![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-লাল শাড়িতে তোমাকে ভালো দেখায় না।
-আপনাকেও লাল টি-শার্টে মানায় না।
-তুমি একটা নীল জামদানী পরে এসো,
আকাশের মতো দেখাবে।
-আপনি কি তবে গাঢ় সবুজ পরে আসবেন?
পাহাড়ের মতো দেখাবে।
-পাহাড় তোমার খুব ভালো লাগে বুঝি?
-খুব।
-আর কী ভালো লাগে, শুনি?
-বৃষ্টি।
-বেশ, তবে বৃষ্টি হয়েই আসব।
-কথার নড়চড় হলে জরিমানা করব কিন্তু।
-কী জরিমানা করবে?
-চা বানিয়ে নিয়ে আসবেন।
দেখা যাবে, ব্যাটা ছেলে কেমন চা বানায়।
-নদীর ধারে বসে চা খাবো নাকি!
-ক্ষতি কী? অমন পরিবেশে বসে চা খেতে মন্দ হবে না।
-ক’কাপ চা আনবো?
-দুজন মানুষ যেহেতু, অন্তত দু’কাপ।
না হয় আবার আমি খাবো, আপনি তাকিয়ে থাকবেন।
-অমন মুখের দিকে থাকলাম না হয় তাকিয়ে।
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৬
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, বাকের ভাই। আর কোথাও যাবেন না যেন। আর কোন হুমায়ূনের মৃত্যু চেয়ে মিছিল যেন না করতে হয়। সাথেই থাকুন।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১২
(একজন নিশাদ) বলেছেন: সুন্দর তবে শেষটা আরো ভাল হলে মন্দ হতনা।
১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২১
তাশমিন নূর বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ, নিশাদ। ফেসবুকে বা ব্লগে আনএডিটেড পোস্ট দেয়ার একটা বদ অভ্যেস আছে আমার। লেখার মান এম্নিতে খারাপ হলেও, যে কোন লেখা ঘষামাজা করার প্রতি আমার ভয়ানক আলস্য কাজ করে। আর যদি সেটা করেও থাকি, তখন আগের পোস্ট ডিলিট করে দিয়ে আবার রিপোস্ট করি। রিপোস্ট করলে দেখতে পাবেন আশা করি।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৬
তাশমিন নূর বলেছেন: Dhonnobad
৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: খুবই সুন্দর হয়েছে কোবতে খানি। কিন্তু কোবতে খানি পড়ে রবী বাবুর ছোট গল্পের সংজ্ঞার শেষ ৩ লাইন মনে পড়ে গেল
"অন্তরে অতৃপ্তি রবে,
সাঙ্গকরি মনে হবে,
শেষ হইয়াও হইল-না শেষ।"
পড়ের কোবতে পড়ার অপেক্ষায় থাকলাম।
১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। পরেরখানাও ডায়লগ ভার্সন।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
কলমের কালি শেষ বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
তাশমিন নূর বলেছেন:
৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
দারুন কথোপকথন।।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬
তাশমিন নূর বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। দারুন না, ছাই।
৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০
আরজু পনি বলেছেন:
ছেলেদের লাল টি শার্ট আমার বেশ পছন্দের
৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১
তাশমিন নূর বলেছেন: আমার পছন্দ নীল, মেরুন আর কলাপাতা রঙ সবুজ।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২১
তুষার কাব্য বলেছেন: বেশ লাগলো কথোপকথন ....আবৃত্তি করলে মনে হয় দারুন হবে...
১১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, তুষার কাব্য। আপনি আবৃত্তি করে দেখুন কেমন লাগে।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
বলেছেন: সুন্দর কোবতে +++++
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯
তাশমিন নূর বলেছেন: Thanks for your comment.
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৬
বাকের ভাই রিটার্ন বলেছেন: ভাল লাগল +