![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো অভাবের অপমানবোধ হয়েছে আপনার? সেই অপমানবোধে মিনিট পাঁচেক চোখের পানি ঝরেছে? অভাবিদের এমনটা হয়ে থাকে। যখন তাদের থেকে একটু উচ্চবিত্তরা আত্মসম্মানে হানি লাগানোর মতো কিছু কথা বলে তখন আত্মসম্মানে অপমানবোধ তৈরি হয়।
"মাত্র ১০/২০ টাকা?! এই টাকা দিয়ে চলবি কেমনে!? , কিরে? এতো কম টাকা আনলি কেন? কিপ্টা কেন এতো তুই? বেশি খাওয়া....."
বন্ধুমহলে অনেক সময় "ফয়িন্নি" সহ এমন অনেক উপাধিও পেতে হয়। সমাজ কি আর জানতে চাইবে আপনার কথা? শিক্ষার্থী হয়ে তো আর ইনকাম ও করা যাচ্ছেনা আর ফ্যামিলি থেকেও অতো টাকা দিবে না কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের একজন।
যখন সমাজের থেকে এমন আত্মমর্যাদাক্ষুন্ন সম্পন্ন কথা শুনতে হয় যতো কঠোরই হই না কেন আমরা ...চোখ দিয়ে অভাবের অপমানে কান্নাটা চলেই আসে :'
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
তাসলিমা কাজি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
উদভ্রন্ত বালক বলেছেন: নির্মম সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ । হয়েছে আমার।