| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাওহীদ৭১তমাল
বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।
ঘুম বুঝি আজ
তলিয়ে গেছে আধারে
আমার মাঝে লুকিয়ে গেছে তাহারে
আমার ভেতর ঘুমায় এখন সে!
আধার কালো, লাগছে ভালো
দুঃখ আমার সব হারাল।
বুঝি তার স্বপনে দেখছে আমায়
আহারে! আহারে!
©somewhere in net ltd.