![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাফখাতার যে লেখাগুলোকে এতোদিন ধরে
দ্বিধাহীন চিত্তে কবিতা নাম দিয়ে এসেছি,
সেগুলো আজ হঠাত আমাকে মুখ ভেংচে দিয়ে
কেমন যেন বোকা বোকা অকবিতা হয়ে গেল।
আমার যে আঙুল পৃথিবীর পথ মনে করে
ছুঁয়েছে তোমার প্রতিটি হস্তরেখা,
যে আঙ্গুলগুলো কলম ধরে ধরে লিখে গেছে
অন্ধকার আর নির্জনতা বিষয়ক উপেক্ষিত পংক্তিমালা,
সেই নির্বোধ আঙুলগুলোর শপথ করে বলছি-
তুমি ভিন্ন আর কোন সুন্দর কবিতা নেই।
তোমার সমুদ্রগভীর চোখে ডুব দিয়ে
মুক্তো খুঁজে চলা আমার দুটি ডুবুরি চোখের কসম,
ডায়েরীর প্রতি পৃষ্ঠায় কবিতা দেখতে পাওয়া অন্ধ চোখের কসম-
তোমা ভিন্ন আর কোন সুন্দর কবিতা দেখিনা।
তোমাকে পাওয়ার পর, প্রিয়তম
কোন সুখপাঠ্য কাব্যগ্রন্থ ঘেঁটেও একটি কবিতা পেলাম না।
প্রিয়তম, তোমার ওষ্ঠে সুষমা ছড়ানো
আমার দুটি ওষ্ঠের শপথ করে বলছি-
আজ থেকে রাত্রির কোল জুড়ে
আর কোন কাব্যশিশু ভূমিষ্ঠ হবে না,
রাফখাতায় একের পর এক অকবিতা জমা হবে।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৩
তাশমিন নূর বলেছেন: অবশ্যই স্তবক থাকবে। এখানে বসেই রাফ করেছি তো, তাই খেয়াল করিনি। ভাগ করে দিয়েছি। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ। আশা করি, সব সময় এমন বিশৃঙ্খলাগুলো ধরিয়ে দেবেন।
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১০
ডি মুন বলেছেন: ++++++++++
সুন্দর কবিতা।
শুভেচ্ছা রইলো।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৫
তাশমিন নূর বলেছেন: গরীবের বাড়িতে হাতির পা দেখছি। :প
অনেক ধন্যবাদ, মুন। ভালো থাকা হয় যেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৩১
মামুনূর রহমান বলেছেন: সুন্দর কবিতা । +++
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৪
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০২
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় চমৎকার মুগ্ধতা । ++++
৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১২
তাশমিন নূর বলেছেন: Many thanks. Stay well, dear.
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ১ম ভাল লাগা।
১/২টি গ্যাপ বা প্যারা দিলে পড়তে অারো ভাল হতো।