নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

আলো এসেছিল

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

একদিন এক আলো এসেছিল এই শহরে
এদিক সেদিক ঘুরে ফিরে সে আলো পথ হারায়
রাস্তায় রাস্তায় ঘুরে বেরায় সে আলো
সেই ভ্রান্ত আলো কারো ঘরে ঢুকতে চেয়েছিল
কারো জানালায় উকি দিতে চেয়েছিল
কিন্তু কি উপায়?
আলো যে সরল পথে চলে।
সে কি নিয়ম ভাংবে? না সে পারে না।
এই শহরের কোন একটি দালানে ঠাই হল না,
চিলেকোঠায় কেউ বসতেও দিল না।
ভ্রান্ত আলোর দিন ফুরোতে লাগল।
বিকেল গরিয়ে সন্ধ্যা,
একদিন এই শহরে এক আলো এসেছিল।
তার কিছু চাওয়া ছিল স্বপ্নের মত,
মাকে দেওয়া কথা ছিল
বোনের দেয়া বায়না ছিল
চাকুরীটা খুব দরকার ছিল
একদিন এই শহরে আলো এসেছিল।
সন্ধে সন্ধেয় রাত হল
আলোয় আলোয় আধার হল।
আলো এসেছিল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আলো আসবেই।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

তাওহীদ৭১তমাল বলেছেন: আলোর জন্য শুভ কামনা রইল

২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: আলো আসতেই হবে, নাহলে সবই অন্ধকার হবে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভাই,শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.