নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত কিছুই নাই

মুহাম্মাদ তাওহীদ উল ইসলাম

মুসাফির

মুহাম্মাদ তাওহীদ উল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা

১৩ ই জুন, ২০১৫ রাত ১:৫৮

আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা। আমি তখন ক্লাস টু’তে পড়ি। ১৫ দিনের ছুটিতে বাবা বাড়িতে এসেছিলেন। যাই হোক প্রতিদিনের মত বাবা আমাকে আর আমার বোনকে স্কুলে যাবার জন্য রিক্সায় তুলে দিলেন। সেই দিন তার ছুটি শেষ ছিল। তাই তিনি কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু তিনি ফিরতে পারেননি কর্মস্থলে, ফিরেছিলেন লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় তিনি প্রান হারান। পরিবারে হাল ধরার মত তখন কেউই ছিল না। আমাদের ৪ ভাই বোনকে সম্পূর্ণ নিজ চেষ্টায় পড়ালেখা করালেন আমার মা। আজকে আমরা ভাই বোন যে অবস্থানে এসে দাঁড়িয়েছি তার জন্য আমার মায়ের অবদান অনস্বীকার্য। ইনশা’আল্লাহ আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিবেন।
আমার ৪ ভাইবোনের মাঝে আমি সবার ছোট। তাই বাবার সংস্পর্শ আমি খুব কমই পেয়েছি, ছোট ছিলাম, অনেক কিছুই মনে নেই, অনেক কিছুই বুঝতাম না। তাই বাবার সাথে আমার স্মৃতি রোমন্থন করাটা সম্ভব হয়ে ওঠে না। মায়ের কাছ থেকে শুনেই বাবার স্মৃতিকে ধারন করার চেষ্টা করি। মা বলেন বাবা আমাকে খুব আদর করতেন, চাইতেন আমি যাতে পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করতে পারি। খুব কষ্ট হয় যখন ভাবি, বাবাকে খুব বেশি সময় আমি কাছে পাইনি, সন্তান হিসেবে বাবার জন্য কিছু করার সুযোগটা আমি পাইনি।
যখন আমি ক্লাস এইট নাইনে পড়তাম তখন দেখতাম প্যারেন্টস ডে তে, অ্যানুয়াল প্রাইজ গিভিং ডে তে সবাই তাদের বাবাকে নিয়ে আসতো। আমি তখন একা আড়ালে চোখের জল বিসর্জন দিতাম। যখন দেখতাম আমার সহপাঠী বন্ধুদের তাদের বাবা অনেক কিছু গিফট করতো, তখন এক চাপা কষ্টে আমার হৃদয়ে অশান্ত ঝড় বয়ে যেত। বাবার অনুপস্থিতিতে আমাদের পুরো পরিবারটাকেই যথেষ্ট কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ্‌! আল্লাহর অশেষ দয়ায় সেই কষ্টের দিনগুলো পার করে এসেছি।
আগে অনেক কষ্ট পেতাম, মনে হতো কেন আমার সাথেই এমন হল? এখন বুঝি সকলেরই মৃত্যু হবে, সবাইকেই চলে যেতে হবে আগে বা পরে, এটা মেনে নিতেই হবে। আজ আমি আর দুঃখিত নই যে বাবা আমাকে কোন গিফট দিতে পারেননি, আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ আমাকে অমূল্য এক পুরস্কারে পুরস্কৃত করেছেন, তাঁর হিদায়াত নসীব হবার তাওফিক দিয়েছেন। আজ আমি মর্মাহত নই যে বাবা আমার শিক্ষাজীবনের ভালো অর্জনগুলো দেখে যেতে পারেননি, আমি আশা করি আমি আমার পিতাকে আমার পরকালের জীবনের অর্জনগুলোর মাধ্যমে সম্মানিত করবো ইনশা’আল্লাহ, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। আমি আজ আর বিষাদগ্রস্ত নই এ কারনে যে বাবার সংস্পর্শ আমি খুব বেশি পাইনি, আমি আশা করি পরকালে আমাদের নেক আমলের মাধ্যমে আমরা জান্নাতে মিলিত হব। আমি আজ আর আশাহত নই এই কারনে যে আমি বাবার জন্য কিছুই করার সুযোগ পাইনি, কারণ আমি জানি যদি আমি তার নেক সন্তান হতে পারি ও তার জন্য, তার নাজাতের জন্য দোয়া করি তবে তা সাদকা এ জারিয়া হিসেবে তার আমলনামায় লেখা হবে। তাই আমার কাছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বাবার জন্য কিছু করার সুযোগ নিয়ে উপস্থিত হয়, একটা বিশেষ দিন কখনই নয়, কোনভাবেই নয়..................
“ রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা ”
আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসি করুন তার সকল গুনাহ ক্ষমা করুন তাকে কবরের সকল আযাব থেকে রক্ষা করুন আমীন।
১৬ ই জুন ২০১৩

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৬:৫৩

জহুরুল কাইয়ুম বলেছেন: আমি আমার বাবাকে হারিয়েছি ২০০২ সালে জুনের ২ তারিখে। আমি তখন প্রকৌশল ডিপ্লোমার ২য় বর্ষের ছাত্র। পাবনাতে থাকতাম। আমাদের পলিটেকনিকের গেটে ডাক্তার আকেলের কাছে ঐসময় ফোন আসতো, সেদিন আসলো। যথারিতী আমার বন্ধু মনিরুলকে নিয়ে বাড়ী ফিরলাম। দেখি বাবাকে খাটে শোয়ানো হয়েছে। শেষ গোসলের প্রস্ততি চলছে। বাবার মুখটা দেখতে খুব কষ্ট হলো। মায়ের কাছে গেলাম। মাকে বুকে জড়িয়ে নিলাম। সেদিন বুক ভরে কাদতে পারিনি, মায়ের অবস্থা আর খারাপ হবে ভেবে । কিন্তু ঐদিন রাতে একা একা খুব কেদেছিলাম।
বাবা মাঝে মধ্যেই খবর নিত আমার লেখা পড়া শেষ হবে কবে। বাবা খুব অসুস্থ ছিলেন। দু:খের সময়গুলো যেন কিছুতেই পার করতে পারছিলেন না। এই জন্য মাঝে মধেই সবাইকে জিজ্ঞেস করতেন আর কতদিন.......। আমরা সাতভাই একবোন। ভাই বোনের মধ্যে আমি ৪র্থ। বর্তমানে আমরা সব ভাইই প্রতিষ্ঠিত আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে। এর জন্য আমার মায়ের অবদান বলে শেষ করা যাবে না। কি কষ্টটাই না উনি করেছেন। আজ বাবা নাই। কিন্তু বাবার স্মৃতি আজো ছবি হয়ে চোখের সামনে ভেসে ওঠে। যখন একলা থাকি। যখন কাউকে বাবার গল্প বলতে শুনি, তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না।
আমি প্রতি শুক্রবার বাবার কবরের পাশে দাড়াই। বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি।
“ রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা ”
আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসি করুন তার সকল গুনাহ ক্ষমা করুন তাকে কবরের সকল আযাব থেকে রক্ষা করুন আমীন।

২| ১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৫

মো কবির বলেছেন: চোখে জল চলে আসল এমন একটা লিখা পড়ে। সত্যি দুনিয়াটা একটা আজব যায়গা আর আমার এর জন্যই এতো উঠে পড়ে লেগেছি।

৩| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:১৫

এহসান সাবির বলেছেন: সাগিরা না সগিরা? সেইদিন এক হুজুর মোনাজাতের সময় বল্ল সগিরা.. আই মিন আমি শুনলাম, আমি আগেও শুনেছি কেউ কেউ সগিরা বলে..... আমারই হ্য়ত ভুল।

শুভ কামনা।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:৩১

মুহাম্মাদ তাওহীদ উল ইসলাম বলেছেন: "সাগিরা" ই হবে। দোয়াটা মূলত সুরা বনি ইসরাইল এর ২৪নং আয়াত।

৪| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা

৫| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩১

আলী আকবার লিটন বলেছেন: ভাই আমি খুব পাষাণ হৃদয়ের মানুষ । কিন্তু আপনার বাবাকে নিয়ে আবেগ পূর্ণ লেখা আমার চোখের কোণায় নোনা পানি জমে দিল । মহান রাব্বুল আলামিনের নিকট প্রাথনা করি আল্লাহ্‌ জেনো উনাকে জান্নাত নাসিব করেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.