![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানিকের প্রাগৈতিহাসিক গল্পে পাঁচী বলে এক ভিখারিনী আছে ,যে তার পায়ের বিশ্রী একজিমাটা ভালো হতে দিতো না।কারন তাহলে যে তার ভিক্ষাবৃত্তির মারাত্বক অসুবিধা ঘটে যাবে।তাই সে এর সদব্যবহার করেই যেতো।
আবার বাজারে প্রায়শই দেখা যেতো,হাইড্রসিল বা একশিরা আক্রান্ত এক ভিক্ষুককে,যে কিনা ঐ পাঁচীর মতোই।অপারেশন করতো না,সহানুভূতিশীল মানুষকে হালকা করে আলগোছে লুঙ্গি ওপর করে দেখিয়ে দিতো বিকট অন্ডকোষটিকে।পাবলিক আঁতকে উঠে যা দেয়ার দিয়ে দিতো। এভাবেই সে আর চিকিৎসা করায় না।কি দরকার চলুক না,যতদিন পাবলিক এর সহানুভুতি পাওয়া যায়।ততদিনই লাভ।
তারপর এলাকাবাসী একদিন ক্ষেপে গিয়ে বেদম পিটিয়ে হাইড্রসিলের অপারেশন করিয়ে দেয়।পাবলিকের কথা হলো-আরে ভাই বইলেন না,অসভ্যটা সেই পাকিস্তান আমল থেকে এই লুঙ্গি উঠিয়ে দেখিয়ে দেখিয়ে ভিক্ষা করছে।তারপরও চিকিৎসা করায় না।এতোদিনের তার ভিক্ষার টাকায় একটা ৪ তলা বিল্ডিং দাঁড়িয়ে যেতো।আর এই শালায় এই ফুটবলটার কোন অপারেশন করায় না।
ধুত্তরি! আমি এইসব কি আজাইরা প্যাচাল পাড়তেছি।কাজের কথাটা বলি,আমরাও মনে প্রানে চাই আওয়ামি লীগ এই রাজাকার হাইড্রসিলের একটা অপারেশন করুক।ভোট আসলেই এইসব লুঙ্গি-ফুঙ্গি উঠিয়ে দেখানো আর কতদিন?আফটার অল ,পাবলিকের ওতো এইসব দেখতে ভালো লাগে না। আর পাবলিককেই আর কি দোষ দিমু,এই গরীবের দেশে ফকিরের একশিরা আন্ডা দেখাও একপ্রকার বিনোদন।
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
doha057 বলেছেন: কেউ বলে মুলা, কেউ বলে কলা, আপনি আজকে একশিরা বললেন, কিন্তু গাধারা গাধাই থাকবে, নির্বাচনের সময় আবার সব ভুলে এই শুয়োরগুলোকেই ভোট দেবে।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
শিশেন সাগর বলেছেন: াহাহাহাহাহহাহাহাহাহাহহাহাহাহ অপারেশন ক্লিন হার্ট
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
মর্গের লাশ বলেছেন: হা হা হা। উপমা টা জোস হইছে। ++++++++