![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি তোমাকে নিয়ে লেখাটা হাস্যকর তোমার কাছে, তবুও সেই হাসিতেই বেঁচে থাকা আমার।
তুমি জানোনা আমার ভাবনাগুলোর এলোমেলো হাওয়ার বেগ!
তুমি বোঝোনি ভালোবাসার প্রচণ্ডতা!
ভালোবাসার এক নিমিষের কান্নাগুলোও হয়তো তোমার অজানা।
আচ্ছা এসব রাখি,অন্যকথা বলি!
জানো!? তুমি যখন এসেছিলে,ভেবেছিলাম বাঁঁচবো তোমার সুখেই।
ক্ষতগুলোতে নাকি এসেছিলে ভালোবাসার স্পর্শ বুলোতে....
আমিও কেমন বোকা দেখলে!?
ভুলেই গিয়েছিলাম অস্থায়িত্বের কথা!
ভুল করে ভালোবেসে ফেললাম...
পরে বুঝলাম ক্ষততে ভালোবাসার স্পর্শ না,ক্ষতটা আরো বাড়াতে এসেছিলে।
না, আমি তোমায় দোষ দেবোনা....
আমি বুঝে গেছি অনেক কিছু...
সব ভাবনাতো আর অক্ষরে বন্দি করা যায় না!
তাই পারলাম ও না করতে....
তবে তোমায় নিয়ে লিখতে পারবো আমি সহস্র পদ্যরচনা
যা পড়তে গেলেও তোমার মাথা ধরে যাবে।
আমি মুগ্ধস্বভাবা তোমার প্রতি,এটা বুঝবেও না কখনো।
অনুপ্রেরণা দিয়েছিলে আমাকে তুমি
তা সম্বল করে এই লেখাটা তোমাকে উৎসর্গ করা
০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
তাসলিমা কাজি বলেছেন: বিস্মিত হয়ে প্রশ্ন
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: !? এই দুইটা একি সাথে দিয়ে কী বোঝাইছেন? প্রশ্ন ক'রে আপনি বিস্মিত নাকি বিস্মিত হয়ে প্রশ্ন করছেন?