নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপন মামা।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

আমার স্বপন মামা আমার ঘনিস্ট বন্ধুর মতো।মামা সুন্দর করে কৌতুক বলে।আমরা দুই মামা-ভাগিনা একটা সময় ঢাকায় একসাথে ঘোরাফিরা করতাম।আজকে বিএনএফের ধানগাছ প্রতীক চাওয়া নিয়ে মামার একটা কৌতুক মনে পড়লো।



মামা বলতো বুঝলি তুহিন,এক মেয়ে নতুন স্টাইল শিখছে।যা দেখে তা দেখেই বলে,ও শিট এটা কি কিংবা ও মাই গড এটা কি?(টাইটানিক সিনেমার পর এই শিট বলার খুব চল হইছিলো)।তো হলো কি,এক অনুস্টানে গিয়ে সেই মেয়ে ঐ বাসার ড্রয়িং রুমে ধানের শীষের শো-পিস দেখে যথারীতি বললো-ও শিট ,এটা কি ধানগাছ?



তখন আরেকপাশ থেকে এক ভদ্রলোক এসে ঐ মেয়েকে জিজ্ঞেস করলো,তুমি অমুক সাহেবের মেয়ে না।আচ্ছা,তোমাদের বাসার চারদিকে কি এখনো ধানক্ষেত আর বিল আছে,নাকি বাড়িঘর উঠে গেছে?



আরেকটা কৌতুক।তুহিন শোন,এক অফিসের পিয়ন ক্ষেপে গিয়ে অফিসের সবার সামনে জিএম সাহেবকে বললো,স্যার আপনে যতোবড় ইতর,যতোবড় লম্পট,যতোবড় বদমাশ, যতোবড় চরিত্রহীন- - - বলে আমারে মনে করেন,আমি তা না।ততক্ষনে প্রেসার উঠে জিএম সাহেব অজ্ঞান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.