![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করেছি...সেটা হচ্ছে নিজ সত্তার একাকিত্ব ও গুরুত্ব!
কিছু কিছু মানুষের নিজস্ব একটা পৃথিবী থাকে আলাদা...সেখানে সে নিজের মতো গড়ে ওঠে। তার পরিবার, আত্মীয়,প্রেমিক/প্রেমিকার ভালোবাসা থাকা সত্বেও সে তার কিছু কিছু কষ্টের ভাগ কাউকে দেয় না, কষ্টগুলো সে পায় খুব আপন কিছু মানুষের ভালোবাসার আড়ালেও লুকিয়ে থাকা অবহেলাগুলো থেকে। মানুষটি সেই কষ্টগুলো একা একা উপভোগ করে..আর সবার সামনে হাসির সাথে কষ্টগুলো লুকায়। নিজেকে খুব কম প্রকাশ করে, সবসময় হাসি,আড্ডাতেই মেতে থাকে সবার সাথে। যখন মানুষটি একটু বেশিই একাকিত্বে ভোগে তার সেই একলা দুনিয়াটাতে...সবার আড্ডার মাঝেও চুপচাপ অন্যদিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। নরম থাকে তাদের মন, তবে শক্ত হতে প্রাণপণ চেষ্ঠা করতে চোখের পানিগুলোকে চোখেই রাখতে গিয়ে দু চার ফোঁটা ফেলেও দেয়! সে শক্ত হতে চায়!
কঠিন এই পৃথিবীতে স্ট্রাগল করে অভিজ্ঞতা অর্জন করে সফল হতে চায়। নিজ সত্তাটাকে সে ই সবচে বেশি গুরুত্ব দেয়। খুব যত্নে নিজেকে বোঝায়, শাষণ করে, সামলায়, সময় দেয়, ভালোবাসে। নিজ সত্তাটাকে যত্নে সফল বানাতে অনেকটা পরিশ্রম করে সবার আড়ালে। কষ্টগুলোকে শিক্ষাতে,শক্তিতে রুপান্তরিত করে।
এমন সব মানুষগুলোর জন্যই হয়তো সেই কথাটা সাজে......." Every painful story has a successful ending, Every successful person has a painful story."
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: ঠিক বলেছেন
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: তাসলিমা কাজি ,
""""" কিছু কিছু মানুষের নিজস্ব একটা পৃথিবী থাকে আলাদা......................... কষ্টগুলো সে পায় খুব আপন কিছু মানুষের ভালোবাসার আড়ালেও লুকিয়ে থাকা অবহেলাগুলো থেকে।"""""
কঠিন উচ্চারণ কিন্তু ধ্রুব সত্য । আঘাত ভাঙে বটে, আবার সৃষ্টিও করে ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫
কানিজ রিনা বলেছেন: ভাল লাগল কথা গুল নিজের উপলদ্ধি
আপনার লেখায় সত্য হয়ে উঠল।
ধন্যবাদ
৫| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭
শ্রাবন বাংলাদেশ বলেছেন: সত্যি তাই। তবে এই মানুষ গুলোই বেশি কষ্ট পায় পৃথিবীতে। আর সব বাস্তবতার যে বিচিত্র রূপ, সে গুলো ও জানি কেমন! তারা ও কেমন যেন এই অর্ন্তমূখী মানুষ গুলোর হৃদয়ে বাসা বাধার জন্য ওৎ পেতে থাকে।
তবুও একটা কথা খুব মানি। ভালবাসার বেলায় তারাই এগিয়ে থাকে, যারা দেবার বেলায় এগিয়ে থাকে। এই মানুষ গুলো নিজের কষ্টকে আড়াল করে, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে শুধু ভালবাসার আলো ছড়িয়ে যায় ব্যক্তি, সমাজ আর পৃথিবীর পথে পথে।
এমন মানুষ কি খুব বেশী এখনকার সমাজে। মনে হয় না। তাই নয় কি?
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
তাসলিমা কাজি বলেছেন: জ্বী তাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
সাদাত তানজির বলেছেন: কথা সত্য...
বাস্তবতা বড়ই কঠিন...
এভাবেই চলছে, চলবে...