নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

কুরবানি হয়ে গেছে আমার বিবেক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১

প্রিয় কুরবানির পশুটার ৪৭ টা ছবি তুলেছি। এর মাঝে ৩০ টা সেলফি, ২ টা ছবিতে আমার হাতে গরুটার দরি ছিল,৫ টা ছবিতে কাছে থেকে সমস্ত দেহ ধারন করেছি যাতে গরুটাকে একটু বড় মনে হয়, ২ টা ছবিতে গরুটা বসে ছিল, তাকে কুরবানি দেবার সময় ৪ টা ছবি ও একটা ৫ মিনিটের ভিডিও ধারন করেছি। এরপর সবশেষে গরুটাকে আমি কসাই এর মত করে কোবাচ্ছি এমন ভঙ্গিমায় আরও ৪ টা ছবি খিচে দিলাম। এভাবেই প্রিয় পশুটাকে কুরবানি দিতে দিতে তাকে আমি গরুস্টার বানিয়ে ছারলাম।

আমার প্রিয় লাল রঙের গরুটা এখন নেই। সে এখন শুধুই স্মৃতি। সে এখন আম্মুর রেসিপি হয়ে গেছে। কালাভুনা,সাদাভুনা,কাবাব,শিক,নেহারি,তেহারি এগুলোই তার শেষ পরিচয়।

তার ৪৭ টা ছবিতেও তাকে খুজে পাই না আমি।
আরও কিছু ছবি কি তোলা যেত না ?
তাকে একটু আদর করে, তার মুখে ঘাস তুলে দিয়ে, পানি দিয়ে,তার শোবার যায়গাটা পরিষ্কার করে দিয়ে,দিনে রাতে সে যখন মশার যন্ত্রনায় লেজ নাড়ীয়ে ছটফট করছিল তখন দুপাশে দুটো কয়েল জালিয়ে দিয়ে কেন একটা ছবি তোলা হল না ?
ঈদের দিন সকালে বাড়ীর দারোয়ান যখন গরুটাকে গোসল করালো,আমি কেন তার সামনে পর্যন্ত যাইনি?

কিভাবে বুঝা যায় সেই লাল গরুটা আমার অনেক প্রিয় ছিল।
নাকি ঘটে গেছে অন্য কিছু, সেই লাল গরুটা কুরবানি হয়নি বরং মায়ের রেসেপি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে আমার বিবেক।
আর দুটোই আমি খেয়ে ফেলেছি। আমি সমাজ,আমি লোক দেখানো হয়ে গেছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০১

গেছো দাদা বলেছেন: হায়রে গরুখোর বিবেক ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.