নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

ঠিক এই মুহুর্তে কোন ব্লগে কতজন ব্লগার ও ভিজিটর আছে -

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

হঠাত জানতে ইচ্ছা করলো কোন ব্লগে এখন ঠিক কতজন ব্লগার ও ভিজিটর উপস্থিত আছেন ,সেইসুত্রে ১০ মিনিট আগের সব ব্লগগুলোর ব্লগার আর ভিজিটর পেলাম যেটা ,আমি ঠিক জানি না ব্লগ কর্তৃপক্ষ সঠিক ভাবে তথ্য এ ব্যাপারে দিচ্ছে কিনা।তবে দুইটা ব্লগ যে সম্পুর্ন মিথ্যা তথ্য দিচ্ছে তা নিসশ্চিত।সে দুটো হলোঃ-সোনার বাংলা আর আমার ব্লগ।



সামহোয়ারিন ব্লগ-৪৪৩ জন ব্লগার ও ১৬৪৫ ভিজিটর।

সোনার বাংলা-১৭৫ ব্লগার,৫১৯৬ ভিজিটর।

আমার ব্লগ-১১৯ ব্লগার,৪৮৯৯ ভিজিটর।

সচল-২৯ব্লগার,তারা ভিজিটর দেয়নি।

চতুরমাত্রিক-২৫ ব্লগার,১৮৪ ভিজিটর।

আমার বর্ণমালা- ৬ ব্লগার,৫২ ভিজিটর।

মুক্তমনা-কিছুই দেয়নি।



সবকিছু মিলিয়ে গত কয়েকদিনের শুধু নয়,আমি বছর খানেক ধরেই নিবিড়ভাবে লক্ষ্য করেছি,সকল কিছু মিলিয়ে সামহোয়ারইন ব্লগই এগিয়ে আছে ব্লগ ও ভিজিটরের সংখ্যাগত দিক দিয়ে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

আশমএরশাদ বলেছেন: http://www.shobdoneer.com/ শব্দনীড় ব্লগ
৩৬/১৪৭

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.