![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় কুয়াকাটার সমুদ্রের তীর ঘেঁষে হাঁটার , দৌড়ানোর আর ফুটবল খেলার দিনগুলোর মতো স্বাধীন একটা সময় আর পট চাই আমি... দিনগুলো অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে...কট্টর রাজনিতিক আর ধর্মান্ধ কিছু মানুষের অতিতৈলমর্দনকারীদের ভিড়ে প্রগতিবাদী, সাম্যবাদী লোকগুলো মুখ থুবড়ে পড়ছে আজ... যদি খানিকটা মুক্তি দিতে পারতাম সহজ সাধারণ মুখগুলোকে এসব ঝামেলা থেকে...
সহস্র পসরা ব্যথার বৃষ্টি ছুঁয়ে গেল অরণ্যে যেন
অদম্য আহাজারিতে ডুকরে উঠেছিল আধারচেড়া কান্না
উদ্বাস্তু সব জলরাশি আর জাহাজের মাস্তুল !
অসহায় ছিল প্রকৃতি,আমার চেতনা নতজানু তোমার ঘুমন্ত শরীরে ।
বেহিসেবি ছিল মদের নেশা , আর নগ্ন অনুভূতি
অবচেতন প্রতিটা কামনা ছিল কেবল তোমাকে ছুঁয়ে দেখার
চাঁদকে দেওয়া প্রতিশ্রুতি - আদরে তোমার ছিঁড়ে ফেলতাম সবটুকু লজ্জা ;
তীক্ষ্ণ ধনুতে ছেদ হয়ে যেত তোমার শুভ্রতা ,
ঝিরিঝিরি শীতের বাতাসও লজ্জায় বুনে যেত চাদর ;
অভয়ে কাঁপা কুয়াশারা
জমিয়ে ফেলত জলরঙা কিছু শিশির !
ধরিত্রীর সব দেবতারা হয়তো রাঙ্গাত চোখ
ঈর্ষায় কতবার মানব হতে চেয়েছে , বোকাদের দল !
শত বিনিদ্রযাপনেও এখানে নামে নি ভালোবাসা ,
সুখের আদ্রতা , সে যে চাঁদের জোয়ার !
আজ বহুদিন পরে উষ্ণতা ছোঁব শীতল নোংরা হাতে
শিশিরভেজা জোছনার আড়ালে করবো অনেক আদর ।
হঠাৎ আধোঘুম থেকে জেগে ওঠে ঈশ্বর
অঝোরে দেখি কেঁদে ফেলে সব ভয়ের মূর্ছনায়
লোনা স্রোত সরব নীল বেদনায়
কি ভয়াল ভয়ঙ্কর !
চোখজুড়ে প্রপাত ;
ব্যথিত গ্লানি অথবা শ্লেষ হতে সে নয়
কখনও কি আমি ছিলাম তোমার আদতে কোথাও ?
নাকি একাই চোখে সুখ বুনেছি ,
বেহিসেবি নেশার ঘরে
বধির মাদকতায় !
ছোঁব না আর অগোচরে কভু
ভাবনারা যাই ভাবুক ,
প্রত্যয় শুধু দুচোখে দেখার
নিভৃতে তমিশ্রায়
বিধাতাকে বলি নাও বাসনা, ছুড়ে ফেলে দাও দূরে
রুপালী চাঁদ শুধু আজ কাঁদুক
বেহিসেবি বধির মাদকতায়
আমার তোমার স্থূল যত ব্যথায় !
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯
সাগরনিবাসি তৌফিক বলেছেন: অত্যন্ত ধন্যবাদ জানবেন ।
এবং কবিতায় থাকুন, ভালোবাসাতেও
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত প্রানবন্ত।