নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tasmia

সময় এসেছে বাঁধ ভাঙার

তাসমিয়া ফয়েজ

I am as simple as I am

তাসমিয়া ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

দাবি আমাদের একটাই , রাজাকারের ফাঁসি চাই

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

ধর্ম-বর্ণ নির্বিশেষে

আছি আমরা মিলেমিশে,

দাবি আমাদের একটাই

রাজাকারের ফাঁসি চাই।

চলো সবাই যাই শাহবাগে

যতোই পরি বিপাকে।



ঝরুক যতোই রক্ত

পাবো নাকো ভয়

করতে হবে জয়

এই হোক তোমার -আমার -আমাদের প্রত্যয়।



তৈরি হও, যে যার মতো

যেতে হবে বহু দূর

গেয়ে সাম্যের গান

পাড়ি দিতে হবে বিশাল সমুদ্দুর।



সময় এসেছে প্রতিবাদের

একসাথে মাথা তুলে দাঁড়াতে হবে সকলের।

বেশি দূরে নয় পাহাড়

দুর্গম পথ পেরিয়ে বেয়ে উঠতে নেই ভয় আমার।



জেগে উঠেছে তরুণ

যারা এখনো আছে ঘুমিয়ে তারাও উঠে পরুন।

রক্ষা করতে হবে মা আর মাটি

তাকিয়ে আছে আমাদের দিকে আজ পুরো জাতি।



হবে আমাদের জয়

যদি থাকি সবাই নির্ভয়।

এই আমাদের অঙ্গীকার

থাকবো না তো আর নির্বিকার।

সামনে যাবো এগিয়ে

সকল বাঁধাকে হারিয়ে।



জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.