![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি শব্দে এক ধরনের নিঃসঙ্গতা অনুভব হয়!
কি যেন নেই, কে যেন নেই!
বারবার মনে হয় নীলখামে
কেউ একজন চিঠি দিয়েছিল আসবে বলে !
আজও বৃষ্টি হচ্ছে ,
ওপাশে কাচের জানালায় বিন্দু বিন্দু হয়ে বৃষ্টি জমছে !
এপাশে আমি জেনে গেছি ,কেউ তো ছিল না কোনোদিন!!
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
ইউনা আফরোজ বলেছেন: হাহা ! কেউ একটা খুঁজে যাওয়া বেলা অবেলায় !
আপনাকে সত্যিই অনেক ধন্যবাদ !এখানে আমি দুদিন হলো আসলাম ,আপনার উৎসাহ গুলো সত্যিই প্রেরনা দিচ্ছে !
২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
সময় আসুক বয়ে নিয়ে সমুদ্র প্রেম, সমুদ্র জল!
৩| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫২
ইউনা আফরোজ বলেছেন: অপেক্ষাতর সে সময়ের
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১
কবীর বলেছেন: আপাতত কাল্পনায় একটা ছবি এঁকে নিন,তারপরে কেউ না কেউ একদিন আসবে ....
বৃষ্টি নিয়ে কবিতা একটু আমার বেশি ভালো লাগে,
কবিতা সুন্দর হয়েছে +
শুভ কামনা রইলো ।