![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার হয়েছো বাগান-বিলাস,
কার চোখেতে মধুর গেলাস,
কারে তুমি তোমার মতোন
বাসছ ভালো রোজ।
কার হয়েছ উদার আকাশ,
কার আঙিনায় রোদের আভাস,
তোমার কাছে এসব কিছুর
যাই না নিতে খোঁজ।
কারে কখন টিজ করেছ,
খুব গোপনে মিস করেছ,
কী লিখেছ কোন মেসেজে,
জানতে চাই না আর।
কার কপালের টিপ হয়েছ,
কার গোলাপী লীপ হয়েছ,
জানতে চাই না কোন নদীটি
সাঁতরে হলে পার।
আর একটিও জীবন তো নেই,
জেনেও আমি হারাই না খেই,
মন-পাথারে ক্লান্তিবিহীন
একটি তরীই বাই।
অনেক আমার নেই তো দাবী,
নিয়ম করে তোমায় ভাবি,
এম্নি করেই এই অকূলে
কূলের দিশা পাই।
গণনাহীন দিবস ও রাত,
বুনেই চলি সরল এ তাঁত,
ভালোবাসি শুধুই তোরে,
এটাই মনে রাখ।
মন-গীটারের সকল তারে,
কিংবা আলো-অন্ধকারে,
আমার এ প্রেম আগুন না হোক,
গোলাপ হয়েই থাক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার ছন্দকবিতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাই।
ভালো থাকুন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
কাবিল বলেছেন: আবেগমাখা লেখায় ভালো লাগা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
আমি সৈকত বলছি বলেছেন: গণনাহীন দিবস ও রাত,
বুনেই চলি সরল এ তাঁত,
ভালোবাসি শুধুই তোরে,
এটাই মনে রাখ।
মন-গীটারের সকল তারে,
কিংবা আলো-অন্ধকারে,
আমার এ প্রেম আগুন না হোক,
গোলাপ হয়েই থাক।
উফফফফফফফ অসাধারন লেগেছে
শুভ কামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভায়া।
আপনার জন্যেও শুভকামনা।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
তুষার কাব্য বলেছেন: চমৎকার ছন্দময় কবিতায় ভালোলাগা জানাচ্ছি আবারও । আবৃত্তির জন্য খুব ভালো একটা কবিতা ।
শুভকামনা নিরন্তর ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
তাশমিন নূর বলেছেন: আপনাকেও আবারও ধন্যবাদ, তুষার কাব্য ভাই।
নিরন্তর শুভকামনা।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার লেগেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।
ভালো থাকবেন সব সময়।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
চমৎকার লাগছে লাইন
শুভেচ্ছা কবি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময় কবিতা চমৎকার লাগল।
+++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রাজপুত্র।
ভাল থাকুন, সুন্দর থাকুন।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
খায়রুল বাশার সৌরভ বলেছেন: চমৎকার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, সৌরভ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯
বিজন রয় বলেছেন: প্রেম আর ছন্দ। দূর্বার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রিয় গল্পকার দেখা যায় কবিতায়ও সিদ্ধহস্ত। ছন্দের তালে তালে ভালোবাসার বহিঃপ্রকাশ খুব সুন্দর হয়েছে তাশমিন। খুব ভালো লাগলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, বিদ্রোহী বাঙালী ভাইয়া। অনিঃশেষ শুভকামনা জানবেন।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
অনেক আমার নেই তো দাবী,
নিয়ম করে তোমায় ভাবি,
এম্নি করেই এই অকূলে
কূলের দিশা পাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
তাশমিন নূর বলেছেন: আমার ব্লগ পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, দাদা।
ভাল থাকবেন।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লেগেছে আমার কাছে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, লাইলী আপু।
ভাল থাকবেন।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
কলমের কালি শেষ বলেছেন: ছন্দময় অভিমানী কবিতায় ভাললাগা ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২
জাফরুল মবীন বলেছেন: অনুরোধ রক্ষার কবিতায় অনেক ভাললাগা জানিয়ে গেলাম কবি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
তাশমিন নূর বলেছেন: পাঠক হিসেবে পাশে আছেন বলে সম্মানিত বোধ করছি।
অনেক অনেক ভাল থাকবেন।
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩
প্রেতরাজ বলেছেন: অসাধারণ লিখেছেন।
সত্যিই অসসসসসসসাধারন।
চালিয়ে যান। :-) :-)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
পাশে থাকুন সবসময়।
১৯| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৩
প্রামানিক বলেছেন: মাস্টারী চাকরী পেয়ে কি লেখালেখি বন্ধ হেয় গেল?
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৩
তাশমিন নূর বলেছেন: প্রামাণিক ভাইয়া, আপনাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগছে। আশা করি ভালো আছেন। আপনি যে চাকরীটার কথা বলছেন, সেটা আমি মাত্র চার মাস করেছিলাম। দুই বছর ঝুলিয়ে রেখে ২০১৪ সালে ছেড়ে দিয়েছি।
এখন কিছুটা ব্যস্ত আছি তা ঠিক, তবে ঐ চাকরীটা নিয়ে নয়।
ধন্যবাদ।
২০| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৪
মামুনইসলাম মামুন বলেছেন: ভালো লাগা থাকলো।
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
২১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:১০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন-গীটারের সকল তারে,
কিংবা আলো-অন্ধকারে,
আমার এ প্রেম আগুন না হোক,
গোলাপ হয়েই থাক।
ঝরা বকুল সঞ্চিত হোক
রাখী পরা হাতে,
ভালোবাসা ঝড়ে পড়ুক
ঝরা পাতার সাথে!
দারুণ +++
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। :-)
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
আরণ্যক রাখাল বলেছেন: বাহ! আবেগময় লিরিকাল কবিতা