![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***
আমি যেমন পাহাড় ভালোবাসি, তেমনি তুমি নদী।
এমন করে এ বৈপরীত্যে চলছি নিরবধি।
***
প্রতিদিনই কবিতা পড়ি;
তবু মনে হয়, কতদিন কবিতা পড়িনি।
কবিতার সমার্থক এখন তুমি।
বুকের মাঝে বয়ে চলা স্রোতস্বিনী এই
শুকোবেই একদিন জানি।
***
রাত্রি এখানে বড় চুপচাপ,
এখানে দু’চোখে জল টুপটাপ,
এখানে কখনো কাটেনি কুয়াশা, কাটেনা।
এখানে হৃদয়ে রক্ত ক্ষরণ,
এখানে ভাবনা রবে আমরন,
এখানে তবু যে চাইনা তোমাকে, চাই না।
***
‘ভালোবাসি’ বলি এসো দ্বিধাহীন চিত্তে,
আমি তোর, তুই আমার, থাকি এই বৃত্তে।
কেউ কারো দাস নই, প্রভূ নই কেউ,
এক আকাশ, এক নদী, কূলে এক ঢেউ।
ভাঙবে বাষ্পে ছাওয়া কাঁচের দেয়াল,
আমি তোর গান হব, তুই কবিয়াল।
***
তোমার স্পর্শে রেশমী হয়ে উঠুক আমার রুক্ষ চুল,
ফুল হয়ে আজ ফুটুক না হয়, আমাদের এই একটি ভুল।
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রুদ্র রাফি।
অনেক অনেক ভালো থাকবেন।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: ঝরা পাতাগুলো বেশ হয়েছে তাশমিন। ছন্দের দ্যোতনা আছে। আছে প্রেম বিরহের আকুতি। বেশ সাবলীল।
ফুল হয়ে আজ ফুটুক না হয়, তোমার-আমার একটি ভুল।
এখানে 'তোমার-আমার' এর পরিবর্তে 'আমাদের' হলে কেমন হয়?
নিরন্তর শুভ কামনা রইলো তাশমিন নূর।
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, বিদ্রোহী বাঙ্গালী ভাই।
'আমাদের' দিলে আগের লাইনের সাথে মাত্রা পার্থক্য একটু বেশি হয়ে যায়, তাই তোমার-আমার দিলাম। 'আমাদেরই' দিলে অবশ্য ছন্দে কাভার হয়ে আসবে। এম্নিতে দ্বিতীয় লাইনে একটি মাত্রা বেশি আছে, তবু প্রথম লাইনে 'স্পর্শে' শব্দটা বলতে একটু বেশি সময় লাগে বলে এই মাত্রাটাই ম্যাচ করে যায়। আপনার কাছে কি 'তোমার-আমার'টা বেখাপ্পা লাগছে?
শুভকামনা।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভায়া।
অনেক ভালো থাকবেন।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: যেহেতু এগুলো কোন ছড়া নয়, তাই মাত্রা নিয়ে মাথা না ঘামালেও চলবে। বরং একটু ছান্দিক হলেই ভালো হয়। সে ক্ষেত্রে 'তোমার-আমার' একটু বেখাপ্পাই লাগছে। ভাবের দিক থেকে 'তোমার-আমার' এর মধ্যে যতটা ভালোবাসা ফুটে উঠে, তার চাইতে বেশী অনুভব করা যায় 'আমাদের' বললে। যেমন- 'তোমার আমার সন্তান' না বলে 'আমাদের সন্তান' বললে কিন্তু বেশী আন্তরিকতা বা ভালোবাসা প্রকাশ পায়।
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪
তাশমিন নূর বলেছেন: বুঝলাম। আচ্ছা, দিলাম 'আমাদের'। তবে ছন্দ থাকলো। ছড়া না হলেও মাত্রাবৃত্তে ছন্দ থাকলেই আমার ভালো লাগে।
আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮
পার্থ তালুকদার বলেছেন: কেউ কারো দাস নই, প্রভূ নই কেউ,
এক আকাশ, এক নদী, কূলে এক ঢেউ।
... ... চমৎকার
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, দাদা।
ভালো থাকবেন।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫
জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ!
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, মবীন ভাই।
অনেক ভালো থাকবেন। এই 'বেগুন' এর ব্লগ পড়েন বলে কৃতজ্ঞ।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক।
রাত্রি এখানে বড় চুপচাপ,
এখানে দু’চোখে জল টুপটাপ,
এখানে কখনো কাটেনি কুয়াশা, কাটেনা।
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, দীপংকর দা।
ভালো থাকবেন অহর্নিশি।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
জাফরুল মবীন বলেছেন: ৬নং মন্তব্যের উত্তরের সাপেক্ষে বলছিঃ ডাক্তারী মতে বেগুন কিন্তু খুব উপকারী ও গুরুত্বপূর্ণ সবজী।বেগুনের ‘নাসুনিন’ কিন্তু ব্রেনকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।তাছাড়া বেগুন যে আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ তা রমজান মাস আসলেই বোঝা যায়।সুতরাং নিজেকে বেগুন মনে করা মানে নিজেকে ব্রেইনি ও গুরুত্বপূর্ণ কিছু মনে করা
৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
তাশমিন নূর বলেছেন: হাহাহাহাহহাহাহ.....
++++++++
ভালো থাকবেন।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
মনিরা সুলতানা বলেছেন: তোমার স্পর্শে রেশমী হয়ে উঠুক আমার রুক্ষ চুল,
ফুল হয়ে আজ ফুটুক না হয়, আমাদের এই একটি ভুল।
বাহ ...
ভাল লাগা রেখে গেলাম
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, মনিরা।
ভালো থাকুন সব সময়।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেউ কারো দাস নই, প্রভূ নই কেউ
অর্থবহুল এই লাইনটি অসাধারণত্ব ছুঁয়ে গেছে আমায়।
ছন্দের কোলে প্রেমের প্রতিপালন বেশ ভালো লেগেছে।
ছান্দসিক যে কোন লেখাই আমার প্রিয়। (আমার দ্বারা বেসম্ভব)
তবু আবেগ আর কবির কল্পনাই কেন জানি আমি প্রিফার করি।
মন্তব্যে এই লাইনটা নিষ্প্রয়োজন ছিল কিন্তু ইচ্ছা হলো তাই বল্লাম।
ভাল থাকবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, রাজপুত্র।
অবশ্যই, আমি আপনার সাথে একমত। কবির আবেগ এবং কল্পনা ছাড়া কাব্য হলে সেটা নিষ্প্রাণ হয়।
ভাল থাকুন সারাক্ষণ।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
তুষার কাব্য বলেছেন: তোমার স্পর্শে রেশমী হয়ে উঠুক আমার রুক্ষ চুল,
ফুল হয়ে আজ ফুটুক না হয়, আমাদের এই একটি ভুল।
মুগ্ধতা কথামালায় ...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, তুষার ভাই।
ভাল থাকবেন।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালোই লিখছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।
অনেক ভাল থাকবেন।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
শায়মা বলেছেন: আমারও পাহাড় পছন্দ!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
তাশমিন নূর বলেছেন: যাক, আমার একজন মিতা পেলাম।
ধন্যবাদ, শায়মা। ভালো থাকুন।
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
মহান অতন্দ্র বলেছেন: কবিতা খানা বেশ তো ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, মহান অতন্দ্র। ভালো থাকুন।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
আমি সৈকত বলছি বলেছেন: লিখার হাত তো অসাধারন।
লিখেন না কেন বোন?????
অনুসরন করে রেখেছি লিখা পাচ্ছি না (কান্নার ইমো হবে)
কবিতায় ++++++
আশা করছি লিখা পাবো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, সৈকত ভাইয়া। আমার ব্লগে আপনাকে স্বাগতম। আসলে ব্যস্ততার কারনে ব্লগে খুব একটা সময় দেয়া হচ্ছে না। আশা করছি লেখা পাবেন।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬
রুদ্র রাফি বলেছেন: শেষের লাইন দুটো পুরোটা ভালোলাগানোর জন্য যথেষ্ট,তবে অন্যগুলোও অসাধারণ ছিলো