![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কথাটি অনেক অনেক গভীর,
ঐ যে সুনীল সমুদ্দুরের মতো,
কদম্ব আর হিজল ফুলের ঘ্রানে
বুকের ভেতর আপনি বাড়ে ক্ষত।
টলটলে এক দীঘির কালো জলে
রোজই দেখি অন্য শান্ত মুখ,
সেই কথাটি যায় না বলা তাকে,
রোজই আমি অসুস্থ, উন্মুখ।
সেই কথাটি বলতে গেলেই তাকে
বুকের ভেতর নিঝুম আঁধার কেন?
বিজন বনে যায় না শোনা বাঁশি,
চোখ-সরোবর উত্থলে ওঠে যেন।
সেই কথাটি ভীষন অন্যরকম,
বলতে গেলেই কেবল তপ্ত শ্বাস,
জ্বরের ঘোরেই শুধু যে তার নাম,
জপছে আমার প্রতিটি নিঃশ্বাস।
আহা! যদি আপনি এসেই নিজে
সেই কথাটি বলত দু' চোখ বুঁজে,
দু' হাত দিয়েই কঠিন করে বেঁধে,
নিতাম আমার অরণ্যটাই খুঁজে।
দিতাম কোমল শ্যামল ঘাসের মাঠ,
হৃদয় নদীর শীতল জল ও হাওয়া,
আসত যদি আমার টানেই কাছে
হতই না যে তার আর ফিরে যাওয়া।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাই। আসার চেষ্টায় আছি। ইদানিং ফেসবুকেই থাকা হচ্ছে বেশি।
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হামা ভাই। ভালো থাকুন, সব সময়।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫
অন্ধবিন্দু বলেছেন:
সেই কথাটি অনেক অনেক গভীর,
ঐ যে সুনীল সমুদ্দুরের মতো,
কদম্ব আর হিজল ফুলের ঘ্রানে
বুকের ভেতর আপনি বাড়ে ক্ষত
বেশ ছন্দ আছে। ভাব আছে। সেই কথাটি ভীষন অন্যরকম তবে সুন্দর।
ভালোলাগা রইলো।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
তাশমিন নূর বলেছেন: সেই কথাটি যায় না বলা তাকে,
রোজই আমি অসুস্থ, উন্মুখ।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, অহর্নিশি।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
রাজিব ওয়াহিদ বলেছেন: খুব ভালো
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, রাজীব। ভালো থাকুন।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতায় ।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১
সুমন কর বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পেলাম। ভালো হয়েছে।
+।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, দাদা। ভালো থাকবেন।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: আমার পড়া আপনার সেরা রচনা| খুব ভাল
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, আরণ্যক। ভালো থাকবেন।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর একটা কবিতা। ৪র্থ লাইক । ভালো থেকো।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, তনিমা।
তুমিও ভালো থেকো। শুভকামনা।
৯| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৩
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪
রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
তাশমিন নূর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
অবচেতনমন বলেছেন: দারুন ছন্দের মিতালী, লিখে যান ..............।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: নতুন লেখা কই?
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
তাশমিন নূর বলেছেন: দিলাম তো আরেকটা।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
নেক্সাস বলেছেন: অনেক মুগ্ধ পাঠ। কবিতায় প্লাস
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, নেক্সাস। ভালো থাকুন।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
বিনয়ন বলেছেন: সেই কথাটি অনেক অনেক গভীর,
ঐ যে সুনীল সমুদ্দুরের মতো,
কদম্ব আর হিজল ফুলের ঘ্রানে
বুকের ভেতর আপনি বাড়ে ক্ষত।
খুব সুন্দর। ছন্দময় অনুপম কবিতা।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
তাহসিনুল ইসলাম বলেছেন: আহা! যদি আপনি এসেই নিজে
সেই কথাটি বলত দু' চোখ বুঁজে,
দু' হাত দিয়েই কঠিন করে বেঁধে,
নিতাম আমার অরণ্যটাই খুঁজে।
-- অতিব সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১০
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হোক। :-)
১৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সেই কথাটি ভীষন অন্যরকম,
বলতে গেলেই কেবল তপ্ত শ্বাস,
জ্বরের ঘোরেই শুধু যে তার নাম,
জপছে আমার প্রতিটি নিঃশ্বাস।
সেই কথাটি শোনার পরে তিনি
অকারণে হেসেই হলেন খুন,
জানলো না সে কত কষ্ট নিয়ে
পান থেকে ঐ খসে পরে চুন !
আপনার চমৎকার কবিতায় একরাশ মুগ্ধতা +++
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯
তাশমিন নূর বলেছেন: হা হা। ধন্যবাদ। :-)
১৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতাগুলো শুনব বলে কান পেতে রই /
অহর্নিশি খুজছি তোমায় কবি তুমি কই ?
২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
তাশমিন নূর বলেছেন: মরে গেছি সেই কবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আশা করি নতুন কোন সিরিজ নিয়ে আবার ফিরে আসবেন।