নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে আপোসহীন :)

তাসলিমা কাজি

এসেছি, চলেও যাবো।

তাসলিমা কাজি › বিস্তারিত পোস্টঃ

স্পর্শ

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯




আমার কপালে আলতো করে ছোঁয়া সেই তোমার হাতে
আমার অনুভূতি, আমায় হাসাতে চেয়েও ব্যর্থ হয়।
মিথ্যে অনুভূতিগুলো জ্বালাবে খুব এই ভেবে
তোমায় ভাবতে গিয়েও ভাবা হয়না আর।

ভাবনার আপেক্ষিকতায় তোমায় হারিয়ে ফেলি
তা আমি চাইনা
নীরব কিছু ভাবনা,প্রখর রোদের যেনো অবিরাম শান্তনা।

চুপিচুপি ছুটে চলাটা
দিনশেষে তোমায় মনে করা
মিথ্যে কিছু কল্পনা করা
আবার বাস্তবে ফিরে আসা
এসবেই যেনো অনেক ভালো আছি।

তোমায় স্পর্শ করবে ভেবেও অনেক শব্দ লুকিয়ে যায়
জানে তারা,তোমার মনে স্থান হবেনা তাদের।
জানা অজানা সব অনুভূতি নিয়ে চলে যাওয়াটাই হয়তো নিয়তি।

তোমার পৃথিবীতে আমি নেই
তোমার অনুভূতিতেও নেই
শুধু নিজের মতো করে তোমায় ভেবে মরি....


অব্যক্ত কথাগুলো কখনো বলা হবেনা হয়তো,
না বলাটাই কি ভালো নয়?
বললে সেগুলো ফুরিয়ে যাবে....
তারচে ভালো, থাকুক নিজের কাছে সব জমা :)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬

কামরুননাহার কলি বলেছেন: খুব ভালো লাগলো আপি ।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩

তাসলিমা কাজি বলেছেন: দুঃখগুলো ভালোভাবে উপস্থাপন করলাম

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: কিছু কথা বলতে হয় না , বলা যায় না । কবিতা খুব ভাল লাগল ধন্যবাদ আপু ।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

তাসলিমা কাজি বলেছেন: অনেকদিন পর লিখলাম ....দোয়া করবেন যেনো আবার লিখালিখি শুরু কর‍তে পারি

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম। ভাল থাকবেন সবসময়।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪

তাসলিমা কাজি বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন আপ্নিও

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কথামালা। অব্যক্ত কথাগুলো নিজের কাছে জমা রেখে কী লাভ? যার জন্য জমানো তার কাছে যদি না-ই পৌঁছুল?
কবিতা ভালো লেগেছে। আরও লিখুন।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

তাসলিমা কাজি বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

শামচুল হক বলেছেন: তোমার পৃথিবীতে আমি নেই
তোমার অনুভূতিতেও নেই
শুধু নিজের মতো করে তোমায় ভেবে মরি....


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

ইমরান আল হাদী বলেছেন: জানালা খুলে দিন উড়ে যাক সহস্র চিঠি....

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

জাহিদ অনিক বলেছেন:


মাঝেমাঝে দুই একটা ছোঁয়া খুব জরুরী

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মনের সব টুকু আবেগ ঢেলে দিয়েছেন কবিতায়। কবিতা তো আসেলে আবেগের খেলা।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: অব্যক্ত কথাগুলো বল ফেলাই ভাল। কারণ তা স্বামী স্ত্রীর মধ্যে হলে দূরত্ব বাড়ে। প্রেমের ক্ষেত্রে হলে, ভেঙ্গে যাওয়ার চান্স থাকে। আর প্রেমের প্রস্তাবের ক্ষেত্রে হলে তো পাখি উড়াল দেবে।

..........একটু দুষ্টুমি করলাম। শুভেচ্ছা নেবেন।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

তাসলিমা কাজি বলেছেন: জ্বী আচ্ছাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.