নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tasmia

সময় এসেছে বাঁধ ভাঙার

তাসমিয়া ফয়েজ

I am as simple as I am

তাসমিয়া ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের বর্বতা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৩

সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে, নির্বিচারে পুলিশ হত্যা করে, নিরীহ মানুষকে খুন করে, অফিস, দোকান-পাট ভাংচুড় করে, গাড়িতে আগুন দিয়ে কী প্রমাণ করতে চায় পবিত্র ধর্ম ইসলামের দোহাই দিয়ে জামায়াত-শিবির?



ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে এভাবে সাধারণ মানুষের ক্ষতি করতে বলা হয়নি। সম্প্রতি ঢাকা ও অন্যান্য জেলাতে যেভাবে শিবিরের বর্বতার স্বীকার হচ্ছে সাধারণ মানুষ, এতে পরিষ্কার যে জামায়াত-শিবির ইসলাম পরিপন্থি একটি বর্বর রাজনৈতিক দল।



অবিলম্বে বাংলাদেশ সরকারের উচিৎ এই নৃশংসতাকে কঠোর হাতে প্রতিহত করা। বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের মতো কোনো ব্যর্থ রাষ্ট্র নয়। কিন্তু জামায়াত-শিবির স্বাধীন স্বার্বভৌম এই বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করার নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।



ওরা ভুলে গেছে যে বাংলাদেশের মানুষ এখন আর নীরবে মাথা পেতে এই বর্বরতা সহ্য করে না, তারা মাথা উঁচু করে এই অন্যায়ের প্রতিবাদ করতে সকলে সমবেত হয়েছে শাহবাগে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন করে বীর বাঙ্গালী অস্ত্র হাতে নিয়েছিল ঠিক তেমনি নিরস্ত্র হয়েও কন্ঠে স্লোগান আর ব্লগে লেখার মধ্য দিয়ে আবার সবাই একত্রিত হয়ে উঠেছে।



তবে যে যতই বিভ্রান্তি ছড়াক না কেন এই আন্দলন নিয়ে, তাতে কোনো কাজ হবে না। এই আন্দলোন মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দলোন। এই আন্দলোন জামায়াত-শিবিরের সন্ত্রাসের রাজনীতি বন্ধের আন্দলোন। রাজাকারদের নির্মূল করার আন্দলোন।



তাই হরতাল দিয়ে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে কিছু করতে পারবে না এই বর্বররা। নির্বিচারে মানুষ মেরে, চাপাতি দিয়ে কুপিয়ে কতজনকে মারবে জামায়াত-শিবির?



আমরা তরুণ প্রজন্ম জেগে আছি, শুধু ব্লগে নয়, রাজপথেও, আর যেন কোনো রাজীবকে হত্যা করতে না পারে সেদিকে কড়া নজর রাখছি।



আর নয় হত্যা এবার নেই রক্ষা জামায়াত-শিবির।



জয় সবসময় ন্যায় আর সততারই হয়।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৮

মঞ্জুর অনিক বলেছেন: জয় বাংলা

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২২

তাসমিয়া ফয়েজ বলেছেন: joy Bangla

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৪

রায়হান হোসেন রানা বলেছেন: ধারুন লিখছেন , লাইক মাস্ট । ফেবুতে শেয়ার করলাম ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৯

বাংলার হাসান বলেছেন: জয় বাংলা।

সময় এসেছে লুণ্ঠিত মা,বোনের দায় মেটাবার।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

তাসমিয়া ফয়েজ বলেছেন: ধন্যবাদ আমার লেখা শেয়ার করার জন্য।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা !
জয় প্রজন্ম'১৩ !

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বাংলার হাসান বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.