![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানেই থামুন
এই আস্তে রাস্তা দিন মানে সাইড দিন।
আস্তে এখানে সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ।
মটরযান চলাচল নিষেধ।
এগুলো সব হল আমাদের দেশের পরিভনের জাতীয় সংকেট।আরো আছে একটু নিছে যেতে হবে ।
তাহলে চৌন দেখে নিই আরো কি কি আছে ।
এইদিক দিয়ে ট্রাক চলাচল নিষেধ ।
এখান দিয়ে ঠেলাগাড়ি চলাচল নিষেধ ।
এখান দিয়ে পশুযান চলাচল নিষেধ ।
এখান দিয়ে সাধারন পথচারীদের চলাচল নিষেধ ।
রিকশা চলাচল নিষেধ ।
এদিক দিয়ে সাইকেল চলাচল নিষেধ ।
এদিক দিয়ে ট্রাকটর চলাচল নিষেধ ।
তথ্যসূত্রঃ
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ওই যে ভাই আমাদের দায়িত্ব নামের বস্তুটি অবহেলিত লালন পালন।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০
পবিত্র হোসাইন বলেছেন: ভাই , আমাদের এক ভাইয়ের কাছে ট্রাক্টর আছে , নিষেধ হইলে কেমনে চালাবে ?
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন: সেই কথা আর বইলেন না ভাই বললে আমার বদলে হয়ত রাজীব নুর সাহেবের চাকুরি নিয়ে টাণাহেচরা লাগবে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
মাহমুদুর রহমান বলেছেন: বাঙ্গালী এসব মানে না।
ওস্তাদ বামে ফাঁকা আছে,ভইরা দেন।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
ঠ্যঠা মফিজ বলেছেন: দামী দামী প্রাইভেটকার হয়ে যায় প্লাস্টিক।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
ঢাকার লোক বলেছেন: দ্বিতীয় সাইনটাকে ইংরেজিতে 'ইল্ড" সাইন বলে, একই দিকে যাওয়ার দুটো রাস্তা যখন মার্জ করে, বা এসে মিলে, তখন এক রাস্তার গাড়িকে প্রয়োজনে থেমে বা গতি কমিয়ে অপর রাস্তার গাড়িকে যেতে দিতে হয়, এ অবস্থায় যে রাস্তার গাড়িকে থামতে বা গতি কমাতে হবে সেই রাস্তায় এই ইল্ড সাইন ব্যবহার করা হয়!
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫
ফয়সাল রকি বলেছেন: লিংকে তো অনেক গুলো সংকেত আছে, বেশির ভাগই কখনো দেখি নাই।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪
ঠ্যঠা মফিজ বলেছেন: সব এক সাথে হয়তো ব্যবহার হয়না সে জন্য ।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
সূচরিতা সেন বলেছেন: জানলাম ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ দিদি ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: আরে এই চিনহ গুলো উঠিয়ে নিয়ে যায় টোকাইরা।