নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে আপোসহীন :)

তাসলিমা কাজি

এসেছি, চলেও যাবো।

তাসলিমা কাজি › বিস্তারিত পোস্টঃ

আকাঙ্ক্ষা

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯




সবার পৃথিবী এক না। অনেকের কাছে অনেক সময় হাতে নিয়ে মজা করার ব্যস্ততা, অনেকের একাকীত্বের গানে চুপচাপ কেটে যাবার কথা!
অবহেলায় কেটে যায় বন্ধ রুমে একটি প্রাণ, সময় তার কাছে হেলামো। যদিও সময় অনেকের কাছে অনেক কিছু বহন করে। মানুষ তো স্বভাব তৈরি করে,পরে সেটার দাস হয়ে যায়। যখন একা থাকার অভ্যাসটার কাছে মানুষ দাসত্ব স্বীকার করে নেয়,লাগেনা কোনো কিছুর আঁচ তাতে। কি মনে করো তোমরা? থাকতে পারবেনা একা সে? হাহা! হাস্যকর। থাকো তোমরা দূরেই। দুদিনের বস্তাপচা আবেগে তাকে আর ভুলাতে এসো না। ভালো সময় কেড়ে নিবেই সে। রাতজাগা একাকী কান্নাগুলোও একসময় হার মানবেই তার কাছে,তখন হাসবে একাই। তোমাদের স্বাভাবিক জীবন থেকে তো অনেক আগেই ছিটকে গেছে,আবার কেনো আসো লোভ দেখাতে? পারবেনা কিছুতেই তার মন ভোলাতে। সাধারণ অস্থায়ী জীবনে তারও কিছু আশা জমে গেছে যা সময়েই মিটিয়ে নিবে। ভালোবাসার আশায় সবাই বসে থাকেনা, মিথ্যে কল্পনায় সবার মন ভোলেনা, দূর থেকে এসব দেখে থাকাটাও অনেকের অভ্যাসে পরিণত হয়।


তোমরা বুঝবে না এসব পাগলাটে কথাগুলো। কারণ তোমরা স্বাভাবিক জীবনের বাসিন্দা। স্বাভাবিকতা তোমাদের রক্তে মিশে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাল লিখেছেন ++


শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.