![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার ভেতর দেখো শূন্যতা,
রয়েছে তারই অন্তরে পূর্ণতা।
রহস্যময়তা টগবগ করছে তারই মাঝে,
যা তুমি দেখবেনা কখনো।
অসীম সম্ভাবনা তুমি পাবেনা দেখতে,
বেড়াজাল ভেঙ্গে দেখবেনা তুমি তাকে।
সময়ের অপেক্ষা মাত্র,
নিজেকে সে ঠিক ই উন্মোচন করবে তোমাদের মাঝে।
প্রস্তুতিপর্ব চলছে এখনো,
জীবনকে শিখছে সে,
ভালোবাসার মায়াকে আয়ত্বে নিচ্ছে।
তাকে কি ভেবেছো নিষ্প্রাণ?
প্রানের অদম্যতা এখনো যে সে লুকিয়েই রেখেছে,বুঝবেনা তুমি তা।
দুর্বলতাগুলো গুছিয়ে নিচ্ছে সে আপন ঝুলিতে,
ত্যাগ করছে কিছু একটা মহৎ লক্ষ্যে।
তোমার এখনো ক্ষমতা হয়নি তাকে ভেদ করবার,
সময় আসুক,নিজ অস্তিত্বের জানান সে ঠিকই দেবে তোমাকে......
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭
তাসলিমা কাজি বলেছেন: জ্বী
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২
শাহিন বিন রফিক বলেছেন:
আমরা অপেক্ষায়মাণ
"সে" আসবে, নিয়ে কোন শুভ দিন
থাকবে না এখানে অন্যায়-অবিচার
সত্যের নিশান উড়বে চারিদিক
পালাবে সব স্বৈরাচার।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭
তাসলিমা কাজি বলেছেন: অবশ্যই আসবে
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
পড়লাম; ভাল লাগলো৷
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন:
কবিতা ভাল লাগে তাই ভালোলাগার তালিকায় এটাও যুক্ত হল।
শুভকামনা অফুরান
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১
তাসলিমা কাজি বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪
জাহিদ অনিক বলেছেন: অস্তিত্বের জানান দিয়ে তো আবার দেবে ছুট--
কবিতা ভালো লেগেছে
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩
চাঙ্কু বলেছেন: সৌন্দর্য হইছে!
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৬
বাকপ্রবাস বলেছেন: অপেক্ষায় রইলাম সে এসে তুমুল একটা বিষ্ফোরণ ঘটাবে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০
তাসলিমা কাজি বলেছেন: জ্বী হবে
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৪
মহসিন ৩১ বলেছেন: ভাবের রাজত্তে রবিঠাকুরের পোস্ট মাস্টার গল্পের বালিকা রতনকে এমন চেনা ই চিনেছি এখন যে ই আসুক নতুন তাকে জইবনানন্দ ধরায়ে দিব। ভয় নাই। ওয়েলকাম।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
এ.এস বাশার বলেছেন: সে টা কেএএএ....?
কবিতায় মগ্ধতা.....
প্রীশু নিয়েন কবি....
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
সনেট কবি বলেছেন: সুন্দর
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
বার্ণিক বলেছেন: এটা কি কবিতা!
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
তাসলিমা কাজি বলেছেন: সম্পূর্ণ কবিতা বলা যায়না। কবিতা আকারে কিছু গদ্য
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: কতকাল অপেক্ষার পর সে (মতান্তরে আমি) বিস্ফোরিত হয়ে জানান দিবে নিজেকে।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
অনেক অভিজ্ঞতা?