নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

নারী রসিক কন্যা রাশি কৃপন মানুষ আমাদের চাঁদগাজী ভাই

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০


ওনার প্রোফাইল হেড লাইনে লেখা
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আসলে বাস্তবে তার চলাফেরা আর হাট বাজার ওলিগলি ঢালে বন বাগানে নারীদের সাথে চুলছেড়া ঝগরা
করার কথা শুনেই বোঝা যায় তিনি কতটা নারী প্রীতি। ইতি মধ্যে আরেকটা বিশেষ গভেষনায় বেরিয়ে আসছে
তার রাশিচক্রের কথা। এরই মাঝে আমরা বিশেষ একটা গোয়েন্দা টিমের মাঝে জানতে পারি আমাদের সামু প্রীতি
এবং সামুর নিবেদিত প্রাণ ব্লগার আমাদের চাঁদগাজী ভাই একজন কণ্যা রাশি নারী রসিক লোক ।আর সে জন্যই
কথায় কথায় তার সাথে নারীদেরই যেমন ঝগড়া লাগে তেমন আবার সেতুবন্ধনও হচ্ছে। :`>
শুধু কি তাই এমনও শোনা যাচ্ছে তিনি নাকি নারীদে নিজের পকেটের টাকা দিয়ে কিসব ওইযে শ্যাম্পেন মিসপেনও
নাকি কিনে ডেলিভারী দিচ্ছেন নারীদের জন্মদিনে ।নারী প্রিয় হতে পারে এক মাত্র কণ্যা রাশি পুরুষই।
তবে তার একটা স্বভাব খারাপ উনি পুরুষ লোকদের খাওয়ানো বা পুরুষ লোকদের পিঁছনে খরচের বেলায় খুবই হার কিপ্তে।
কন্যা রাশি তথ্যসূত্রঃ সামুর আরেক প্রিয় ব্লগার থাক নাম বলা যাবেনা নাম বললে আমার চাকুরি নাও থাকতে পারে। |-)

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা রাশি যানি কেমনে পরিমাপ করে।মানে নির্ধারণ করে কেমনে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার হাতে তালু ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । তার পর রেখাগুলো গুনুন। =p~

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তাহার কামনা করি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: সোনা ভাই সেইটা কিন্ত ক্লিয়ার হলো না পোস্টের উপর হস্থক্ষেপ কামনা নাকি চাঁদগাজী ভাইকে এইখানে কামনা করেন ?
আপনার মনের কামনা আর বসনা দুটই পূরণ হওয়া তৌফিক আল্লাহু দেয় যেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: এমন ও তো হতে পারে বাস্তবে নারীর দেখা পায়না বলেই ব্লগে এসে নারী ভাবনা নিয়ে লিখে নারীদেরকে আকৃষ্ট করতে চায় ;) :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: না ভাই ইবরাহীম ওভাবে বলবেন না।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: থাক লাগবো না। আমি রাশির ফল চাইনা। ভয় পাইছি আপনার কথা শুনে।।।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক আছে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

আমাদের আরেক কন্যারাশি মল্ডল্পু।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: :P

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা কোন পোস্ট হলো??

আপনি কি আমাদের মত পিগমী, মগজহীন প্রশ্নফাঁসের জেনারেশন??.:P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: নতুন নতুন ভার্সন বলে কথা।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

বাকপ্রবাস বলেছেন: একেবারে ঠ্যাঠা পোষ্ট =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: এইটা সত্য কথা। =p~

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

হাসান রাজু বলেছেন:

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: =p~

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিলিপুটিয়ান মস্তিস্কের উর্বর রসায়ণ,
থাকতে দেন না তারে নারী নিয়া
সেফুদার ডিজিটাল সংস্করণ
মদ খাও্ আর......................................

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: কি বলেন নূর ভাই :P

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট আমার ভালো লাগে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: কেন আপনার নামে পোস্ট দিলে ভালো লাগত ভাই রাজীব নুর।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


যাক, অবশেষে পুরানো রাজপ্রাসাদ, ভাংগা ইমারত, প্রাচীন শহর, রাজারাণীর এলাকা ছেড়ে ব্লগে ফান খুঁজে পেয়েছেন, এটাই বড় কথা; আজকে চাঁদগাজী নিয়ে কিছুটা ফান হলো; কালকে হবে, সনেট কবি, নুরু সাহেবকে (ফুলেল শুভেচ্ছা) নিয়ে; ভালো হলো!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: সত্যি বলতে চাঁদগাজী ভাই আপনাদের উৎসাহ দানে ব্লগীং এর বেশ আরাম আনন্দময় মুহুর্ত মনে হচ্ছে ।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ঢাবিয়ান বলেছেন: কথা সইত্য । উনার সমস্ত পোস্ট এক মহিলার গুনগান এবং আরেক মহিলার বদনাম গাওতেই মুলত সীমাবদ্ধ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার ওস্তাদকে নিয়ে আপনি বেশ ঘনঘন ফান পোস্ট দেন ভালো। :)

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৫

মামুন ইসলাম বলেছেন: এটা আপনার চমৎকার একটা উদ্ধেগ বলতে পারেন।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৫

চাডেরনুর বলেছেন: আমি আংকেল মদ খান কিনা জিগাইলেই আংকে ল চিমশা মাইরা যায় :#)

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: এরকম ব্যাক্তি আক্রমন যুক্ত পোস্টে তীব্র প্রতিবাদ। কোনো প্রমান ব্যাতিরেকে একজন সম্মানিত ব্লগার এবং বয়োজ্যেষ্ঠ ব্যাকেতিগত আক্রমন কোনো মতেই শালীন নয়। পোস্ট রিপোর্টেড।

যদি চাদগাজীর কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে কেস করুন। কে কি বললো তা নিয়ে পোস্ট লেখা হীন মন মানসিকতা ছাড়া কিছুই নয়। সহব্লগারের এমন মানহানির ব্যাপারে তীব্র নিন্দা।

সবাই মিলে প্লিজ পোস্টটি রিপোর্ট করুন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার ভিতরে এই জ্ঞানটুকো নাই আসলে কোনটা ফান বা রশিকতার পোস্ট । আপনি নিজেই রিপোট প্রাপ্ত একজন ব্লগার অথচ
অন্যের নামে রিপোট করতে ব্যস্ত হয়ে উঠেছেন। :(

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নারীদের পছন্দের পাত্র হওয়াও বিরাট গুণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.