![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মক্কা-মদিনা যেয়ারাত করতে মন চায় না ,
এমন কোন সহিহ মুসলিম পাওয়া যাবে না ।
********************************
কয়েকদিন আগে, কিতাব বিভাগে পড়াকালীন
আমাদের উপর জামাতের
বড় ভাই Taqi Hasan উমরা করে এসেছেন ।
**********************************
আমাদের নিচের জামাতের সাথী ভাই Aqib Munir
সেও উমরায় করতে চলে গেল এখন আসছে কিনা জানি না ।
***********************************
তারপর গত বুধবার আমার হিফজ বিভাগে
পড়াকালীন সাথী ভাই Allahor Golam আব্দুল্লাহ ,
ও তার পুরা ফ্যামেলী এখন উমরার সফরে আছে ।
***********************************
আগামী ১৪ মে আমাদের পরিচিত عبدالله محمود
সে ও তার পুরা ফ্যামেলী উমরার সফরে যাবে ।
***********************************
আজকে যখন আম্মুর সাথে মোবাইলে কথা বললাম ,
তখন আম্মু উম্মে নাঈম আমাকে বললেন ,
কবে যে উমরার সফরে যাব !
আম্মু -আব্বু তারা ২০০১ হজ্জ করে এসেছেন ।
আর মেঝ ভাইয়া ২০১২ তে হজ্জ করে এসেছেন ।
এখন আমার মন-দেহ এই দেশে থাকতে মন চাচ্ছে না ।
তাই এই অংশটুকু খুবই মুখে চলে আসে ।
"আমার থাকত যদি ডানা,
ঊড়ে যেতাম ঐ সোনার মদিনায় "
হে আল্লাহ ! আমরা পাঁচ ভাই ও আম্মু-আব্বু সবাইকে ,
তোমার ঘর ও নবীর রাওযা যিয়ারাত করার তাওফিক দাও ।
তাসনীম হাসান
০৬/০৫/২০১৪
ঢাকা-১০০০ । ফেসবুকে এই লেখাটি এই লিঙ্কে
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৮
মরণের আগে বলেছেন: ভাই আমার একটা ঘটনা বলি ২০১১/২০১০হবে হয়ত, ইজতামার সময় আমি পাহারার জামাতে ছিলাম , আমাদের নামাজ মুল জামাতের আগেই হয় ,তো একবার জুমার নামাজে এর পর (মূল জামাতের আগে) আমির সাহেব বললেন কিছু সাথি লাগবে জিনারা ইমাম সাহেবকে ঘিরে দারাবে , বললেন কে কে রাজি আছেন , বেশীরভাগ সাথী দারিয়ে গেলেন এখন আমির সাহেব বললেন না না এত লোক হলে সমস্যা হবে , আচ্ছা যারা যারা হজ করেছেন তারা শুধু দারান এখন দেখা গেলো ৫০/৬০ জন দারিয়েছেন তাদের কে পাঠান হল এতে আমি কস্ট পেলাম মনে মনে আল্লাহর কাছে বললাম আল্লাহ আজকে যদি আমি হজ করতাম , তারপর বাসায় আসার পর আম্মা বল্লো বাবা তোর পাসপোর্ট টা দাও আমরা হজে যাব আমার মহ্রুম হিসাবে তুমি যাবা আলহামদুলিল্লাহ ২০১২ তে হজ্জে আল্লাহ আমাকে কবুল করেছেন । তাই ভাই আল্লাহর কাছে খালেছ দিলে চাইলে আল্লাহ দেন আমি প্রমান পেয়েছি । ভাল থাকবেন