![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচিত পোস্ট বিভাগে এখনো ৬ তারিখের লেখা দেখতে পাচ্ছি। অথচ আজ ১০ তারিখ। এই চার দিনে কি নতুন কোনো যোগ্যতাসম্পন্ন লেখা সামুতে আসেনি? যদি আসে, তাহলে সেগুলো দেখতে পাচ্ছি না কেন?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৪
তাশমিন নূর বলেছেন: আসল না তো!
সে যে কেন এলো না...
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
আবু তালেব শেখ বলেছেন: দেখা যাক কি হয়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৫
তাশমিন নূর বলেছেন: দেখে দেখেই সারা .।.।.।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: কারণ মডারেটর ঘুমাচ্ছেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৫
তাশমিন নূর বলেছেন: সেটাই হবে হয়ত!
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২
আহমেদ জী এস বলেছেন: তাশমিন নূর ,
যথার্থ প্রশ্ন । ইদানীং এমন ঘটনা ঘটেই চলেছে। একদিনেই ছয়/সাত দিনের নির্বাচিত লেখাকে একসাথে দেখা যায় । হয়তো মডারেটরবৃন্দ খুব বেশী ব্যস্ত অন্য কাজে ।
তবুও মডারেটরদের বলি , এদিকটাতেও সমান মনযোগ রাখা উচিৎ , রাখাটা জরুরী ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৭
তাশমিন নূর বলেছেন: আমি অনেক দিন পর ব্লগে এসে বিরক্ত হয়ে গেছি। লেখা খোঁজার জন্য যাচ্ছি নির্বাচিত পাতায়, আর হতাশ হচ্ছি ... টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে সেটার দিকেও তো মনোযোগ দেয়া উচিত।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
জাহিদ হাসান বলেছেন: সামু এমনই
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৮
তাশমিন নূর বলেছেন: আহারে! কেন সে এমন হল...
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: চশমা পড়ে খুজেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৯
তাশমিন নূর বলেছেন: অণুবীক্ষণ দিয়ে খুঁজেছি।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১
শায়মা বলেছেন: আমিও এটা মাঝে মাঝেই ভাবি। এই নির্বাচিত অক্ষম পাতার যথার্থতা আর খুঁজে পাইনা। সপ্তাহে একদিন মনে হয় মডারেটর ভাইয়ার মনে পড়ে যায় এই পাতাটার কথা। হা হা হা তখন কয়েকটা পোস্ট তড়িঘড়ি আপ করে দিয়েই আবার ঘুমিয়ে পড়ে ভাইয়া নয়তো কোথাও বেড়াতে চলে যায়!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩০
তাশমিন নূর বলেছেন: উনাদের ভ্রমণের গল্পগুলোও তো অন্তত নির্বাচিত পাতায় দিতে পারেন!
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
শায়মা বলেছেন: আর মাঝে মাঝে কোনো কোনোদিন নির্বাচিত পাতায় মডুভাইয়ার একেবারেই চোখই পড়ে না। যেমন ২রা ফেব্রুয়ারীর কোনো পোস্টই নেই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩২
তাশমিন নূর বলেছেন: সেদিন বেশি ঘুম হয়েছিল মনে হয়। মডু ভাইয়াদের ঘুমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬
জোকস বলেছেন: এ আর নতুন কি!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩২
তাশমিন নূর বলেছেন: পুরানো হয়ে গেলেই ভালো হত!
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এগুলো সফটওয়ারের গ্লীচ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৩
তাশমিন নূর বলেছেন: কী জানি কী!
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: মন্তব্য ৪, ৭ এবং ৮ -- সহমত। ব্যস্ত/সমস্যা থাকলে অন্য কোন উপায় বের করা যেতে পারে।
** এর সাথে সফটওয়ারের কোন সম্পর্ক নেই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৫
তাশমিন নূর বলেছেন: উপায় না বের করলে মানুষ কেবল হতাশই হতে থাকবে। এত হতাশা নিয়ে কোথায় যাব আমরা!
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮
আটলান্টিক বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
তাশমিন নূর বলেছেন:
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
পার্থ তালুকদার বলেছেন: হায়রে একটা গল্প পোস্ট করছিলাম ... এখনো নির্বাচিত পাতায় আসে নি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
তাশমিন নূর বলেছেন: বসে বসে বিটিভিতে দেশের উন্নয়ন দেখুন, পার্থ দা।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
দুঃখিত, এই বিষয়ে আমাদের আগেই বিবৃতি দেয়া প্রয়োজন ছিলো। অবশ্য কারনটি আগেই ব্যাখ্যা করলে নির্বাচিত পাতা কেন আপডেট হচ্ছে না এই নিয়ে প্রিয় ব্লগারবৃন্দের সৃজনশীল কারন এবং আলোচনা সমূহ আমরা উপভোগ করা থেকে বঞ্চিত হতাম।
প্রিয় ব্লগার আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, কোন ধরনের ঘুম বা বেড়ানো বা অন্য কোন জাগতিক কারনে নয় বরং কিছু টেকনিক্যাল সমস্যায় নির্বাচিত পাতা আপডেট হচ্ছে না। আশা করছি এই সমস্যাটি দ্রুত সমাধান হয়ে যাবে।
পাশাপাশি, সম্পাদকমন্ডলির বিবেচনায় মানসম্মত মনে না হলে কোন নির্দিষ্ট দিন বা ক্ষেত্র বিশেষে পুরো একটি সাপ্তাহের লেখাও নির্বাচিত পাতায় না যেতে পারে। তাই কোন নির্দিষ্ট তারিখের কোন পোস্ট যদি নির্বাচিত পাতায় না যায়, তাহলে এই ক্ষেত্রে কিছু করনীয় নেই। তবে যদি কোন ভালো পোস্ট আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যা পরে আমরা জানতে পারলে সেই পোস্টটিকে প্রচারের ব্যবস্থা আমরা নিজেরাই করে থাকি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩
তাশমিন নূর বলেছেন: জানানোর জন্য অনেক ধন্যবাদ, ভাইয়া। সামুকে ভালোবাসি।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক শেষ পযন্ত কিছু একটা জানা গেল।
আজকাল যা দিন পরেছে ঘরে অশান্তি বাহিরে অ্শান্তি সব জায়গায় অশান্তি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
তাশমিন নূর বলেছেন: এখন ওম শান্তি ওম শান্তি করুন। হা হা।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬
আখেনাটেন বলেছেন: [sbকাভা ভাই বলেছেন:সম্পাদকমন্ডলির বিবেচনায় মানসম্মত মনে না হলে কোন নির্দিষ্ট দিন বা ক্ষেত্র বিশেষে পুরো একটি সাপ্তাহের লেখাও নির্বাচিত পাতায় না যেতে পারে। তাই কোন নির্দিষ্ট তারিখের কোন পোস্ট যদি নির্বাচিত পাতায় না যায়, তাহলে এই ক্ষেত্রে কিছু করনীয় নেই। তবে যদি কোন ভালো পোস্ট আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যা পরে আমরা জানতে পারলে সেই পোস্টটিকে প্রচারের ব্যবস্থা আমরা নিজেরাই করে থাকি। -- কনফিউজড। অনেকের ভালো লেখা দেখেছি সোনার তরীতে ঠাঁই হয় নি। ভাঙা কাঠের নৌকোতে হারিয়ে গেছে গহীন গাঙে। বেশির ভাগেরই আর হদিশ পাওয়া যায় নি।
আমারও বিগত পাঁচটা লেখার একটিও নির্বাচিত পাতায় যায় নি। নিশ্চয় মূল্যবান সময় নষ্ট করে পচা পচা হাবিজাবি লিখছি। কত ভালো লিখলে বা কী উপায়ে লিখলে সামুর নির্বাচিত পাতায় ঠাঁই হবে কিংবা অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিত করা যাবে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭
তাশমিন নূর বলেছেন: :/
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয়, আখেনাটেন, আমার বিবেচনায় আমি বিভ্রান্ত হবার মত কিছু বলিনি। কোন একটা ভালো পোস্ট যদি কোন কারনে আমাদের চোখ এড়িয়ে যায়, তাহলে সেই পোস্টটিকে নির্বাচিত পাতায় আনার পাশাপাশি, ব্যক্তিগত পর্যায়ে ফেসবুকে শেয়ার, অফিসিয়াল ফেসবুকে শেয়ার করা সহ ইত্যাদি পদক্ষেপ আমরা গ্রহন করি।
আমি মনে করি, সকলের সকল লেখাই মূল্যবান। কারো কোন লেখাই ছোট নয়। সেই প্রেক্ষাপটে আমাদের কাজটা নিঃসন্দেহে কঠিন।
যাইহোক, অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। আশা করি দ্রুত সমস্যাটির সমাধান হয়ে যাবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
তাশমিন নূর বলেছেন: এই দৃষ্টিভঙ্গি সব সময় সমভাবে বজায় থাকাই আমাদের কাম্য, ভাইয়া। শুভকামনা।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
তারেক ফাহিম বলেছেন: নোটিরও সমস্যা কম কিসের, তাও সামু প্রিয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
তাশমিন নূর বলেছেন: হ্যাঁ। তবু... তবু...
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
শায়মা বলেছেন: হা হা এ লেখা এলো বলেই আমরাও মডুভাইয়াসহ আমাদের ব্লগারভাইয়া আপুনিদের উপভোগ্য আলোচনা সমালোচনা উপভোগ করলাম।
আখেনাটেন বলেছেন: [sbকাভা ভাই বলেছেন:সম্পাদকমন্ডলির বিবেচনায় মানসম্মত মনে না হলে কোন নির্দিষ্ট দিন বা ক্ষেত্র বিশেষে পুরো একটি সাপ্তাহের লেখাও নির্বাচিত পাতায় না যেতে পারে। তাই কোন নির্দিষ্ট তারিখের কোন পোস্ট যদি নির্বাচিত পাতায় না যায়, তাহলে এই ক্ষেত্রে কিছু করনীয় নেই। তবে যদি কোন ভালো পোস্ট আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যা পরে আমরা জানতে পারলে সেই পোস্টটিকে প্রচারের ব্যবস্থা আমরা নিজেরাই করে থাকি। -- কনফিউজড। অনেকের ভালো লেখা দেখেছি সোনার তরীতে ঠাঁই হয় নি। ভাঙা কাঠের নৌকোতে হারিয়ে গেছে গহীন গাঙে। বেশির ভাগেরই আর হদিশ পাওয়া যায় নি।
হা হা হা হা আখেনাটেনভাইয়া আমার তো মনে হচ্ছে কাঁঠের নৌকাতেও না, বাঁশ বা পাতার ভেলায় হেলায় ভাসিয়া গিয়াছে তোমার লেখাগুলি.......
চলো আমরা গানা গাই-
কেয়া পাতার নৌকার গান.....
সব লেখায় ভেসে যাক কেয়া পাতার নৌকায়.......সোনার তরী এমনিতেই ডুবছে.... সম্পাদকমন্ডলীসহই ডুবে মরুক..... যতদিন স্রোত আছে বরং আমরা ভেসে চলি পাতার নৌকায়...... পাতার নৌকা সহজে ডোবেনা আর তাতে যদি থাকে তোমার মত শক্তিশালী বৈঠাধারী কেউ.....
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
তাশমিন নূর বলেছেন: আখেনাটেন ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: আমারও বিগত পাঁচটা লেখার একটিও নির্বাচিত পাতায় যায় নি। নিশ্চয় মূল্যবান সময় নষ্ট করে পচা পচা হাবিজাবি লিখছি। কত ভালো লিখলে বা কী উপায়ে লিখলে সামুর নির্বাচিত পাতায় ঠাঁই হবে কিংবা অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিত করা যাবে?
আখেনাটেনভাইয়া তোমার ভাষ্যমতে অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিতকরণ বিদ্যা বা ভালোলেখার ভালো ভালো দিকগুলি কি কি তাহা জানা আমাদেরও অতি প্রয়োজন। তখন আমরা ভালো ভালো লিখিয়া সকল বাঁশ, বেঁত বা কাঁঠের তরীকে নিজেরাই সোনার তরী বানাইয়া ফেলিবো!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬
তাশমিন নূর বলেছেন: হা হা। শায়মাপু, চালিয়ে যান।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
শায়মা বলেছেন: আমারও বিগত পাঁচটা লেখার একটিও নির্বাচিত পাতায় যায় নি।
অত্যন্ত ভূল এবং মিথ্যা তথ্য। আমরা একজন সিনিয়র ব্লগারের কাছ থেকে নূন্যতম দায়িত্বশীলতা আশা করি। এই ধরনের গড়পড়তার ভুল তথ্য ভিত্তিক অভিযোগ নতুন ব্লগারদের বিভ্রান্ত করে এবং যা একই সাথে ব্লগনীতি মালা পরিপন্থী।
আপনার সর্বশেষ পোস্টটিও নির্বাচিত পাতায় গেছে। আপনি পোস্ট দিয়েছিলেন, ১২ জানুয়ারী। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিলো বিধায় নির্বাচিত পাতা আপডেট হয় নি। কিন্তু ১৪ তারিখ রবিবার আপনার পোস্টটি স্থানীয় সময় দুপুর ১ টা ৪৯ মিনিট ৫৫ সেকেন্ডে নির্বাচিত করা হয়। এই তথ্য সমূহ আমাদের কাছে ডাটাবেইজে সংরক্ষিত আছে। এটা আমরা সকলের সামনে প্রকাশ করতে পারি না, তবে আপনি দাবি করলে, আপনাকে অবশ্যই উপযুক্ত প্রমান পাঠাবো।
আপনার সিরিজ গল্পটি নির্বাচিত পাতায় যায় নি। কিন্তু আপনার সিরিজ গল্পের আগে প্রকাশিত পোস্টটিও নির্বাচিত পাতায় আছে। আপনি তিন সিরিজের পোস্ট দিয়েছেন। আপনার মত একজন জনপ্রিয় ব্লগারের পাঁচটি লেখা পরপর নির্বাচিত পাতায় না যাওয়ার কোন স্বাভাবিক কারন নেই।
সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ ছোট একটি টিম নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে অনেক সময় অনেক অনিচ্ছাকৃত ভুল হলে আমরা যেমন ক্ষমা চাই, তেমনি কেউ যদি অহেতুক, মিথ্যা, গড়পড়তার অভিযোগ করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
তাশমিন নূর বলেছেন: হা হা, ভাইয়া, শায়মাপুর কাছে ধরা খেলেন এবার.।.।।
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
শায়মা বলেছেন: ২১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০ ০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
শায়মা বলেছেন: আমারও বিগত পাঁচটা লেখার একটিও নির্বাচিত পাতায় যায় নি।
অত্যন্ত ভূল এবং মিথ্যা তথ্য। আমরা একজন সিনিয়র ব্লগারের কাছ থেকে নূন্যতম দায়িত্বশীলতা আশা করি। এই ধরনের গড়পড়তার ভুল তথ্য ভিত্তিক অভিযোগ নতুন ব্লগারদের বিভ্রান্ত করে এবং যা একই সাথে ব্লগনীতি মালা পরিপন্থী।
হা হা হা কাভাভাইয়া ভালো করে পোস্ট পড়তে হবে এবং কমেন্টও !!!!!!!! আমি সিনিয়র ব্লগার বটে আমার দায়িত্বশীলতাও আছে বটে তবে আমি কোনো ভুল করলে যতটুকু মাফ আছে তোমার কিন্তু নেই ভাইয়া। ভালো করে পড়ে দেখো আমি আমার কথা বলিনি- কাজেই ভুলটা তুমিই করেছো..... কারণ....
১। আমি আখেনাটেনভাইয়াকে মন্তব্য দিয়েছি এবং আখেনাটেন ভাইয়ার কমেন্ট কপি পেস্ট করেছি। হা হা হা হা হা । কি দেখে এত রেগে গেলে যে না পড়েই না বুঝেই এত বড় কমেন্ট দিলে ভাইয়া??? হুম এটা আমি জানি আসলেই সিনিয়র ব্লগারেরা কিছু বললে নতুনেরা বিভ্রান্ত হয় কিন্তু তোমার এমন না পড়েই না বুঝেই লাফ দিয়ে কঠিন রকম মন্তব্য দেখে আমি অতি পুরানো হয়েও বিভ্রান্ত হয়ে গেলাম তুমি কি আমার বা আমাদের পোস্ট বা কমেন্টগুলো আদৌ পড়ো!!!!!!
পড়লে এমন হুট করে এত বড় বাণী লিখে ফেলতে না ভাইয়া!!!!!!!! আবারও উপর থেকে সকল কমেন্ট পড়ে আসো আর আবারও কমেন্টো দাও ভাইয়ামনি!!!!!
আমি জানি আমার সকল পোস্টই নির্বাচিততে গেছে। এমনকি পরিচিত এবং অপরিচিত নিকগুলো থেকেও। আমি আমার কথাই বলিনি। আমি আখেনাটেনভাইয়ার মন্তব্যটাই কপি করে তার সাথে মজা করেছিলাম। আর এটাও জানি এ কারণেই ভালো করে কমেন্ট না পড়ার দরুণ তুমিও আখেনাটেনভাইয়ার কমেন্ট থেকে নেওয়া আমার সংকলিত বানীকেই আমার বাণী ভেবে অতি আশ্চর্য্য হয়ে খেপে টেপে এক শেষ হয়ে মনে যা আসে তাই লিখে ফেলেছো!
(সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ ছোট একটি টিম নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে অনেক সময় অনেক অনিচ্ছাকৃত ভুল হলে আমরা যেমন ক্ষমা চাই, তেমনি কেউ যদি অহেতুক, মিথ্যা, গড়পড়তার অভিযোগ করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।)
আমিও এই টিম বা পরিবারের একজন নিজেকে মনে করি। এখন তুমি যে বললে অহেতুক মিথ্যা বললে প্রতিবাদ করো আমিও তোমার (মিথ্যা তথা ভুল) মিথ্যা বলছি না কারণ বুঝেছি না পড়েই না বুঝেই তুমি মতবাদ দিয়েছো তবুও এই ভুল বুঝা মন্তব্যের প্রতিবাদ করলাম ভাইয়া।
এখন নেক্সট পদক্ষেপ বা তোমার কমেন্ট কি হবে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০
তাশমিন নূর বলেছেন: হা হা। মজা পেয়েছি। আমি ভাবছি, পোস্টটা রেখে দেব কিনা । হা হা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
তাশমিন নূর বলেছেন: তবে শায়মাপু, এই ভুল কিন্তু শুধু কাভা ভাইয়া না, যে কেউই করতে পারে। কারণ- আপনি অন্যের কথা দিয়ে মন্তব্য করার সময় সেটাকে উদ্ধৃতি চিহ্নের ভেতরে রাখতে ভুলে গেছনে। হা হা।
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪
শায়মা বলেছেন: অবশ্যই রাখিবেক!!!!!!
নইলে কি করিয়া প্রমানিত হইবেক মডুভাইয়ারাও ভুল করেন!!!!!!!!!
এ কারণেই বলি @ কাভাভাইয়ামনি!!!!!!!!
রেগে গেলেন তো হেরে গেলেন ...... থুক্কু ভুল করলেন....... কপি পেস্ট কমেন্ট বুঝিতে!!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬
তাশমিন নূর বলেছেন: হা হা। ঠিক। রেগে গেলেন তো হেরে গেলেন......
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: ২০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪ ০
শায়মা বলেছেন: আমারও বিগত পাঁচটা লেখার একটিও নির্বাচিত পাতায় যায় নি। নিশ্চয় মূল্যবান সময় নষ্ট করে পচা পচা হাবিজাবি লিখছি। কত ভালো লিখলে বা কী উপায়ে লিখলে সামুর নির্বাচিত পাতায় ঠাঁই হবে কিংবা অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিত করা যাবে?
আখেনাটেনভাইয়া তোমার ভাষ্যমতে অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিতকরণ বিদ্যা বা ভালোলেখার ভালো ভালো দিকগুলি কি কি তাহা জানা আমাদেরও অতি প্রয়োজন। তখন আমরা ভালো ভালো লিখিয়া সকল বাঁশ, বেঁত বা কাঁঠের তরীকে নিজেরাই সোনার তরী বানাইয়া ফেলিবো!
এইখানেও বোল্ড করা অংশটুকু অতীব পঠনীয়!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
তাশমিন নূর বলেছেন: হা হা। মজা পাচ্ছি....
২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫ ০
লেখক বলেছেন: তবে শায়মাপু, এই ভুল কিন্তু শুধু কাভা ভাইয়া না, যে কেউই করতে পারে। কারণ- আপনি অন্যের কথা দিয়ে মন্তব্য করার সময় সেটাকে উদ্ধৃতি চিহ্নের ভেতরে রাখতে ভুলে গেছনে। হা হা।
২৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫ ০
শায়মা বলেছেন: ২০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪ ০
শায়মা বলেছেন: আমারও বিগত পাঁচটা লেখার একটিও নির্বাচিত পাতায় যায় নি। নিশ্চয় মূল্যবান সময় নষ্ট করে পচা পচা হাবিজাবি লিখছি। কত ভালো লিখলে বা কী উপায়ে লিখলে সামুর নির্বাচিত পাতায় ঠাঁই হবে কিংবা অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিত করা যাবে?
আখেনাটেনভাইয়া তোমার ভাষ্যমতে অসাধারণ প্রজ্ঞার অধিকারী সম্পাদকমণ্ডলীর সুকঠিন হৃদয় বিগলিতকরণ বিদ্যা বা ভালোলেখার ভালো ভালো দিকগুলি কি কি তাহা জানা আমাদেরও অতি প্রয়োজন। তখন আমরা ভালো ভালো লিখিয়া সকল বাঁশ, বেঁত বা কাঁঠের তরীকে নিজেরাই সোনার তরী বানাইয়া ফেলিবো!
এইখানেও বোল্ড করা অংশটুকু অতীব পঠনীয়!!!
নাম্বার ১ ......
বোল্ড করা অংশটুকু যে হেলায় ফেলায় পড়ে সে অতি অমনোযোগী ছাত্র/ পাঠক!!!!! অথবা মডু
নাম্বার ২ সেখানে আখেনাটেন ভাইয়াকে সম্বোধিত হইয়াছে.....
নাম্বার ৩
যে যাই ভুল করুক ...... মডুর ভুল অমার্জনীয়!!!!!!!!!!!!!
মডুভাইয়ু না পড়েই আমাকে মিথ্যুক বলেছে!!!!!!!!!!!!!!!!!
আমাকে নবীন বিভ্রান্তকারী বলেছে!!!!!!!!!!!!!
আমি এর বিচার চাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
তাশমিন নূর বলেছেন: ই রে!
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
শায়মা বলেছেন: ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬ ০
লেখক বলেছেন: হা হা। ঠিক। রেগে গেলেন তো হেরে গেলেন......
ঠিক!!!!!!!!!!
তাইলে ভাইয়া হেরে গেছে!!!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩
তাশমিন নূর বলেছেন: আজকে তাহলে সেই হার আমরা সেলিব্রেট করি.... হা হা....
শায়মাপু, আপনি রবীন্দ্রসংগীত শুরু করুন, " হার মানা হার, পরাবো তোমার গলে ..."
হা হা।
২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!
এ গানে চলবে না!!!!!!!!!!!!!
আমি সেই গান গাইবো!!!!!!!
আমি হার মানবো না ভাই মানবো না!!!!!!!!
দুবেলা রাগার আগে রাগবোনা ভাই রাগবো না!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪
তাশমিন নূর বলেছেন: শুরু করুন। হা হা। কাভা ভাইয়াও গলা মেলাবেন। হা হা।
২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬
শায়মা বলেছেন: হুম!!!!!!!!!!!!!
চমশা পরে গানের খাতা দেখতে হবে !!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫
তাশমিন নূর বলেছেন: তাই করুন, শায়মাপু। গানের জোরে যদি এই পোস্ট নির্বাচিত পাতায় চলে যায়, তাহলেও মন্দ হয় না...
২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
আখেনাটেন বলেছেন: হা হা হা। শায়মার আমার লেখা বোল্ট না করা ও কাভা ভাইয়ের মন্তব্য দেখে দুজনের জন্যই সমবেদনা গামলাতে করে ঢালতে ইচ্ছে করছে।
এখানে আমার নামের অাগে পিছে যে টর্নেডো শুরু হয়ে গেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
তাশমিন নূর বলেছেন: সম্মানিত বোধ করুন, হে মহাত্মন!
৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
আটলান্টিক বলেছেন: চমশা পরে গানের খাতা দেখতে হবে !!!!!!!
হে হে হে
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: আখেনাটেনভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কই ছিলে তুমি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দেখো না তোমার সাথে কথা বলছিলাম আর কিনা মডু ভাইয়া এসে চোখ বুজেই কি সব বলে দিলো!!!!!!!!!!!!
আমি নতুনদের বিভ্রান্ত করবো কি সেসব শুনে নিজেই বিভ্রান্ত তথা উদ্ভ্রান্ত হইয়া ভাবিতেছি আর দোয়া করিতেছি খোদা আমার মডুভাইয়াকে আরও মনোযোগী পাঠক বানাইয়া দাও!!!!!!!
আর যেন তিনি না জানিয়া বুঝিয়া না পড়িয়াই রাগিয়া কাউকে মিথ্যাবাদী বিভ্রান্তকারী বলিতে না পারে!
৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২
আখেনাটেন বলেছেন: শায়মা বলেছেন: আমি নতুনদের বিভ্রান্ত করবো কি সেসব শুনে নিজেই বিভ্রান্ত তথা উদ্ভ্রান্ত হইয়া ভাবিতেছি আর দোয়া করিতেছি খোদা আমার মডুভাইয়াকে আরও মনোযোগী পাঠক বানাইয়া দাও!!!!!!!
উদভ্রান্ত যে হয়েছেন তা তো টের পাচ্ছি।
আপনার এই গগনবিদারী চিৎকার শুনিয়া কাভা ভাইও শরমিত হয়বেক মনে কয়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
তাশমিন নূর বলেছেন: হা হা। গগনবিদারী চিৎকার!
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
নির্বাচিত পাতা বলে কিছু নেই ! সব বিরোধী দলের ষড়যন্ত্র ।
আপনাদের লেখা ভাল না তাই নির্বাচিত পাতায় যায় না । নাচতে না জানলে উঠান বাঁকা । আগে ব্যাকরণ বই এবং ভাষা শিক্ষা বই কমপ্লিট করে তবে লিখুন। দেখবেন সব লেখাই নির্বাচিত হবে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
তাশমিন নূর বলেছেন: সব বিরোধী দলের ষড়যন্ত্র! হা হা, বিরোধী দল বলে কিছু আছে তাহলে!
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮
শায়মা বলেছেন: ৩২. ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২ ০
আখেনাটেন বলেছেন: শায়মা বলেছেন: আমি নতুনদের বিভ্রান্ত করবো কি সেসব শুনে নিজেই বিভ্রান্ত তথা উদ্ভ্রান্ত হইয়া ভাবিতেছি আর দোয়া করিতেছি খোদা আমার মডুভাইয়াকে আরও মনোযোগী পাঠক বানাইয়া দাও!!!!!!!
উদভ্রান্ত যে হয়েছেন তা তো টের পাচ্ছি।
আপনার এই গগনবিদারী চিৎকার শুনিয়া কাভা ভাইও শরমিত হয়বেক মনে কয়। :`<
এই আসন্ন ফাগুনে এমনিতেই আমি উদ্ভ্রান্ত আছি ভাইয়া!!!!!!!!
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান...
আমার বাঁধন ছেড়া প্রান.....
হা হা হা প্রান বাঁধন ছিড়েছে ফাগুন হাওয়ায়.....
মস্তিস্কের তারগুলোও ছিড়বো নাকি আমিও রেগে মেগে!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
তাশমিন নূর বলেছেন: শায়মাপু, আমি আপনার বোল্ড করা কোন অংশই বোল্ড দেখতে পাচ্ছি না। এখন শেষের চিহ্নটা দেখে বুঝলাম যে, ওটা বোল্ড হবে। কাভা ভাইয়াও এই জন্য প্রতারিত হয়েছেন মনে হয়। আপনি কম্পিউটারকে ধরে একটা আছাড় দিন।
বিঃ দ্রঃ আখেনাটেন ভাইয়ের সব বোল্ড করা অংশ কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি।
৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: ঐ কথাকথি কি বলো!!!!!!!!
তোমারও চমশা লাগবে নাকি!!!!!!! বিরোধী দল কই দেখলা!!!!!!! তোমাকে নির্বাসনে পাঠাতে হবে!!!!!!! সেখানে বসে বসে তুমি খট্টাঙ্গ পূরাণ পড়ো!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
তাশমিন নূর বলেছেন: হা হা
৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
সবাইর কী আর বাংলা ব্যকরণ বই এবং ভাষা শিক্ষা বই কমপ্লিট করার তৌফিক হয় !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪
তাশমিন নূর বলেছেন: হা হা।
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
শায়মা, সব মিডিয়ার সৃষ্টি আমি কিছু বলি নাই । এই যে ট্যাকনিক্যাল সমস্যা, দুই তিন দিনে এমনকি সপ্তাহজুড়ে ভাল পোস্ট না আসা- এগুলা বিরোধী দল নাহ ! যুক্তিগুলো যুক্তি সঙ্গত । তাই মডারেটরকে দোষ দিয়ে লাভ নেই, উনি নিয়মের বাইরে নয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
তাশমিন নূর বলেছেন: ঠিক ঠিক!
৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: সম্মানিত বোধ করুন, হে মহাত্মন! -- হা হা হা। নিজেকে এখন দশফুটি পালোয়ান মনে হচ্ছে মাননীয়া।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
তাশমিন নূর বলেছেন: ইয়ে, পাশে দশফুটি , না উচ্চতায়....
৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: তাশমিনআপুনি!!!!!!!!!!!
এই ফেব্রুয়ারী থেকে এপ্রিল আমার মহা মহা বিজি সময়!!!!!!!! তারই ফাকে ফাকে আসি। আজ এসেই এই কমেন্ট দেখে প্রথমে আমার রি রি শুরু হলো আরে ভালো করে না পড়েই এইসব বলবে কেনো আমাকে মডুভাইয়া!!!!!! এতদিনে তাইলে এই চিনলে আমাকে!!!!!!
যাহা করি আর তাহাই করি গল্পে আকাশ কুসুম লিখি আর বাতাস ডিমের কুসম পাড়ি এই টাইপ কথা যা মডুভাইয়া অবলীলায় মিথ্যা বিভ্রান্তিকর এইসব বাক্য বলে দিলো সেসব কখনই করি না। আমি কখনই এমন কোনো বোকামী করি না যেমন ভাইয়া বললো ডাটাবেজে সব পোস্ট সংরক্ষিত আছে হেন তেন। ডাটাবেজ কেনো এখনও এইখানে সবই সংরক্ষিত আছে আমার সকল পোস্টই বলতে গেলে নির্বাচিততে গেছে আমি এতই বোকা বা কানা না যে সেসব চোখের সামনে জ্বাজল্যমান থাকার পরেও বলবো পাঁচ পোস্ট নির্বাচিততে যাইনি।
যাইহোক দেখার ভুল হোক, বুঝার ভুল হোক হুট করে এমন কিছু বলে দেবার আগে আরও ভালো করে ভাবা উচিৎ ছিলো। আমার দায়িত্ব নিয়ে ভাইয়া বলেছে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে ভাইয়া ভাবেনি।
যাইহোক.......
আবার যাচ্ছি ফাল্গুনী সাজুগুজুর প্রিপারেশনে .....
কালকের ফাল্গুন শুভেচ্ছা এখুনি দিয়ে গেলাম !!!!!!!! বাই বাই !!!!!!! আবার রাতে দেখা হবে .....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০
তাশমিন নূর বলেছেন: ব্যস্ততার পুষ্পের মাঝে মাঝে বসন্তের পুষ্প প্রস্ফুটিত হোক। শুভকামনা।
৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
শায়মা বলেছেন: ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭ ০
লেখক বলেছেন: শায়মাপু, আমি আপনার বোল্ড করা কোন অংশই বোল্ড দেখতে পাচ্ছি না। এখন শেষের চিহ্নটা দেখে বুঝলাম যে, ওটা বোল্ড হবে। কাভা ভাইয়াও এই জন্য প্রতারিত হয়েছেন মনে হয়। আপনি কম্পিউটারকে ধরে একটা আছাড় দিন।
বিঃ দ্রঃ আখেনাটেন ভাইয়ের সব বোল্ড করা অংশ কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি।
২৪ নং কমেন্টের বোল্ড করা অংশ দেখো!!!!!!!!
নাহ তোমারও চমশা লাগবে!!!!!!!!!!
আর তারপরেরগুলা কপি পেস্টো !!!!!!!
সেসব বোল্ড না হলে আমার কম্পিউটারের দোষ হবে কেনো!!!!!!!
যত দোষ সামু ঘোষ!!!!!!!!!!
সামুর মডু ঘোষ!!!!!!!!!!!
সামুর নির্বাচিত পাতা ঘোষ!!!!!!!
সামুর অদায়িত্ব ঘোষ!!!!!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
তাশমিন নূর বলেছেন: সকলই মানিয়া নিলাম। হার মানা হার পরাব তোমার গলে ....
৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: ৩৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭ ০
কথাকথিকেথিকথন বলেছেন:
শায়মা, সব মিডিয়ার সৃষ্টি আমি কিছু বলি নাই । এই যে ট্যাকনিক্যাল সমস্যা, দুই তিন দিনে এমনকি সপ্তাহজুড়ে ভাল পোস্ট না আসা- এগুলা বিরোধী দল নাহ ! যুক্তিগুলো যুক্তি সঙ্গত । তাই মডারেটরকে দোষ দিয়ে লাভ নেই, উনি নিয়মের বাইরে নয়।
আরে তাই তো!!!!!!!!!!!
ঠিক ঠিক ঠিক !!!!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫
তাশমিন নূর বলেছেন: ঠিক ঠিক।
৪২| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন:
শায়মা আপুর মাধ্যমে আপনার এখানে আসলাম, ধন্যবাদটা আপুকে দিয়েন।
আপাতত আমার কোন অভিযোগ নেই আপন ব্লগের উপর। ধন্যবাদ ব্লগবাসীকে।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩
তাশমিন নূর বলেছেন: বেশ।
৪৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬
রাফা বলেছেন: আপনারা না লিখলে আলোচিত পোষ্ট আসবে কি করে।কবিতা আর গল্প ছাড়া অন্যান্য বিভাগে তেমন কোন উল্লেখ যোগ্য পোষ্টই আমি দেখিনা।আমি বলিনা কবিতা বা গল্প লেখা যাবেনা ,অবশ্যই যাবে।কিন্তু এমন পোষ্টও`তো থাকতে হবে যা নিয়ে আলোচনাথোতে পারে।সম সাময়িক বিষয় নিয়ে কোন উল্লেখযোগ্য পোষ্টই আমার চোখে পরেনা।
তবুও আপনার সচেতনতার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্যের যোগ্য।
ধন্যবাদ,তাশমিন নুর।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। সমস্যাটির সমাধান হয়েছে বলেও মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
করুণাধারা বলেছেন: আমিও ঠিক একই কথা ভাবছিলাম। দেখি কোন উত্তর আসে কিনা।