নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tasmia

সময় এসেছে বাঁধ ভাঙার

তাসমিয়া ফয়েজ

I am as simple as I am

তাসমিয়া ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

আমি সীমানা পেরুতে চাই

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আমি সীমানা পেরুতে চাই

সীমানার ওপারে কী আছে তা দেখতে চাই

সীমানার বাহিরের মাটিকে স্পর্শ করতে চাই

এই ধরণীর আলো-বাতাসকে সীমানার বাহিরে গিয়ে অনুভব করতে চাই



আকাশের বিশালতাকে ছুয়ে দেখতে চাই

সমুদ্রের অতল গভীরে গিয়ে মুক্তো কুড়াতে চাই

হিমালয়ের চূড়াতে পৌছে পৃথীবীটাকে পর্যবেক্ষণ করতে চাই

আমি সীমানা পেরুতে চাই।



প্রকান্ড গাছ বেয়ে উপরে উঠতে চাই

গভীর জঙ্গলে বন্য পশুদের সাথে জীবন-যাপন করতে চাই

নিজের ঘরের চার দেয়ালকে ভাঙতে চাই

দেয়ালবিহীন একটি ঘরের ছাদের নিচে বসবাস করতে চাই

আমি সীমানা পেরুতে চাই।



আমি পথিক হয়ে পথের আড়ালের পথকে খুঁজে পেতে চাই

রাতের আকাশের হাসিমাখা চাঁদকে পথে হেঁটে হেঁটে উপভোগ করতে চাই

আমি না কে হ্যা বলতে চাই

অসম্ভবকে সম্ভব করতে চাই

কঠিনকে সহজ করতে চাই

বরফকে তরল করতে চাই

আমি সীমানা পেরুতে চাই।



আমি জটিলতাকে সরলতায় রূপান্তর করতে চাই

সত্যকে প্রকাশ করতে চাই

দু:খকে সুখে পরিণত করতে চাই

শোককে শক্তিতে রূপ দিতে চাই

আমি সীমানা পেরুতে চাই।



আমি দারিদ্রকে ঘুচাতে চাই

অলসতাকে দূর করে কর্মক্ষম হতে চাই

হতাশাকে দূরে ফেলে সামনে এগুতে চাই

দু:সহ অতীতকে ভুলে যেতে চাই

মনের হীণমন্যতাকে ঝেরে ফেলতে চাই

আমি সীমানা পেরুতে চাই।



সীমানা অতিক্রম করলেই অসাধ্যকে সাধণ করা যায়

আমি সবসময় তা মানতে চাই

ইচ্ছাশক্তি দিয়ে সকল গ্লানি মুছে ফেলা যায়

আমি সবসময় তা বিশ্বাস করতে চাই।

আমি সীমানা পেরুতে চাই।



মুক্ত বিহঙ্গের মতোআমি উড়ে বেড়াতে চাই

সকল অন্ধকার থেকে দূরে-বহুদূরে থাকতে চাই

তাই সীমানা পেরুতে চাই

আমার মাঝে হারিয়ে যেতে চাই

নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই

আমি একজন সৎ ও সত্যিকারের মানুষ হতে চাই

জীবনে স্থিরতা নিয়ে আসতে চাই

তাই আমি সীমানা পেরুতে চাই।







মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রাজঋষী বলেছেন: অনেক কিছুই চেয়েছেন! সাহস আছে!

কিন্তু স্থির কিংবা অস্থির হতে চাইলেন না!! মাত্র দুটো চাইলেই কিন্তু বাকি সব পেয়ে যেতেন।

সীমানা অতিক্রম করতে পারি বলেই আমরা মানুষ। অন্য কোনো প্রাণী সীমানা অতিক্রম করতে জানেনা।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

তাসমিয়া ফয়েজ বলেছেন: আমি সেই মানুষটিই হতে চাই

২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

গেস্টাপো বলেছেন: আমার জীবনের আইডল
মহান প্রিয় নেতা
আমার জীবনের আদর্শ
সেই গ্রেট হিটলারের ভূমিতে আমি যেতে চাই :(

তবে খুশীর কথা এ বছরি সেখানে যাবার প্লান আছে
সব কিছু ঠিক থাকলে মহান নেতার দেশে আমার পদধূলি পড়বে :)

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

তাসমিয়া ফয়েজ বলেছেন: আপনাকে শুভকামনা

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: amar shimanai..sorry blogey dawat thaklo

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

তাসমিয়া ফয়েজ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য আমার আরো কয়েকটি লেখায় দেখেছি। ভালো লেগেছে। ভালো থাকবেন।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

আবিদ ফয়সাল বলেছেন:









মুক্ত বিহঙ্গের মতোআমি উড়ে বেড়াতে চাই
সকল অন্ধকার থেকে দূরে-বহুদূরে থাকতে চাই


আপনার চাওয়া স্বার্থক হোক :)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

তাসমিয়া ফয়েজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.