নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন ইমন যুবায়ের ভাই।আপনি ভালো থাকুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

আমার স্ক্রীনের ডানদিকে দেখলাম জানাচ্ছে,আজ ইমন যুবায়ের ভাইয়ের ৪৬ তম জন্মদিন।মনটা অসম্ভব খারাপ হয়ে গেলো।ইমন ভাই খুবই শান্ত স্বভাবের ছিলেন।আমি প্রায় তাকে জিজ্ঞেস করতাম,ভাই আজ কি দিয়ে খেলেন?উনি আমাকে বলার পর,আমি আন্দাজি বানিয়ে বানিয়ে অনেক গুলো পদ সহযোগে খেয়েছি তার বর্ননা দিলে উনি বলতেন,তুমি আবারো মিথ্যা বলতেছো।আবার বলতেন,এগুলো বানানো বিষয় হলেও উনার নাকি শুনে খিদে পেয়ে গেছে।



একবার উনার বাসার সবাই উনাকে রেখে কক্সবাজারে গেছে।যথারীতি জিজ্ঞেস করলাম,ইমন ভাই রান্না বান্নার কি হলো?উনি বললেন,এই ব্যবস্থা একটা হয়ে যাবে।আমি সাথে সাথে এমন সব পদের গফ শুরু করলাম যে,উনি আমারে বললেন-এই রাতে তুমি এসব আবার শুরু করছো।হায় ! কি ফাজলামো যে করতাম।উনি অনেক বড় মনের মানুষ ছিলেন।আর উনার জ্ঞান আমাদের সবসময় উতসাহিত করতো।ভন্ডামি জিনিসতাই ছিলো না উনার মনে।আপাদমস্তক একটা ভালো মানুষ ছিলেন আমাদের ইমন যুবায়ের ভাই।



আজ তাকে অনেক মনে পড়ছে।ভাই,আল্লাহ আপনাকে বেহেস্তে স্থান দিক।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

মশামামা বলেছেন:


ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

আশফাক সুমন বলেছেন: আল্লাহ ইমন যুবায়েরকে বেহেস্তে স্থান দিক। -আমিন

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: কেউ সাড়া দিবেনা জানি,তবুও শুভেচ্ছা জানিয়ে সকালে একটা মেসেজ পাঠিয়েছি।
যেখানেই থাকুন ভালো থাকুন ইমন ভাই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

ফারমার বলেছেন: ইমন জুবায়ের বিনা চিকিৎসায় মারা গেছেন, এটা আপনার জানা থাকলে মানুষ জানতে পারবে!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

চ।ন্দু বলেছেন: ইমন জুবায়েরের জীবনী নিয়ে একটা আর্টিকেল লেখা দরকার। কিন্তু তার সম্পর্কে তেমন কোন তথ্য জানা নেই। কারো জানা থাকলে শেয়ার করবেন প্লিজ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন শ্রদ্ধেয় ইমন জুবায়ের...

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: শুভ জন্মদিন ইমন ভাই :(

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

প্রীিত ওয়ােরছা বলেছেন: শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই। ভাল থাকুন।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

শের শায়রী বলেছেন: বাংলা ব্লগ কে উনি এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেখানে নীচ থেকে শুধু তাকিয়ে দেখা যায় চাদের আলোর মত, অনুভব করা যায় কিন্ত ছোয়া যায় না। ভাল থাকুন ইমন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.