![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরীব থেকে ধনী আর ধনী থেকে গরীব হওয়া সবই সৃষ্টিকর্তার ইশারা কিন্ত অনেকেই বুঝেনা।যেমন জমিন কেটে খাল করা আবার খাল ভরাট করে বিশাল বিশাল অট্রলিকা বা জমিন করা এসব মানুষের কাজ।যে আজ গরিব সে কাল যে বড় লোক হবে না এমন কথা বলা যাবেনা তেমন যে আজ রাজা বাদশা সে যে কাল ফকিরসন্নাসী হবে সেটাও ভাবা যাবেনা ।
সৃষ্টি কর্তা সকলকেই সুখী রাখতে চায় তবে মানুষ যার যার কর্ম ফলে তাদের সুখকে হারায় দুঃখকে করে জয়।দুইদিনের এই দুনিয়ায় সবই সৃষ্টিকর্তার পরীক্ষার আসর।সব কিছুর উদ্ধে মানুষ মরণশীল একটি জীব এটাই সত্য কথা।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ঠ্যঠা মফিজ বলেছেন: সেটাতো অবশ্যয় । কিন্তু সেটা অনেকেই মানতে নারাজ ।ওই যে আজ যে সময়ের হাত ধরে সুখী সেই আগামী কাল বড় হতভাগা বড় দুখী।
২| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
সব কিছুর উর্দ্ধে মানুষ মরণশীল, এটাই সত্য কথা।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ সৃষ্টি কর্তা সকলকেই সুখী রাখতে চায় তবে মানুষ যার যার কর্ম ফলে তাদের সুখকে হারায়
. সুখ আসলে কী???
আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারোকাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়......(উইলিয়াম শেক্সপিয়র)
কথাটা কি সবসময় ঠিক?
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ঠ্যঠা মফিজ বলেছেন: সুখ এমন কিছু যাকে কখনো ছোঁয়া বা ধরা যায়না তবে অনূভব করা যায় । কারো কাছে কিছু প্রত্যাশা করাতাও ঠিক না। সব
প্রত্যাশা পুরণ হবার মত নাও হতে পারে।
৪| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবুরে মেওয়া ফলে...
ধৈর্য্যশীলদের আল্লাহ পছন্দ করে...
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০২
ঠ্যঠা মফিজ বলেছেন: সহমত।
৫| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আমি আল্লাহকে বলি আল্লাহ আমাকে ধনী করে দাও। ধনী করে দাও।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০২
ঠ্যঠা মফিজ বলেছেন: ধৈর্য ধরুন একদিন হবেন । এই দুনিয়াতে অর্থে ধনী না হয়ে পরজনমে দিন কিভাবে ভালো কাঁটবে তা ভাবুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলা ভাষায় “ঈহুদী নাসারা” তারাও মহিমা থেকে বঞ্চিত নয় বরং বেশীই পাচ্ছে !!!