানে মানুষ তো পাল্টাবেই। আসলে মানুষ পাল্টায় না, পাল্টায় তাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি। যোগ হয় নতুন আরো অভিজ্ঞতা যা ভবিষ্যতে ভুল করা থেকে বিরত রাখে নিজেদের। আসলে এমন সাময়িক আবেগওয়ালা মানুষগুলোর শুকরিয়া আদায় করা উচিত....তাদের কারণেই অনেকে জীবনে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে নিজেকে গোছায়।

সব জায়গাতেই ভালো খারাপ দুইটা আলাদা ব্যপার আছে। কেনো খারাপ দিকটা নিবে যখন ভালোটা ভালো ফলদায়ক?! নিজেদের দৃষ্টিকোণ ঠিক রাখতে পারলেই সব পরিস্থিতিতে নিজেদের কন্ট্রোলটা থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.