![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপকথা গুলো আরও চুপ হয়ে যায়
পেন্সিলের অস্পষ্ট পুরোনো লেখার মতোই ....!
সন্ধ্যে রাত্তিতে লেখা কবিতায়
কিছু পুরোনো স্মৃতির ভীড় জমানো ,
হৃদয়ের সমস্ত জায়গা জুড়ে !
অতঃপর রাত বেড়ে যায়
স্মৃতি গুলো আরও গভীরভাবে অস্পষ্ট হয়ে উঠে !
২| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫
ইউনা আফরোজ বলেছেন: বাহ ,ভালো লাগলো কবিতাটা !ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
গোফরান চবি বলেছেন: নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।