![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মগত ভাবে যারা চোখে না দেখেন তাদেরও অন্ধ বলে আর যারা কোনো দূর ঘটনার কবলে চোখের দৃষ্টি হারান তাদেরও অন্ধই বলে ।
তবে সমস্যা হল যারা জন্মগত ভাবে অন্ধ দৃষ্টিহীন তারা মনে হয় কানেও কম শুনেন বা শুনেন না।আর অন্ধ কানাদের যতই আপনি ভালো
রাস্তা দেখাননা কেন বা খারাপ তাদের কোনো বোঝ শক্তি নেই কোনটা ভালা আর কোনটা খারাপ।
সব থেকে মজার বিষয় হল আপনি যদি তার সামনে এক পাশে একটা কালো পেত্নী এনে রাখেন আর আরেক পাশে একজন বিশ্ব সুন্দরি এনে রাখেন সে কিন্ত বুঝবেনা কে সুন্দর কে পেত্নী । তেমনি পৃথিবীতে এমন কিছু অন্ধ কানা আছে যারা এক চোখে দেখতে পারেন আরেক
চোখে নয় আচ্ছা তাদের কি নাম দিবো আমি কোনো ভাষা বা বাক্য খুঁজে পেলাম না আপনাদের কারো জানা থাকলে আমারে জানাবেন।
আমাদের আশেপাশে কিছু লোক আছেন এবং সর্বক্ষণ থাকবেন এমনো হতে পারে ৮০ হাত মাটির নিচে গেলেও তাদের দেখা মিলতে পারে। এরা শুধু শুধু মিথ্যেটাকে সত্যে আর সত্যটাকে মিথ্যে করার বৃথা চেষ্টা চালাবে । শাক দিয়ে মাছ ঢাকার মত অবস্থা।
আমি সব সময় তেমন মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি পারলে আপনেরাও দূরে সরে থাকতে চেষ্টা করবেন। কথায় আছে
অন্ধ কানা আর বোবাদের কোনো শ্রত্রু নাই ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের মূল বিষয় কি?
দুষ্টলোক দিয়ে দেশ ভরে গেছে?
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: কিছু বুঝলাম না ভাই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
হাবিব বলেছেন: ঠিক তাই কি??
অন্ধের ও দোষ আছে, তবে পাপ কম