![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কয়েকদিন থেকেই লক্ষ করছি লোকটার কথাবার্তা বেশি সুবিদার মনে হচ্ছে না ।হঠাৎ কেন যেন আমার মনে হচ্ছে লোকটারে
আমড়া গাছের ভূত পেত্নীতে পেয়েছে । হ্যা অবশ্য এসব ঘটনা হঠাৎই ঘটে । যে কোনো সময় কোনো সুন্দর লাবণ্যময় সুগঠামি স্বাস্থ্য
চেহারাও আলা মানুষ হোক সে পুরুষ হোক সে নারী যদি ভূত পেত্নী বা জ্বিন পরীদের সামনে পরে যায় তাহলে তার আর রক্ষে নেই।
তাকে ধরেই ছাড়বে ।শুনেছি কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে তাকে মানে সেই মানুষটাকে বিমান ছাড়াই আকাশে উড়িয়ে
নিয়েও যেতে পারে।যাই হোক ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই কে নিয়ে বেশ চিন্তে হচ্ছে ।
অনেক সময় শুনেছি টেটুল গাছের ভূত থাকে সেগুলোও খুব ভয়ংকর হয় বলে। আল্লাহু মালুম নাকি তাকে টেটুল গাছের ভূতেই
আসর করছে। যাইহোক মুশকিল হলে আসানও আছে । কোনো চিন্তা নাই।
ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই ঘাবড়াবেনা কোনো ভয় পাবেন না আমি আসছি তন্ত্র মন্ত্র পড়ে ভূত ছাড়ানোর
জন্য। FUN POST
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: হাহাহা !
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় মফিজভাই,
মজার পোস্ট হিসাবে মজা পেলাম। তবে আমার ব্যক্তিগত অভিমত উনি একজন প্রাজ্ঞ মানুষ । উনি বিষয়টি যদি মজার দৃষ্টিতে নেন তাহলে আরও আনন্দিত হবো।
আপনাদের দুজনকে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরি ভাই শুভেচ্ছা এবং শুভ কামনা থাকল।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
আশাবাদী অধম বলেছেন:
এই লেখাটির সম্মানি বাবদ সামহোয়্যারইন ব্লগের মডুর পক্ষ থেকে আমি আপনাকে হাদিয়া দিলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: বুঝতে পারছিনা ভাই, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের আমড়া গাছের ভূতটা কি টেটুল গাছ পাড়ি দিয়ে এখন আবার
আপনার উপরে ভর করলো নাকি ?
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ মজা করলেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
ঠ্যঠা মফিজ বলেছেন: মাইদুল ভাই আজ মরলে কাল দুইদিন । হাসি আনন্দই একজন মানুষকে অন্য আরেকটা মানুষের কাছে চির অমর করে রাখে।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
কথার ফুলঝুরি! বলেছেন: আমড়া আমার খুব পছন্দ তেতুল খুব টক
ভাইয়াকে শুকনা মরিচ পুড়িয়ে খাইয়ে দেই
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন:
বাসার ছাদে টপের ভিতরে কিছু আমরা গাছের চারা লাগাতে পারেন।
টেটুল থেকে সাবধান।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমড়া গাছের ভূত পেত্নীতে পেয়েছে । হ্যা অবশ্য এসব ঘটনা হঠাৎই ঘটে । যে কোনো সময় কোনো সুন্দর লাবণ্যময় সুগঠামি স্বাস্থ্য চেহারাও আলা মানুষ হোক সে পুরুষ হোক সে নারী যদি ভূত পেত্নী বা জ্বিন পরীদের সামনে পরে যায় তাহলে তার আর রক্ষে নেই।
ভাই তেতুঁল গাছের ভূত কিনা তাহলে আমার কাছে ওঝাঁ আসে
পাঠায়া দিমু ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
ঠ্যঠা মফিজ বলেছেন: দাঁড়ান খবর নিয়ে দেখি।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সোনা ভাই ইদানিং ফাস্ট স্পিডে চলছেন।
কি পোস্ট! কি মন্তব্য! সব খানেই উনি হিরো....
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: বলেন কি ভাই তা ভাবী কি এই সুসংবাদটা জানেন ?
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
এ.এস বাশার বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের পক্ষ থেকে.....
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই আমড়া গাছ থাইকা......
কিডা মফিজ নি, কি পোস্ট দিছোস এইডা, মোরে লইয়া মসকরা করস,,,,
ঘাড়ডা মটকাইয়া দিমু.....
আয়েজ উদ্দিন কষ্টে আছে আর কতবার কমু....
ভুতে ধরছে তো তাই কথার সাইজ পাল্টাইয়া গেছে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের
ফান মন্তব্য...বেয়াদবি হলে নিজ গুনে ক্ষমা করবেন....
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন:
তন্ত্রমন্ত্র আর পেটানোর উপরে ঔষুধ নাই । ভূত মুহুর্তেই গাড় ছেরে পালাবে।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ বুবু।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: তাকে ভূতে ধরে নাই। ভূতে ধরেছে আপনাকে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: আরে আমার গাড়ের উপর একটা ঝুলছে আজ ১৫বছর থেকে ।আর এইটা আমারে মৃত্যুর আগ পযন্ত আর ছাড়বে না।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
ইব্রাহীম আই কে বলেছেন: আমি তো সিরিয়াস হয়ে গেছিলাম
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
ঠ্যঠা মফিজ বলেছেন: এখানে সিরিয়াস হওয়ার মত কিছু নাই।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
কাবিল বলেছেন: সোনা ভাইয়ের জন্য পানি পরা নিয়ে আসলাম। সোনা ভাই কই???
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ঠ্যঠা মফিজ বলেছেন: কই আর হয়ত পোস্ট দেখার পর বৈদ্যওঝাদের হাতে ধরা খাওয়ার ভয়ে পালিয়েছে
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট কেমন জানি ফানি টানি মনে হয়নি
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: যাক বোঝা যাচ্ছে আমাদের চাঁদগাজী ভাইয়ের অভিমান ভাঙ্গছে ।এখন আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা কি ?
আশা করি চোখের সমস্যাও কিছুটা দূর হয়েছে ।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আগে ফারিহান ভাইয়ের কমেন্ট পড়বো তারপর কমেন্ট করবো ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ঠ্যঠা মফিজ বলেছেন: সেলিম ভাই সাবধানে থাইকেন পোস্ট দেইখা শেষমেস রাগনিত হইয়া তার গাড়েরটা আমাগো গাড়ের উপরে আবার চালান কইরা দিতে পারে
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সাইন বোর্ড বলেছেন: কেন জানি অায়োজনটা অামার কাছে তেমন রসাত্তক মনে হলো না ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: পরে আবার দেখবো ।
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: -লোকটা বড়োই ঠ্যাডা।
- ক্যাডা ক্যাডা ক্যাডা?
- ক্যাডা আবার, ঠ্যাডা মফিজ ব্যাডা
রিল্যাক্স
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই আসতে কোনো অসুবিদে হয়নিতো পথে ।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০
ব্লগ মাস্টার বলেছেন: ও এইদা ফান পোস্ট ।
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: মজা পেলাম।
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেন ভাই! একজন প্রিয় ব্লগার সম্পর্কে আপনার হঠাৎ এমন চিন্তাভাবনার উদয় হলো বুঝতে পারছিনা! ভাইকে তো ভালোই মনে হচ্ছে, সুন্দর সুন্দর কবিতা ছড়া আর গল্পে গল্পে ভালোই তো সময় পার করছেন, কেন ভূতের কথা মনে পড়লো আপনার? পোষ্টে তো সেরকম কোন কারণের কথা উল্লেখ্য নাই!!
যা হোক ভূকে ধরলে তো এর প্রতিকার দরকার জরুরিভাবে।
শুভকামনা রইল
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভুতনীর ছবিটা ভাল্লাগছে।
সামুর ভুত @ সে ঞ্জিস্রা
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৪
সূচরিতা সেন বলেছেন: বাহ! বেশ মজার লেখাতো।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৫
চাঙ্কু বলেছেন:
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরে আমার গাড়ের উপর একটা ঝুলছে আজ ১৫বছর থেকে ।আর এইটা আমারে মৃত্যুর আগ পযন্ত আর ছাড়বে না।
আপনার গাড়ে যে ভূত সেটা ক্ষতিকর না।
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
মোঃ খুরশীদ আলম বলেছেন: চিকিৎসার শুরুতে পোড়া মরিচ কিন্তু লাগবে , সেটা জানেন তো!
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভাই- কানে মূখে কই- আপনার পিএস কইল- পুষ্টের পর নাকি রোগীর লাইন ধরছে আপনার চেম্বারে
হা হা হা
যাক ডিজিটাল পুলাইপাইনরে ডিজিটালী ভূথের বয় দেখানোর পলিসি দারুন কাজে দিছে নাকি!
আমি কিন্তু দুদকেও যামুনা! ইনকাম ট্যাক্সেরেও কমুনা।
আপনি খালি অধমের দিকে খেয়াল রাইখেন!
আর ভুলেও ভূত চালান দেয়ার ভাবনা মাথায় আইনেন না। ভূতের বংশধর হুদাই বাড়ায়া কামকি?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই কিটা কন ।আমিতো দুদকেরে ট্যাস্ক নিয়া ভয়ে ছিলাম যাক বাঁচালেন।
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিরাজ দেখাতে হবে। ঝাড় ফু দিয়ে তাবিজ গলায় বাধতে হবে
২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মাঝেমধ্যে ভূত-প্রেতে ধরা মন্দ কিছু না!
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হিহিহি
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
স্রাঞ্জি সে বলেছেন:
আহেন আহেন..... ঘাড় মটকামো
।
।।