![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন:
জনৈক ব্যক্তির বিবাহের কথাবার্তা চলছিল। অতপর পাত্রী দেখতে গিয়ে কথা প্রসঙ্গে মেয়েকে বলে ফেলে যে, বিয়ের পর আমার কথা (হুকুম) না শুনলে তালাক। এখন তার জানার বিষয় হল, সত্যিই কি তার সঙ্গে বিয়ের পর যদি কখনো ইচ্ছায়-অনিচ্ছায় বা ভুলে তার হুকুম না মানে তাহলে তালাক পতিত হয়ে যাবে? যদি হয় তাহলে কয় তালাক পতিত হবে এবং সে অবস্থায় করণীয় কী?
উত্তর:
প্রশ্নের বর্ণনা অনুযায়ী মেয়েটি যদি বিয়ের পর কখনো স্বামীর কথা অমান্য করে তবুও ঐ কথার কারণে কোনো তালাক পতিত হবে না।
উল্লেখ্য যে, এ ধরনের কথাবার্তা বলা অন্যায় এবং অনেক ক্ষেত্রে তা বিবাহ নষ্ট হওয়ার কারণও হয়ে যায়। তাই এরূপ বলা থেকে বিরত থাকতে হবে।
সূত্র -আলবাহরুর রায়েক ৪/৮; আলমওসূআতুল ফিকহিয়্যাহ ২৯/২০; হীলায়ে নাজেযা ২০; আদ্দুররুল মুখতার ৩/৩৪৪আল-কাউছার
২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১২
আমিনুর রহমান বলেছেন:
হেডস্যার বলেছেন:
এইরকম একটা কথা বলার পরে ও ঐ মেয়ে কিভাবে পাত্রকে কষে থাপ্পড় মারার বদলে বিয়ে করে?
আমি ও তাই ভাবছি !
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০
হেডস্যার বলেছেন:
এইরকম একটা কথা বলার পরে ও ঐ মেয়ে কিভাবে পাত্রকে কষে থাপ্পড় মারার বদলে বিয়ে করে?
বিয়ের পরে আমি অন্যায়টা বললে ও বউয়ের শুনতে হবে?