![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ স্বাধীন হয় নাই,
দেশের মানুষ স্বাধীন হয় নাই!
তবুও কেনো এতো স্বাধীনতার উৎসব?
এখনো যে কষৃক পায় নাই তার ন্যায্য অধিকার,
এখনো যে বোনটি পায় নাই সঠিক বিচার।
এখনো যে প্রতি রাতে হাজার মানুষ কাঁদে,
সরল ভাইটিকে ফাঁসানো হয় নিত্য নতুন ফাঁদে।
তবু হায়! লোকে বলে দেশ স্বাধীন!
স্বাধীনতার মধ্যে এ যে এক পরাধীনতার বেড়াজাল!
হে আমার বাংলাদেশ, তোমার রক্তিম সূর্যটা এখনো যে করে হাহাকার,
কবে মিলিবে মুক্তি? কবে সূর্যটা হাসবে আবার?
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
তাসলিমা কাজি বলেছেন: জ্বী ধন্যবাদ
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ভালো লেগেছে। মুখোশ খুলে নিজেদের আত্মশুদ্ধির সময় এসেছে....
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
তাসলিমা কাজি বলেছেন: হ্যাঁ
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
ধ্রুবক আলো বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো....
++++
কথা গুলো একদম সত্যি লেখছেন.,,,
শুভ কামনা জানবেন....