![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ থেকে রিক্সায়
করে সদরঘাটে আসলাম ৷
কোন জ্যাম দেখলাম না ৷
এক মিনিটের জন্যও কোন জায়গায়
থামতে হয়নি ৷
ঢাকার মানুষ শবেবারাতের
প্রস্তুতিমূলক ঘুমে ব্যাস্ত ৷
সারারাত ইবাদাত -
বন্দিগীতে অতিবাহিত করবেন তাই
৷
ফরয হুকুমের নাই খবর , নফলের
ব্যাপক প্রস্তুতি !!!
আর কী !!!!
*************************************************
হাইকোর্ট মাজার ও গোলাপশাহ
মাজারে চলছে শবেবারাতের
ব্যাবসার ব্যাপক প্রস্তুতি ৷
হাজার - হাজার ধার্মিক
মুসল্লিগন না বুঝে দান করবেন
আজকে লাখ - লাখ টাকা ৷
যা , মাজারে শায়িত ব্যাক্তির
কোন উপকারে আসবে না ৷
আর তারা এই টাকা গ্রহণও
করতে পারবেন না ৷
তাহলে এতো টাকা যায় কোথায়???
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯
এন ইউ এমিল বলেছেন: এদের কে বোঝাবে?