![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জীবনের সাথে অংকের কেমন যেন মিল,অংকের মধ্যে যোগ ,বিয়োগ ,গুন ,ভাগ উল্লেখযোগ্য !যোগ হচ্ছে অংকের মধ্যে সবচেয়ে সোজা ,তবে যারা বোকা তারাই ভুল করে !
তেমনি অনেকের জীবনব্যবস্থা অতি সহজলভ্য হওয়ার স্বত্ত্বেও তারা ভুল করে জীবনটাকে এলোমেলো করে ফেলে !
আবার কিছু জীবন বিয়োগ এর মতো ,তাদের জীবন থেকে সবকিছুই হারিয়ে যায় ,অবশিষ্ট কিছু মাত্র থাকে ,যদিও তা হারিয়ে যায় তবে বাঁচা সাধ জীবন্ত লাশে পরিনত হয় ,যেন মরে গেলেই বেঁচে যায় !
এবার গুন অংকের কথা ,নামতা না জানলে তো গুনের চেয়ে কঠিন কি আর হয় ,তেমনি জীবনের আসল উদ্দেশ্যে টাকে জানতে হবে,যদি তাই না জানি তবে কিভাবে জীবনটাকে সাজাবো ??
এবার ভাগের অংক ,এর জন্য তো যোগ ,বিয়োগ ,গুন সবটাই জানতে হবে তা না হলে ভাগশেষ মিলবে কি করে ??
তেমন জীবনটাও ,জীবনের শেষাংশে পুরো জীবনে বাঁচার তৃপ্তি পেতে চাইলে জীবনের স্বপ্ন ,উদ্দেশ্যে ,কিংবা লক্ষ্য সবকিছু জানা চাই,এবং সে অনুযায়ী এগিয়ে যাওয়া প্রয়োজন !
জীবন তো একটাই ,তাও সংক্ষিপ্ত !জীবন কিছুই যতক্ষণ না আপনার বাঁচাটা সার্থক হয়ে উঠবে !
তাই এই অল্প পরিসরে অনেক কিছু করতে হবে ,যাতে আপনার বাঁচাটুকু অর্থবহ হয়ে উঠে !
কেননা জীবন একটা ,সুযোগ ও একবারই !
পরিশেষে প্রিয় পাঠক আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আপনি আপনার জীবনটাকে কিসের মতো দেখেন?
যোগ ?
বিয়োগ?
গুন ?
ভাগ ?
২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৬
ইউনা আফরোজ বলেছেন: পরিশেষে একটা প্রশ্ন করেছিলাম প্রিয় পাঠক ,উত্তর মেলে নি !
যাইহোক ,অনেক ধন্যবাদ
৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৫
কবীর বলেছেন: সারা জীবন যোগ ,বিয়োগ,গুন,ভাগ করতে করতে অতঃপর দেখি আমি নিজে শূন্য !!
আমি আমার নিজের কথা বলে গেলাম !!
৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫১
ইউনা আফরোজ বলেছেন: জীবন এখনও শেষ হয়নি তো ..শেষ হওয়া অবধি শূন্য নির্নয় করার কঠিন!
ধন্যবাদ প্রশ্নের উত্তরের জন্য
৫| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২
ঋতো আহমেদ বলেছেন: MCQ এ আর একটি option থাকলে ভালো হতো.. ঙ) উপরের কোনটিই নয়
০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
ইউনা আফরোজ বলেছেন: হাহা....চারটির বেশি অপশন দেওয়া যায় না
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২
ঋতো আহমেদ বলেছেন: বাহ্ খুব সুন্দর লিখেছেন ত