![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত বার ভুলি তারে ততো বারই স্মরি
যত দূরে সরে আসি ততো বেশি মরি।
যত বলি গাইব না, ততো গান বাঁধি
যতোটা নীরব থাকি, ততো গলা সাধি।
পথপানে চেয়ে থাকি হৃদয় পোড়াই
মুক্তো মেলে না তবু ঝিনুক কুড়াই।
সুখ তো মেলে না তাই দিবানিশি কাঁদি
বিরহের ডোরে তারে প্রতিক্ষণে বাঁধি।
জানি না যে কী ছিল বিধাতার মনে
কেন যে দিলাম প্রাণ তার চরনে।
বিধাতা গো, বলে দাও এই অধমেরে
কোথায় যাব যে আমি, কোথা পাব তারে।
সে আমার শ্যাম, প্রেম, কূল-ভাঙা নদী,
আমি কেন নই তার অপার জলধি?
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, সোহেল ভাই। ছন্দের কবিতা এখন লোকে পড়তে চায় না। কষ্ট করে পড়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আনন্দিত হয়েছি।
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
সোহেল আহমেদ পরান বলেছেন: কবিতার আসল মজা বা মূল্য আমি মনে করি ছন্দে। অন্ত্যমিলের কবিতা পড়ার মজাই আলাদা কবি। আপনি তা ভালোই জানেন।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
তাশমিন নূর বলেছেন: Thank you, sohel vai. But I'm not a poet at all. It's your highness to call me a poet. Thanks again.
৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬
তুষার কাব্য বলেছেন: সে আমার শ্যাম, প্রেম, কূল-ভাঙা নদী,
আমি কেন নই তার অপার জলধি?
বাহ্...দারুন কথামালা...
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, তুষার।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১
ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৬
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫
তাহসিনুল ইসলাম বলেছেন: ছন্দময় সুন্দর !
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
সোহেল আহমেদ পরান বলেছেন: বক্তব্য, ছন্দ ও প্রকাশ অসাধারণ লাগলো।
শুভেচ্ছা