নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ The Imitation game(2014)

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

যুদ্ধ শব্দটা আমরা না চাইতেও আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে এই ভূমিতে আগমনের পর হতেই। উচ্চস্বরে কান্না দিয়ে যুদ্ধক্ষেত্রে আগমনী বার্তা দেয় প্রতিটি শিশু। কখনো কখনো ভ্রুণ অবস্থায়ই যুদ্ধ শুরু হয়ে যায় শিশুর। আনওয়ান্টেড আনপ্রোটেক্টেড সেক্স এর কারণে এ যুগে ভ্রুণ অবস্থায়ই অনেক শিশুর যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, সেটা অন্য ক্ষেত্রের কথাবার্তা। আমিতো বসেছি মুভি রিভিউ লিখতে, আমার আবার একটা দোষ হচ্ছে, লতায় পাতায় জড়িয়ে কোন কথা আসলে সেটা নিয়ে কিছুটা হলেও আলোচনা না করে ছাড়তে পারি না।

যুদ্ধ কতধরণের, জীবন যুদ্ধ, নিজের ভেতর বহুরূপী সত্তাদের যুদ্ধ, পরিবারের ভেতর চলে পারিবারিক যুদ্ধ, স্বাধীনতা নিয়ে চলে পরস্পর দুটি জাতির, দুটি দেশের যুদ্ধ, আবার কখনো কখনো সেই যুদ্ধ রুপ নেয় ভয়াবহ বিশ্বযুদ্ধে! যেখানে একাধিক জাতি এক হয়ে অন্য কোন একাধিক জাতির সাথে যুদ্ধে লিপ্ত হয়। এককথায় একটা মানুষ সৃষ্টি থেকে বিনাশ পর্যন্তই যুদ্ধক্ষেত্রে জীবন যাপন করে। কেও কায়দাকানুন জেনে নিয়ে,শিখে নিয়ে খুব ভালো ভাবে পার করে এই যুদ্ধক্ষেত্র কেও বা পরাজিত সৈনিক হয়ে দৈহিক মৃত্যুর আগেই আত্মার মৃত্যু হয়ে গিয়ে জ্বালাময়ী অপেক্ষায় রয় দৈহিক মৃত্যুর।



এখন আসি মূল কথায়, কেন এই যুদ্ধ নিয়ে দার্শনিক কথাবার্তা লিখলাম এখন? কারণ এই মুভির মূল ঘটনা একটি যুদ্ধ কে কেন্দ্র করেই। যুদ্ধে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সাহায্য করে, সবাই হয়তো ময়দানে নেমে যুদ্ধ করতে সমর্থ হয়না, বা সে সক্ষমতা অথবা দক্ষতা সবার থাকে না। কিন্তু তাদের যুদ্ধ চলে অন্যজায়গায়। মুভিটি মূলত তেমনি একজন ব্যক্তি কে কেন্দ্র করে তৈরি।







সেই ব্যক্তি যে একজন আড়ালের বাজিকর হিসেবে কাজ করেছিলেন সে সময়। একজন ব্রিটিশ। যার নাম এলান টারিং।

এলান টারিং ছিলেন ব্যক্তিগত জীবনে একজন ম্যাথমেশিয়ান। যুদ্ধের সময় তার উপর দায়িত্ব বর্তায় এক অতীব গুরুত্বপূর্ণ কাজের। যার স্বীকৃতি তিনি পেয়েছেন মৃত্যুর পরে। কারণ সে কাজটি এতটাই গোপনীয় ছিল যে যুদ্ধের পরবর্তী ৫০ বছরের মধ্যে তা ব্রিটিশ সরকার সর্বোচ্চ মর্যাদা দিয়ে সংরক্ষিত রেখে ছিল। ৫০ বছর আগের সেই সৈনিক, সেই নায়কের গল্প সাধারণের সামনে আসে খুব বেশিদিনও হয়নি, এইতো ২০০০ সালের কিছু পরেই, এরপর রানী এলিযাবেথ দ্বিতীয় তাকে সরকারি ভাবে ক্ষমা প্রদান করেন। তার আগে ২০০৯ সালেই ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পাব্লিক্যালি তার জীবদ্দশায় তাকে যথাযথ সম্মান না দিয়ে বরংচ তার জীবন কে আরো বেশি দুর্দশাময় করার জন্য ক্ষমা চান। প্রশ্ন আসতে পারে, কেন? যুদ্ধের সময় তার অবদান অনস্বীকার্য ঠিক, কিন্তু সরকার অতি গোপনীয়তার কারণে তা পাব্লিক্যালি প্রদর্শণ করতে সমর্থ হয়নি কিন্তু তার জীবন কে আরো দুর্দশাময় কেন করেছিল?

এর জন্য তো আপনাকে মুভিটি দেখতে হবে।

আর কিই বা ছিল তার অবদান সেই সময়? যার কারণে ব্রিটিশ সরকার এত বছর পর এসেও পাব্লিকের সামনে ক্ষমাপ্রার্থী হয়েছে? সেটাও নাহয় নাই বা বললাম? মুভিটি দেখলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং জানতে পারবেন এই ব্যক্তি কেনই বা এত গুরুত্বপূর্ণ। আরেকটা ক্লু দেই, কি বলেন?

তিনি কম্পিউটার সাইন্সেও যুগান্তকারী অবাদান রেখে গিয়েছেন।

এই ব্যক্তির রহস্য সমাধান করতে ইচ্ছুকদের অথবা আগ্রহীদের মুভিটি দেখতে হবে।



আই এম ডি বি লিঙ্ক



টরেন্ট ডাউনলোড লিঙ্ক (720p)



আই ডি এম ডাউনলোড লিঙ্ক



অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। হতে পারে আমি কোন সূক্ষ্ম কিছু মিস করে যেতে পারি। আপনাদের মতামত থেকে হয়তো মুভিটির ভেতর থেকে নতুন কিছুও শিখতে অথবা জানতে সমর্থ হবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

তন্ময় ফেরদৌস বলেছেন: দেখবো

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

তওসীফ সাদাত বলেছেন:


হুম, দেখার পর মতামত জানাবেন আশা করি :)
ধন্যবাদ এবং শুভকামনা।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: এই ছবিটা দেখতে হবে ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

তওসীফ সাদাত বলেছেন:


হুম, দেখার পর মতামত জানাবেন আশা করি :)
ধন্যবাদ এবং শুভকামনা।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

কাবিল বলেছেন: ছবিটা দেখতে মিস করতে চাই না

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

তওসীফ সাদাত বলেছেন:


হুম, দেখার পর মতামত জানাবেন আশা করি :)
ধন্যবাদ এবং শুভকামনা।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: রিভিউ ভাল হয়েছে। সময় পেলে দেখে নেবো।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

তওসীফ সাদাত বলেছেন:



হুম, দেখার পর মতামত জানাবেন আশা করি :)
ধন্যবাদ এবং শুভকামনা।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১

ডট কম ০০৯ বলেছেন: আপ্নার রিভিউ লেখার স্টাইল টা ভাল। দেখব মুভিটা।

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

তওসীফ সাদাত বলেছেন:



হুম, দেখার পর মতামত জানাবেন আশা করি :)
ধন্যবাদ এবং শুভকামনা।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

এই সব দিন রাত্রি বলেছেন: আপনার কথামত দেখলাম এবং খুব ভাল লাগল দেখে। অনেক ধন্যবাদ আপনাকে :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

তওসীফ সাদাত বলেছেন:


ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম :)

স্বাগতম ও শুভকামনা জানবেন :)

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৫

অপ্রতীয়মান বলেছেন: আগ্রহ তৈরি করে দিয়েছেন, দেখতে হবে।

শেয়ার করার জন্যে ধন্যবাদ :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

তওসীফ সাদাত বলেছেন:


দেখার পরের মন্তব্য আশা করবো :)
ধন্যবাদ।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০

কলমের কালি শেষ বলেছেন: রিভিউ ভালো লেগেছে । দেখতে হবে ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

তওসীফ সাদাত বলেছেন:


সময় করে দেখে নিবেন। :) আশা করি আশাহত হবেন না।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.