![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীত রাতে চুপ কিছু ভালো লাগা চুপ
জ্বালায় না ভাঙা মন সুগন্ধী ধূপ,
বুকফাটা কান্নায় স্বপ্নেরা তড়পায়
অশ্রুসিক্ত চোখ কী যে অপরূপ!
ডাহুকের ডাক আর কুয়াশার হাত
বিষণ্ণ হয়ে পড়ে এই শীত রাত,
জোছনার তিরোধানে উৎসব করে
কৃষ্ণপক্ষ তিথী নামে ঝুপঝুপ।
সযতনে লুকায়িত কৃষ্ণের বাঁশি
ইচ্ছেরা অসহায়, ঠোঁটে নেই হাসি,
একে একে ছুটি নেয় রূপকথা সব
নেই কিছু, আছে শুধু এই অন্ধকূপ।
ছাতিম ফুলের ঘ্রাণে স্মৃতিগুলো ভাসে
শেষ রাতে ভুলে যাওয়া গান মনে আসে,
কলমের কালি হয়ে কাগজে ছড়ায়
দামহীন হৃদয়ের অভিমান খুব।
অযতনে পড়ে থাকে কত কত লেখা
একদিন জীবনের হয় পাঠ শেখা,
ক্রাচে ভর দিয়ে তাই দাঁড়াতেই হয়
ঝরুক বা না ঝরুক বারি টুপটুপ।
(লেখাটা আপাতত শিরোনামহীন। ভালো কোন নাম মাথায় আসছে না। আপনারা দিতে পারেন কিনা দেখুন।)
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হাসান মাহবুব ভাইয়া।
২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬
বলেছেন: পোষ্টে ভালোলাগা রইল ভ্রাতা +
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।
তবে আমি আপনার ভগ্নী।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬
সাজিদ উল হক আবির বলেছেন: শেষ স্তবকটা ভালো লাগলো। বাম হিসেবে আমার শিরনামহীনই যথোপযুক্ত মনে হল।
অভিনন্দন।
২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৭
তাশমিন নূর বলেছেন: মতামতের জন্য অজস্র ধন্যবাদ। নাম এটাই বহাল রইল। ভালো থাকবেন।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।
২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭
তুষার কাব্য বলেছেন: জ্বালায় না ভাঙা মন সুগন্ধী ধূপ, বাহ বাহ ... এতো সুন্দর কথা কোথায় পেলেন।আমিতো বারবার এটুকুই পড়ছি। ভাল থাকুন অনেক।
২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৯
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। চরণটি আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম। আপনিও ভালো থাকবেন।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
পিদীম হাতে নীড়ের পথিক বলেছেন: খুব ভালো লাগল
২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, পিদীম। ভালো থাকুন।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
ম.র.নি বলেছেন: 'ক্রাচে ভর দিয়ে তাই দাঁড়াতেই হয় ' এখানে কবি 'ক্রাচে ভর' বলতে কি বুঝিয়েছেন? জানতে চাচ্ছি কারন এই 'লোহার ক্রাচ' ব্যাপারটা অন্য আরেকজন কবিও তার কবিতায় উল্লেখ করেছেন। আমি কবিতা কম বুঝি, তাই দয়া করে যদি একটু বলতেন তাহলে ভাল হতো।ধন্যবাদ
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। আমি নিজেও কবিতা কম বুঝি। তবু আপনি যে কবিতার কথা বলছেন সেটার সম্পৃক্ত লাইনগুলো উল্লেখ করলে বোঝার চেষ্টা করা যেত। ভাষা এক হলেও, একই ভাষায় কনসেপ্ট ভিন্ন হতে পারে।
যাই হোক, আমি কী অর্থে ব্যবহার করেছি সেটা বলি। এটা সাধারন। একজন মানুষ জীবনে যত দুঃখ- কষ্টের সম্মুখীন হোক না কেন, জীবনের প্রয়োজনেই তাকে ফের স্বাভাবিক ভাবে বাঁচাটা শিখে নিতে হয়। আর এর জন্য চাই মনের জোর। মনের জোর থাকলে যে কোন কঠিন অবস্থা থেকে মানুষ উঠে আসতে পারে। তাই দুঃখের কারনে সৃষ্ট পঙ্গুত্ব ঘোচানোর জন্য ক্র্যাচটা হল এই মনের জোর। এটা রূপকার্থে। এটা আমার প্রয়োগ। কেউ কেউ ভিন্নার্থেও করতে পারে।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭
ম.র.নি বলেছেন: আমার মনে হয় না আপনার ব্যাখ্যা করার আগে কেও দুঃখসৃষ্ট পঙ্গুত্বের মনের জোরকে ক্র্যাচ বুঝেছেন।কবিতায় কোন ক্লু নেই যা দিয়ে পাঠক আপনার করা ব্যাখ্যা বুঝবে।অন্য কবি'র উল্লেখিত 'ক্র্যাচ' কনসেপ্ট বেইজ মনে হয় ঐ একই দুঃখ কষ্ট, মেলান্কলি টাইপ। নাহ কবিতা তাইলে ফ্লপ হইছে
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
তাশমিন নূর বলেছেন: ফ্লপ হয়ে থাকতে পারে। আমি নিজেকে কখনোই কবি দাবী করি না, আর যা লিখি সেগুলোকে আমি অকবিতা বলি। আমার বিভাগের নাম দেখেন, অকবিতা নামে আছে।
তবে অন্য কারো সাথে আমার লেখার তুলনা করবেন না। রূপক গল্প বা কবিতায় কতটুকু ক্লু দেয়া থাকে বা থাকা উচিত তা আমি জানি না। আমি শুধু নিজের ভাবনাটুকুই প্রকাশ করেছি। সমালোচনামূলক মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ। এরকম মন্তব্য আশা করি। আর যদি কোন অভিযোগ থাকে প্রমাণসহ পেশ করবেন আশা রাখি। ইদানিং নিজের লেখার জন্যই অন্যদের কৈফিয়ত দিতে হচ্ছে এটা আমার নিজের লিখা কিনা। তাই সমালোচনামূলক মন্তব্য দেখলেই একটু ভয় ভয় করে। অনেক কথা বলে ফেল্লাম, কিছু মনে করবেন না।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
ম.র.নি বলেছেন: পোস্ট সংক্রান্ত সমালোচনা অনেকে পছন্দ করেন না তাই ব্লক করে রাখেন,আমি একটু বেশিই প্যাঁচালপারি তাই আপনিও সুন্দর করে ব্লক করে রাখতে পারেন।আমি অন্যের লেখার সাথে তুলনা করিনি বা কোন অভিযোগ ও নাই, 'ক্র্যাচ' ব্যাপারটা কবিতা/সাহিত্যে অয়াইডলী ইউজড টার্ম বা একই মিনিং কেরী করে কিনা তাই জানতে চাইছিলাম।যাই হউক আপনার ভালোলেখা দেখে অনেকেই হয়ত কনফিউজড তাই হয়ত শিউর হতে চায়।এসব আজাইরা বিষয় নিয়ে মোটেই টাইম নষ্ট না করে তাড়াতাড়ি হিন্দু পরাণের পোস্ট টা দিয়ে দিন
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২
তাশমিন নূর বলেছেন: ব্লক করব কেন? সমালচনামূলক মন্তব্য না আসলে তো নিজের লেখার মান সম্পর্কে আমি নিজেই শিওর হতে পারব না। ব্লগে কষ্ট করে একাউন্ট খুলে লেখার আর ভ্যালু কী তাহলে।
সময় নষ্ট না আসলে। নষ্ট করার মতো সময়ই পাচ্ছি না। আজাইর হলে অবশ্যই লিখব।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: বেশ ভঅ লাগলো।