নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে আপোসহীন :)

তাসলিমা কাজি

এসেছি, চলেও যাবো।

তাসলিমা কাজি › বিস্তারিত পোস্টঃ

একটু পড়ুন প্লিজ

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

ভার্চুয়াল যেমন উপকারী তেমন ভয়ঙ্কর ও! এখানে অনেকে রাজা, অনেকে প্রজা। রাজাদের আইডিগুলো খুব পাওয়ারফুল হয়, তারা যা ইচ্ছে করতে পারে ভার্চুয়ালে। ফেসবুকে বিভিন্ন গ্রুপের এডমিন, বিভিন্ন মানুষের সঙ্গ থাকে এদের। ভালো-খারাপ উভয়ই আছে এমন। এতোদিন শুধু ধারনা ছিলো যে ব্লগিং যারা করে, বিভিন্ন ফেসবুক পেইজে যারা লেখে, টাইমলাইনে যারা নীতিমূলক কথার ফই ফোটায় সবাই ভালোর ডিব্বা! ভুল ধারনা এটা!
যে জন্য লেখছি এই পোস্ট টা সেই কথাতে আসি..........
ফেসবুকের একটা আইডি, নাম: গোপাল দা। ৪০০০+ ফ্রেন্ডস তার। অনেক ভালো খারাপ সঙ্গ পায় অবশ্যই, এবং একটু ক্ষমতার দাপটও আছে ফেসবুকে তার। তিনি একটা মেয়েকে প্রোপজ করেন! মেয়েটার নাম গোপন থাকুক। মেয়েঝা যখন কিছুতেই রাজি হচ্ছিলো না তখন সে রাগবশত তার এক সঙ্গকে বললো ব্যপারটা...অই সঙ্গ'র আইডি নাম: নস্ট ক্যাপাসিটর........এই ছেলেটা আবার ব্লগিং ও করে। সে মেয়েটাকে ইনবক্সে নানান রকমের হুমকি দিতে লাগলো! মেয়েটার ছবি বাজে গ্রুপে ছাড়ছে এবং নস্ট ক্যাপাসিটর আইডি'র টাইমলাইনেও পোস্ট করছে নানান ক্যাপশন লিখে লিখে। আপুটা এখন উপায়হীন। এটা একটা সাইবার ক্রাইম...কি করা যায়? তাদের তো শিক্ষা দেয়া উচিত। যাতে ওদের মতো আরো কিছু জানোয়ার এসব না করতে সাহস পায়....হেল্প প্লিজ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করুন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: বড় কিছু ঘটানোর আগেই, ওদের নামে পুলিশে কমপ্লেইন করা উচিৎ, হেনা ভাইও তাই বললো। আপনার কাছে যেহেতু প্রমাংুলো স্ক্রীনসর্ট করে রাখা আছেসমস্যা হবেনা আশা করি।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B নিজে নিজে ডিফেন্স করার চেয়ে আইনি সহায়তা নেয়া ভাল।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

জাহিদ অনিক বলেছেন: এদের জন্যই আসলে ফেসবুক কলঙ্কিত হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.