![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেরণা তুমি জলজ থাক
...............................
কুয়াশার বাঁধনে সময়
সম্ভাবনার সম্ভাব্য সে পথ ঘাসের আড়ালে পড়েছে ঢাকা
মধ্যনদীতে চাঁদ হেসে খেলে আপন হয়
টুপ করে চুয়েঁ পড়ে যে শিশির ফোঁটা
সূর্য তাকে ছিনেয়ে নেয়
ক্ষণিকতা দৃশ্যত আপন...।
মাঝে যেকটা প্রাণ প্রাতঃ হয়েছে
অন্যদ্য সুন্দরের মহাকাশ
র্আটপেপারের ক্যানভাসে
সে অদৃশ্য ভাগ্য নিয়ে জেগে থাকবে
...হয়ত নেশাগ্রস্ত হবে শিল্পির তৃষ্ঞা মেটাতে।
সময় শিল্পির মৃত্যৃ আনে
জলজ আছে বিপরীতে প্ররণা।
©somewhere in net ltd.