![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন সোফায় হেলান দিয়ে একটি মেয়ে বসে আছে। পাশে মানুষসমেত কিছু যানবাহন সেদিকে আছড়ে পড়ছে। না, এটা সত্যিকার কোন ঘটনার ফটোগ্রাফি নয়, ওয়াটারলু যুদ্ধের পটভূমিতে আঁকা একটি ত্রিমাত্রিক পথচিত্র। ঐ সোফা, টী-টেবিল, মানুষসহ যানবাহন- সবই রাস্তায় আঁকা পেইন্টিং। আর সোফায় আধাশায়িত অবস্থায় যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কেবল ঐ পেইন্টিং এর বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য পেইন্টিং এর উপর বিশেষ ভঙ্গিতে একটা পোজ দিয়েছে মাত্র।
রাস্তায় আঁকা ত্রিমাত্রিক ছবির কথা বলছি। Anamorphosis নামক একটি বিশেষ প্রজেকশন অনুসরণ করে সম্পূর্ণ সমতল ভূমিতে বা ক্যানভাসে রং-তুলিতে আঁকা হয় এই ত্রিমাত্রিক ছবি। সঠিক এঙ্গেল থেকে দেখলে প্রত্যক্ষদর্শীর চোখ একে সত্য ভাবতে বাধ্য। কিন্তু ভুল অবস্থান থেকে এটা কিছুই নয়, অর্থহীন কিছু আঁকি-বুঁকি মাত্র। জোসেফ এগান নামক এক লন্ডন-বেইজড গ্রাফিক ডিজাইনার তাঁর ফাউন্ডেশন ডিগ্রী কোর্স যাচাইয়ের একটি অংশ হিসেবে আবিষ্কার করেন এই চোখ ফাঁকি দেয়ার পদ্ধতি অ্যানামরফিক টাইপোগ্রাফি। কিছু কিছু ছবি তো প্রথম দর্শনে পুরোপুরি মাথার উপর দিয়ে চলে যায়। আসুন দেখা যাক, পাঁচ জন বিখ্যাত ত্রিমাত্রিক চিত্রশিল্পীর আঁকা কিছু বিখ্যাত ত্রিমাত্রিক পথচিত্র।
এডগার মুয়েলারঃ ১৯৬৮ সালে জার্মানির মুয়েলহেম-এ জন্ম। জার্মানির পশ্চিমাঞ্চলের স্ট্র্যালেন নামক একটি মফস্বল শহরে বেড়ে ওঠেন।
মুয়েলারের আঁকা- Ice Age ( সঠিক এঙ্গেল থেকে)
ছবিঃ Waterfall ( সঠিক এঙ্গেল)
ওয়াটারফল ভুল এঙ্গেল থেকে -
ছবিঃ Lava burst
এডওয়ার্ড রোলেরোঃ এডওয়ার্ড রোলেরো একজন আর্জেন্টাইন শিল্পী। তাঁর ছবির মূল বিষয়বস্তু সামাজিক প্রহসন। আসুন এবার তাঁর আঁকা ছবি দেখি।
ছবিঃ Grandes Chorizos
ছবিঃ insensatez
জুলিয়ান বিভারঃ জুলিয়ান বিভার ইংরেজ চক-আর্টিস্ট। বেলজিয়াম-বেইজড শিল্পী। ১৯৯০ সালের মাঝামাঝি সময় থেকে এই ধরনের ছবি আঁকেন।
ছবিঃ swimming pool ( সঠিক এঙ্গেল)
ছবিঃ swimming pool (ভুল এঙ্গেল)
ছবিঃ self portrait(শিল্পীর নিজের প্রতিকৃতি। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কে আসল বিভার।)
ছবিঃ Coca-cola ( দেখলে বিশ্বাস হতে চায় না এটা আসল বোতল না।)
ছবিঃ White river rafting ( অনবদ্য)
ম্যানফ্রেড স্ট্যাডারঃ ফ্রাংকফুর্ট-এ বিখ্যাত স্ট্যাডেল আর্টস্কুলে ছাত্র থাকা অবস্থায় তিনি স্ট্রীট পেইন্টিং শুরু করেন। ১৯৮০ সালের দিকে শুরু করেন এবং ১৯৮৫' শুরুর দিকে রীতিমত বিখ্যাত বনে যান। তাঁর আঁকা ছবি-
ছবিঃ Costa
ছবিঃ স্মার্ট
কার্ট ওয়েনারঃ মিশিগানের এন আর্বার-এ জন্ম। ত্রিমাত্রিক প্যাস্টেল ড্রয়িং এর প্রাণপুরুষ।
ছবিঃ Giant
ছবিঃ Smoothie(বিজ্ঞাপন)
আরও কিছু ত্রি-মাত্রিক ছবি-
আমরাও যে ত্রিমাত্রিক ছবি অংকনের চেষ্টা করিনি তা কিন্তু না। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা অনেক বড় একটি ত্রিমাত্রিক ছবি এঁকেছে। ছবির থিম- হাউ লাইফ রিয়েলি ইয।
গণজাগরণ আন্দোলনের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একটি আঁকা হয়েছিল। কিন্তু আমার কাছে ছবিটি নেই। তখন ফেসবুকে দেখেছিলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২০
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
পয়গম্বর বলেছেন: অসাধারণ! ভালোলাগা জানিয়ে গেলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
মেহেরুন বলেছেন: ভালো লাগলো। ভালোলাগা জানিয়ে গেলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুণ একটা ফিচার করেছেন। ভাল লাগা রইল
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হাসান ভাই।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
তিথীডোর বলেছেন: খুব ভালো লাগলো!
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, আপু।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার সব পেইন্টিং ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: মজার পোস্ট ।
শুভকামনা ।।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রায়হান ভাই। ভালো থাকুন।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: খুব ভালো..... ধন্যবাদ শেয়ার করার জন্য..........
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
তাশমিন নূর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা চমৎকার হয়েছে ছবিগুলো
আপনাদের ক্যাম্পাসের ছবিটাও দারুণ।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে আমাদের ক্যাম্পাসে দুই কিলোমিটার লম্বা পথ চিত্রের একটা অংশে একটি ত্রিমাত্রিক ছবি আঁকা হয়েছিল। এখন খুঁজে পেতে সেটার মাত্র দুটি ছবি পেলাম
আঁকা তখনো চলছে।
এটার আরও কোন ছবি পেলে কমেন্টে পোস্ট করার আশা রাখি। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না। 'আমরা' বলতে বোঝাতে চেয়েছি আমরা বাংলাদেশীরা। দেশের যে কোন প্রান্তে কেউ ভালো কিছু করলে সেটার অংশীদার আমরা সবাই হই কিনা।
আপনাদের ক্যাম্পাসের ছবিটাও সুন্দর। ছবিগুলো যোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন অহর্নিশি।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৯
মহান অতন্দ্র বলেছেন: চমৎকার সব ত্রিমাত্রিক ছবি । বেশ লাগল ।