নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

সকল পোস্টঃ

তমন্তি

১৫ ই মে, ২০১৮ রাত ২:১৩

তোমাকে না জানলে কিছু জানাই হত না
এই শহরের ইট পাথরের দেয়ালে
এখনো কিছু নরম রঙিন আভা
কড়া নারে আধারে।
এখনো কিছু ভুল হয় সচেতনে
তার দায় বয়ে নিতে
এখনো কারো ভাল লাগে।
জানা হত না...

মন্তব্য২ টি রেটিং+০

ভালদের গল্প ---

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৫

রাত জাগা মন ভাল
চোখে চোখ ক্ষন ভাল
মেঘ মেঘ দিন ভাল
আকাশের নীল ভাল
দক্ষিণ জানালা ভাল
সুনীলের কবিতা ভাল
বারান্দায় একা ভাল
দূর হতে দেখা ভাল
শরতের আকাশ ভাল
হেমন্তের বিকেল ভাল
জ্যোসনার রাত ভাল
পূর্ণিমার চাদ ভাল
বর্ষার জল...

মন্তব্য১৪ টি রেটিং+০

নতুনের জন্যে

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬

আমার কাছে অন্তত
নতুন বলে আর নতুন কিছুই নেই,
সবই পুরোনোর বিচরণ
পুরনো কথা,স্মৃতি আর ভাললাগার অবহেলায় ফিরে আসা
নতুন দু:খ নতুন প্রবঞ্চনা।
আমি যা জানি,
নতুন কিছু হল নতুন এক রূপ
নতুন মুখ, নতুন নাম
কিন্তু ভেতরটা...

মন্তব্য৪ টি রেটিং+০

ভালবাসার আরেক নাম শয়তানি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

আজ মাথা ভরা শয়তানি
ঘিচ ঘিচ করে
উরা উরি করে
ছুটা ছুটি করে।
পাখির ডানায় ভর করে শয়তানি
মাকরের জাল বুনে।
ফুলে ফুলে বিষ ছড়ায় শয়তানি
হাজার হাজার মনে।
ভালবাসা ভালবাসা
করিস না হয়রানি
ভালবাসা ভালবাসার
আরেক নাম শয়তানি।

মন্তব্য১৬ টি রেটিং+২

ধুতরা

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

তোমার উঠোনে ২শতাংশ জমি কিনব ভেবেছি,
ধুতরা ফুলের বাগান করব বলে।
চাদের আলোয় বিমর্ষ আত্মা দেখেছ?
ক্ষত বিক্ষত,
শেষ বিকেলের স্বপ্নের মত,
পেছন ফেরা আশার মত।

১০১ টা অভিযোগ নিলামে তুলবো ভেবেছি,
শর্তহীন বিকিয়ে দিব।
দ্বারকাক...

মন্তব্য২ টি রেটিং+০

আলো এসেছিল

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

একদিন এক আলো এসেছিল এই শহরে
এদিক সেদিক ঘুরে ফিরে সে আলো পথ হারায়
রাস্তায় রাস্তায় ঘুরে বেরায় সে আলো
সেই ভ্রান্ত আলো কারো ঘরে ঢুকতে চেয়েছিল
কারো জানালায় উকি দিতে চেয়েছিল
কিন্তু কি উপায়?...

মন্তব্য৪ টি রেটিং+০

কুরবানি হয়ে গেছে আমার বিবেক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১

প্রিয় কুরবানির পশুটার ৪৭ টা ছবি তুলেছি। এর মাঝে ৩০ টা সেলফি, ২ টা ছবিতে আমার হাতে গরুটার দরি ছিল,৫ টা ছবিতে কাছে থেকে সমস্ত দেহ ধারন করেছি যাতে...

মন্তব্য১ টি রেটিং+০

শহুরে সন্ধ্যা

১৭ ই মে, ২০১৭ রাত ২:২৫

এইযে আমার ভাবনার ল্যাম্পোস্ট গুলো
শহুরে সন্ধায় আরও উজ্জ্বল হয়ে জলছে
সুন্দর মানুষগুলো আরও বেশি সুন্দর,
কুৎসিত মানুষ গুলো আরও কদাকার লাগছে।
কেউ ফিরছে বাড়ি,কেউ ফিরছে না
কেউ পথ চলে আর কেউ থাকে থেমে
আমৃত্যু বিষণ্ণতার...

মন্তব্য০ টি রেটিং+০

ঘুমন্ত

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২


ঘুম বুঝি আজ
তলিয়ে গেছে আধারে
আমার মাঝে লুকিয়ে গেছে তাহারে
আমার ভেতর ঘুমায় এখন সে!

আধার কালো, লাগছে ভালো
দুঃখ আমার সব হারাল।
বুঝি তার স্বপনে দেখছে আমায়
আহারে! আহারে!

মন্তব্য০ টি রেটিং+০

ব্যথার প্রলোভন

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৪


ব্যথার প্রলোভনে কাছে যাই তোমার,
হীনতা আর সংকীর্ণতায় ফিরে আসি আবার
কখনো জল হয়ে,বৃষ্টির ধারা
কখনো অনুভূতির,দখিন হাওয়া।

এই তোমাকে চাই,আবার চাই না,
এই তোমাকে পাই,আবার পাই না।

কতটা বিমর্ষ আমি, কত গভীরতা
কত অন্ধকারে কত...

মন্তব্য১ টি রেটিং+১

অ-পূর্ণতা

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০০

অতি সাধের মানব জীবন
অনেক স্বপ্নের বাহন
জীবন জুড়ে অপূর্ণতা
মরন বুঝি করবে পূরণ।

মন্তব্য২ টি রেটিং+০

ইতি অপেক্ষা

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪১

খেয়ালের ভুলে আমাকে যদি মনে পরে
কোন এক শ্রাবণ সন্ধ্যায়
তুমি বৃষ্টির জল ছুয়ে দিও
সে আমার অবিরত ক্রন্দন।

যদি খুব ঘৃণা জাগে
অভিশাপ দিও, আমাকে কাক ভেব
আমি কৃষ্ণ বিহঙ্গ হয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

মহাশূন্য

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৮

সুখ দুখের অপরূপ মিশ্রণে বা
আবেগের আংশিক অনুভূতি
হারানোর পর তোমায়
একজন বিষাদসিন্ধু আমি
কেন মিছে ছুটে চলি
কুড়িয়ে নেই সেই সবটুকু আবেগ
তোমার কান্না, হাসি, ভালোলাগা
আমার চিরস্থায়ী...

মন্তব্য০ টি রেটিং+০

মেঘ নির্বাসিত

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

জানবেনা তুমি,তবু লিখছি তোমার কাছেই শোন,
একটু পরেই অন্তহীন অন্ধকারে তলিয়ে যাব
ভাল লাগছেনা নামক
এক মরা মরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
ভাল কথা গুলো মনে হবে প্ররোচনা
সান্ত্বনার ভাষাহীন বন্ধুগুলো থাকবে নিশ্চুপ...

মন্তব্য৪ টি রেটিং+০

একুশ এখনো শেষ হয়নি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪


১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী , মাতৃভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে এদেশের অনেক তরুন জীবন দিয়ে গেছেন। পাকিস্তান সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে তারা রাজপথে নামেন, প্রানের মায়া উপেক্ষা...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.